বিচারপতির বিবৃতি নিয়ে অভিযোগ, অভিষেকের মামলা সরানোর আর্জি গ্রহণ সুপ্রিম কোর্টে

এক্তিয়ারের বাইরে গিয়ে আদালতের ভেতরে ও বাইরে রাজনৈতিক বিবৃতি দিচ্ছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। একইসঙ্গে বিচারপতি অমৃতা সিনহাকে জড়িয়েও বিবৃতি দিয়েছেন তিনি। দেশের শীর্ষ আদালতে এমনই অভিযোগ করেছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সাংসদের সেই আর্জি গ্ৰহন করল শুক্রবার গ্রহণ করল সুপ্রিম কোর্ট। আগামী ১৯ ফেব্রুয়ারি অভিষেকের আবেদন নিয়ে আদালত সিদ্ধান্ত নিতে পারে বলে জানা যাচ্ছে।

শীর্ষ আদালতে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিযোগ জানিয়েছেন, বিচারপতি গঙ্গোপাধ্যায় আদালতের ভেতরে এবং বাইরে, এমনকী তাঁর অর্ডারেও রাজনৈতিক বিবৃতি দিচ্ছেন। তাঁর লিখিত অর্ডারে বিচারপতি অমৃতা সিনহাকে জড়িয়েও বিবৃতি দিয়েছেন। সেই কারণেই অভিষেকের আর্জি, বিচারপতি সিনহার এজলাসেও যেন তাঁর কোনও মামলার শুনানি না হয়। অভিষেকের অভিযোগ এবং আর্জির ভিত্তিতে প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন ৫ বিচারপতির বেঞ্চে শুক্রবার সুয়োমোটো মামলায় যুক্ত করা হল অভিষেকের মামলা।