Monday, November 3, 2025

কেন্দ্রীয় বঞ্চনা সত্ত্বেও বাংলার আত্মনির্ভরতা প্রতিফলিত হয়েছে বাজেটে: চন্দ্রিমা

Date:

আত্মনির্ভর ভারত নিয়ে গালভরা ভাষণ দেয় কেন্দ্রের মোদি সরকার। তবে আত্মনির্ভরতা কাকে বলে সেটা দেখিয়ে দিয়েছেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রীয় বঞ্চনার মাঝেও বিকল্প পথে বাংলার মুখ্যমন্ত্রী দেখিয়ে দিয়েছেন সিঙ্গেল ইঞ্জিন সরকার কি করতে পারে। শুক্রবার তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন রাজ্যের অর্থপ্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। পাশাপাশি এদিনের সাংবাদিক বৈঠক থেকে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে কড়া আক্রমণ শানান চন্দ্রিমা।

এবারের ঐতিহাসিক বাজেটে রাজ্যের সমস্ত শ্রেণীর মানুষের স্বার্থকে গুরুত্ব দেওয়া হয়েছে। সেখানে, পরিষেবা, উন্নয়ন, পরিকাঠামো, সংস্কার সবকিছুতেই রাখা হয়েছে বিপুল বরাদ্দ। এদিন চন্দ্রিমা বলেন, লক্ষীর ভাণ্ডারে টাকার অঙ্ক বাড়ানো হয়েছে। যার ফলে ২ কোটি ১১ লক্ষ মহিলা উপকৃত হয়েছেন। ১২ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে এর জন্য। সমুদ্র সাথী প্রকল্পের জন্য বাজেটে বরাদ্দ রাখা হয়েছে। এপ্রিল থেকে জুন, এই ২টি মাস ৫ হাজার টাকা করে পাবেন মৎস্যজীবীরা। খাদি গ্রাম উদ্যোগ থেকে কারিগর, সব ক্ষেত্রকে বেছে নেওয়া হয়েছে। বাংলার মুখ্যমন্ত্রী ১০০ দিনের কাজের শ্রমিকদের আরও ৫০ দিনের কাজ নিশ্চিত করেছেন। চাকরির ক্ষেত্র থেকে গঙ্গাসাগরে ব্রিজ সবেতেই হয়েছে বিপুল বরাদ্দ। তবে এতকিছু সত্ত্বেও বিজেপির মতো নিন্দুকের অভাব নেই বাংলায়। দাবি করা হচ্ছে ভোটকে নজরে রেখেই এই বরাদ্দ। এরও জবাব এদিন দিয়েছেন চন্দ্রিমা।

সাংবাদিকদের প্রশ্নের পাল্টা তিনি প্রশ্ন করেন, কারা বলছে এটা ভোটের আগের বাজেট? আমরা কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে লড়াই করে এই বাজেট পেশ করেছি। একইসঙ্গে ঘোষণা করেন, ঐতিহাসিক এই বাজেটের জন্য আমাদের বিভিন্ন শাখা সংগঠন ও গণ সংগঠনগুলি রাজ্যজুড়ে ‘ধন্যবাদ মুখ্যমন্ত্রী’ সূচক কর্মসূচি গ্রহণ করবে। সারা রাজ্য জুড়ে প্রত্যেকটি জেলায়, ব্লক স্তরে ৫ হাজার মহিলারা এই কর্মসূচি পালন করবে। কলকাতাতেও আগামীকাল বেলা ৩টের সময় আমরা একটা মিছিল করবো গোলপার্ক থেকে হাজরা মোড় পর্যন্ত। সেখানে মা-বোনদের মুখ থেকে মুখ্যমন্ত্রীকে ধন্যবাদসূচক বার্তা ধ্বনিত হবে।

Related articles

ঝুলনকে নিয়েই সাফল্যের উদযাপন স্মৃতিদের, বাঙালির গর্ব বিশ্বকাপজয়ী রিচা

পঙ্কজ রায় থেকে সৌরভ গঙ্গোপাধ্যায় বা ঝুলন গোস্বামী, ক্রিকেট বিশ্বের দরবারে বাংলার মুখ অনেকেই। কিন্তু সৌরভ-ঝুলনদের পাশে ছিল...

মায়ানগরীতেই স্বপ্নপূরণ, এক নজরে ব্যাটে বলে ধামাকাদার ম্যাচের স্কোর বোর্ড

মুম্বইকে বলা হয় মায়ানগরী। কত স্বপ্ন এখানে সফল হয়। এই মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ২০১১ সালে ২ এপ্রিল ওয়ানডে...

ক্রিকেটে বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মেয়েরা: শুভেচ্ছা প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রীর ও ক্রীড়ামন্ত্রীর

রবিবারের মধ্যরাতে রচিত হল নতুন ইতিহাস। প্রথমবার বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের মহিলা ক্রিকেট ব্রিগেড। ইতিহাস রচনা হওয়ার রাতে ভারতীয়...

দীপ্তি-শেফালিদের হাত ধরেই বিশ্ব জয়ের তৃপ্তি, ইতিহাস সৃষ্টি হরমনপ্রীতদের

বিশ্বসেরা ভারত(India)। মহিলাদের একদিনের বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া। মুম্বই ইতিহাস সৃষ্টি ভারতীয় মহিলা দলের। প্রোটিয়াদের ...
Exit mobile version