Wednesday, November 5, 2025

হিংসার আগুনে ক্রমশ উত্তপ্ত হচ্ছে দেবভূমি, ক্রমশ পরিস্থিতি জটিল হচ্ছে উত্তরাখণ্ডের (Uttarakhand) হালদয়ানি। সাম্প্রদায়িক অশান্তির আঁচে পুড়ছে শহর। এখনও পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর মিলেছে, আহতদের সংখ্যা ইতিমধ্যেই ২৫০ ছাড়িয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শহর জুড়ে কারফিউ জারি করা হয়েছে। ইতিমধ্যেই দাঙ্গাকারীদের দেখামাত্রই গুলি করার নির্দেশ দিয়েছে পুস্কর সিং ধামি (Pushkar Singh Dhami) সরকার।

উত্তরাখণ্ড সরকার সূত্রে খবর হালদয়ানির ভানবুলপুরা এলাকায় বেআইনিভাবে তৈরি মসজিদ ও মাদ্রাসা ভাঙার নির্দেশ দিয়েছিল আদালত। সেই নির্দেশ কার্যকর করতে গিয়েই স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়তে হয় পুলিশ ও দায়িত্বপ্রাপ্ত সরকারি আধিকারিকরা। মসজিদ ভাঙা শুরু হতেই পুলিশের দিকে পাথর ছোড়ে উন্মত্ত জনতা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পালটা কাঁদানে গ্যাস ছোড়ে পুলিশও। দুপক্ষের সংঘর্ষের জেরে গুরুতর আহত হন ৫০ জন পুলিশকর্মী। বিক্ষোভকারীরা স্থানীয় থানায় আগুন ধরিয়ে দেওয়ার পাশাপাশি বাস, মোটরবাইক জ্বালিয়ে দেয় বলে অভিযোগ উঠছে। গোটা পরিস্থিতি নিয়ন্ত্রণে ইতিমধ্যেই উচ্চপদস্থ সরকারি আধিকারিকদের সঙ্গে বৈঠক করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী। সকাল থেকেই হালদয়ানি জুড়ে কারফিউ চলছে। এলাকায় শান্তি বজায় রাখতে বিশাল বাহিনী মোতায়েন করা হয়েছে।


Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version