Thursday, August 21, 2025

দলীয় পতাকা লাগানো ঘিরে অশান্তি! ভাঙড়ে তৃণমূল কর্মীদের বেধড়ক মার আইএসএফ সমর্থদের

Date:

বৃহস্পতিবার রাতে আরাবুল ইসলামকে (Arabul Islam) গ্রেফতারের (Arrest) ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই শুক্রবার সকালে নতুন করে উত্তপ্ত হয়ে উঠল ভাঙড় (Bhangar)। দলীয় পতাকা লাগানো কেন্দ্র করে তৃণমূল (TMC) কর্মীদের বেধড়ক মারধরের অভিযোগ ওঠে আইএসএফ (ISF) সমর্থকদের বিরুদ্ধে। মুহূর্তে অশান্ত হয়ে ওঠে এলাকা। সূত্রের খবর, ঘটনায় বেশ কয়েকজন তৃণমূল কর্মী আহত হয়েছেন। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে ঘটনায় ইতিমধ্যে ন’জনকে আটক করে উত্তর কাশিপুর থানায় নিয়ে যায় পুলিশ।

স্থানীয় সূত্রে খবর, ভাঙড়ের চালতাবেড়িয়া অঞ্চলের কোচপুকুরে দলীয় পতাকা লাগানো কেন্দ্র করে শুক্রবার সকালে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তৃণমূলের কিছু কর্মী ওই এলাকায় দলের পতাকা লাগাচ্ছিলেন। অভিযোগ, সেখানেই আচমকা হাজির হয় কয়েকজন আইএসএফ সমর্থক। পতাকা ছিঁড়ে ফেলার অভিযোগ ওঠে তাদের বিরুদ্ধে। তৃণমূল কর্মীরা তার প্রতিবাদ করলে বচসা শুরু হয়। ঘটনাকে কেন্দ্র করে দু’পক্ষের বচসায় ক্রমে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। পরে তা হাতাহাতির রূপ নেয়। এদিকে খবর পেয়ে ঘটনাস্থলে যায় উত্তর কাশিপুর থানার পুলিশ। পরিস্থিতি সামাল দিতে পুলিশকে লাঠিচার্জ করতে হয় বলে খবর। এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে। রয়েছে র‌্যাফও।

 

 

 

 

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version