রাজ নয়, ‘স্পেশাল’ মানুষের সঙ্গে ‘ডেট’-এ গেলেন শুভশ্রী

‘বাবলি’ সিনেমার শুটিং সেরে শহরে ফিরে অন্য মুডে শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Shubhashree Ganguly)। কাজের জন্য দীর্ঘ সময় উত্তরবঙ্গে থেকেছেন সস্ত্রীক রাজ চক্রবর্তী (Raj Chakraborty)। বুদ্ধদেব গুহর উপন্যাস অবলম্বনে ‘বাবলি’ তৈরির কাজ অনেকটাই এগিয়েছে। এবার শহরে ফিরেই ইউভান এবং একরত্তি ইয়ালিনীকে নিয়ে মেতে উঠলেন রাজ-ঘরনি। টলিপাড়ার (Tollywood) বর্তমান অন্যতম সফল পরিচালক এখন না থাকায় ছেলেকে নিয়েই ডেটে গেলেন নায়িকা।

কাজের চাপ থাকলেও রাজ-শুভশ্রীর মনজুড়ে ছিল দুই ছেলে-মেয়ে। তাই মাঝেমাঝেই ইউভানের ছবি পোস্ট করে শুভশ্রী লিখছিলেন, “মিসিং ইউ”। আর তাই বাড়ি ফিরেই ছেলেকে নিয়ে শুভশ্রী ডেটে গেলেন। সমাজমাধ্যমে সেই ভিডিও রীতিমতো ভাইরাল। দেখা গেছে যে ফ্রেঞ্চ ফ্রাই দিয়ে রাক্ষসের দাঁত বানিয়ে ছেলের সঙ্গে মজা করলেন শুভশ্রী। ভিডিওতে মা আর ছেলেকে পার্কে গিয়ে বিভিন্ন মজার রাইড চড়তে দেখা গেছে। একরত্তি মেয়ের খেলা করার ভিডিও প্রকাশ্যে আনলেও তাঁর মুখ দেখাননি অভিনেত্রী। কিন্তু ইউভানকে নিয়ে বেশ মজা করেই যে সময় কাটালেন তা স্পষ্ট।