Friday, August 22, 2025

বৃহস্পতিবার বিধানসভায় বাজেট পেশের সময় নজিরবিহীন বিশৃঙ্খলা বিজেপি বিধায়কদের। বাজেট পড়া বন্ধ করে বসে পড়তে হয় অর্থমন্ত্রীকে। এমনকি রাজ্য সঙ্গীত গাওয়ার সময়ও সেই বিশৃঙ্খলা জারি ছিল। যদিও কেন্দ্রের ক্ষমতাসীন বিজেপি সরকারের মতো বিশৃঙ্খলার দায়ে বিধায়কদের সাসপেনশনের পথে হাঁটেনি রাজ্য। তবে শুক্রবার বিজেপি বিধায়কদের অভব্যতার তীব্র প্রতিবাদ জানান মন্ত্রী বীরবাহা হাঁসদা।

মন্ত্রী বীরবাহার কথায়, ‘ছোটবেলা থেকেই আমার বিধানসভায় আসার সুযোগ ছিল। আমরা যারা জন প্রতিনিধি হয়ে বিধানসভায় আসি তাদের কাছে এটা মন্দিরের মতো। বিজেপির নেতা যেভাবে বিধানসভাকে নোংরামির জায়গায় নিয়ে গিয়েছেন, জাতীয় সঙ্গীত, রাজ্য সঙ্গীত কে যেভাবে অবমাননা করেছেন একজন ভারতীয় হিসেবে, বাঙালি হিসেবে আমি লজ্জিত। আমরা যখন রাজ্য সঙ্গীত গাইতে শুরু করলাম, বিজেপির বিধায়করা জাতীয় সঙ্গীত গাইতে শুরু করলেন, একজন বিধায়ক হিসেবে আমি ধিক্কার জানাই। এটা দিনের পর দিন আমরা দেখে আসছি। আমরা লজ্জিত, দুঃখিত। বাংলার মানুষ এর উত্তর দেবেন। জাতীয় সঙ্গীত অবমাননা আইনে বলা আছে, কোনওভাবে জাতীয় সঙ্গীত গাওয়ার ক্ষেত্রে অবমাননা হলে তাঁকে ১ বছরের জন্য কারাদণ্ডে দণ্ডিত করা হবে। অথবা লক্ষাধিক টাকা জরিমানা হতে পারে। একজন আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধি হিসেবে বিধানসভা ভবনকে আমি ধর্মস্থান বলে মনে করি।’

পাশাপাশি বাজেট অধিবেশনকে যে কোনও প্রকারে বিঘ্নিত করাই যে বিজেপির উদ্দেশ্য ছিল সে প্রসঙ্গেও প্রতিবাদ জানান বীরবাহা। তিনি বলেন, ‘বিধানসভায় বাজেট যখন চলে, তখন সেটা পড়তে পর্যন্ত দেওয়া হয়নি। এর জবাব বাংলার মানুষ দেবেন। ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রীর বাজেট, সেই বাজেট পেশ করছেন মহিলা অর্থমন্ত্রী, সেখানে মহিলাদের উত্তরণের কথা বলা হচ্ছে, সেখানে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে বিরোধী দল তাতে বাধা দিচ্ছে। বিজেপির নেতারা বিধানসভাকে একটা চরম নোংরামির জায়গায় পৌঁছে গেছে। গতকাল রাজ্যসঙ্গীত এবং জাতীয় সঙ্গীতকে চরম অবমাননা করেছে। যারা বারবার দেশভক্তির কথা বলে, তাঁদের এহেন আচরণকে আমি বিধায়ক হিসেবে ধিক্কার জানাই।’

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version