Thursday, August 21, 2025

সিনেমা মুক্তির ২৯ বছর পার, কেমন আছেন ‘বম্বে’ জুটি মনীষা-অরবিন্দ!

Date:

সময় কারোর জন্য থেমে থাকে না। তবে স্মৃতি থেকে যায় মুহূর্তদের সাক্ষী রেখে। বিশেষ করে যদি বলিউডি নস্টালজিয়ার কথা বলতে হয় তাহলে অনেকেই ফিরে যেতে চান নব্বইয়ের দশকে (90’s Bollywood Period)। সেই সময়ের অন্যতম এক মিউজিক্যাল ফিচার ‘বম্বে’ (Bombay) নিয়ে সম্প্রতি সমাজমাধ্যমে বেড়েছে আলোচনা। হিন্দু মুসলিম প্রেমের গল্পে তৈরি ১৯৯৫ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবিতে মনীষা কৈরালা-অরবিন্দ স্বামীর (Manisha Koirala -Arvind Swamy)কেমিস্ট্রি যেন সিনেমাকে এক আলাদা উচ্চতায় পৌঁছে দিয়েছিল। সিনেমার গান আজও এক আলাদা ভাল লাগা অনুভুতির জন্ম দেয়। রাজ্য ও জাতীয় স্তরে পুরস্কৃত হয় এই ছবি। ২৯ বছর পর ২০২৪-এর ভালবাসার মাসে প্রকাশ্যে এল সেই জুটির বর্তমানের ঝলক। স্মৃতির সরণি বেয়ে নস্টালজিক অনুরাগীরাও।

মনীষা কৈরালা – অরবিন্দ স্বামী ‘বম্বে’ সিনেমাতে এক আলাদা উন্মাদনা তৈরি করেছিলেন। মণিরত্নমের পরিচালনায় এই ছবির সঙ্গীত পরিচালনার দায়িত্বে ছিলেন এ আর রহমান। এক আলাদা মিউজিক্যাল সফর ছিল এই ছবির চিত্রনাট্যে। ১৯৯৫ সালের ১১ মার্চ বড়পর্দায় মুক্তি পায় এই ছবি। এর ঠিক পাঁচ বছর পর ২০০০ সালে ফের একসঙ্গে কাজ করেন যুগলে, সিনেমার নাম ছিল ‘ রাজা কো রানি সে পেয়ার হো গয়া’। কিন্তু ‘বম্বে’র স্মৃতি থেকে বেরতে পারেননি দর্শক। ভ্যালেন্টাইন্স সপ্তাহে একটি ছবি সমাজমাধ্যমে বেশ ঘোরাফেরা করছে, যেখানে নায়ক নায়িকার এখনকার ছবির সঙ্গে ১৯৯৫ সালের সিনেমার ছবি জুড়ে দেওয়া হয়েছে। এরপরই কমেন্টের বন্যা। জীবনের নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে আজ এই বিখ্যাত জুটিকে চেনা দায়।

ক্যানসারকে হারিয়ে এই মুহূর্তে জীবনের মূল স্রোতে ফিরে কাজের জগতে ব্যস্ত মনীষা। সঞ্জয় লীলা বনসালীর ‘হীরামান্ডি’ ওয়েব সিরিজের কাজ সদ্য শেষ করেছেন। এক পতিতাপল্লীর সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক অবস্থা অর্থাৎ এক কথায় প্রাক-স্বাধীনতার যুগে যৌন কর্মীদের অবস্থা এবার সঞ্জয় বনসালীর জমকালো সেটে ফুটে উঠতে চলেছে। আজই প্রকাশ্যে এসেছে টিজার। মনীষা কৈরালা ছাড়াও এই সিরিজে রয়েছেন সোনাক্ষী সিনহা, অদিতি রাও হায়দারি, শারমিন সেগাল, রিচা চাড্ডা ও সানজিদা শেখ।

অন্যদিকে দক্ষিণী বিনোদন জগতের পরিচিত নাম অরবিন্দ স্বামী নব্বইয়ের দশকে একের পর এক সুপারহিট ছবিতে অভিনয় করে সবার মন জিতেছিলেন। ২০০০ সালে স্বেচ্ছায় সিনে জগত থেকে দূরে সরে যান। ২০০৫ সালে হঠাৎ বড়সড় এক দুর্ঘটনার কবলে পড়েন তিনি। তাঁর মেরদণ্ডে চোট লাগে, পক্ষাঘাতগ্রস্ত হয়ে পড়ে পায়ের একাংশ। টানা এক বছর শয্যাশায়ী থাকার পর দুর্ঘটনার আঁধার কাটিয়ে যে অরবিন্দ প্রকাশ্যে আসেন, তাঁকে তারকা হিসাবে চেনাই দুষ্কর ছিল। ওজন হয় ১১০ কিলোগ্রাম। ২০১৩ সালে ‘কাডাল’ ছবির হাত ধরে বিনোদন দুনিয়ায় বহু বছর পর প্রত্যাবর্তন করেন অরবিন্দ। ২০২১ সালে কঙ্গনা রানাউতের বিপরীতে ‘থালাইভি’ ছবিতেও কাজ করেন তিনি। গত বছরও একগুচ্ছ তামিল ছবিতে কাজ করেছেন তিনি। যদিও ‘বম্বে’ জুটি আর ফেরেনি।



Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version