Friday, August 22, 2025

আইএসএলের(ISL) পর সুপার কাপ(SUPER CUP)। ইস্টবেঙ্গলের(Eastbengal) খারাপ পারফরম্যান্সের ধারা অব্যহত। সুপার কাপের প্রথম ম্যাচেই কেরালা ব্লাস্টার্সের কাছে হেরে ছিটকে গিয়েছে লাল-হলুদ ব্রিগেড। সমালোচনাটা আইএসএল থেকেই চলছিল। সুপার কাপ থেকে বিদায় হওয়ার পর সেই সমালোচনাটা আরও তীব্র হয়েছে। দল গঠন নিয়ে উঠছে প্রশ্ন। এবার সেই কাজই শুরু করে দিল ইস্টবেঙ্গল(Eastbengal)। শোনাযাচ্ছে মেসি(Messi Bouli), সেলিসদের(Richard Celis) ছেড়ে দেওয়ার কাজ নাকি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে।

সুপার কাপে হারের পরই দলে বহু বদলের ইঙ্গিত দিয়েছিলেন খোদ ইস্টবেঙ্গল কোচ। হেক্টর ইউস্তে(Hector Yuste) ইতিমধ্যেই অবসর নিয়ে নিয়েছেন। এবার শোনা যাচ্ছে মেসি(Messi) এবং রিচার্ড সেলিসকেও(Richard Celis) ছেড়ে দিতে চলেছে ইস্টবেঙ্গল।  শোনা যাচ্ছে তাদের পারফরম্যান্সে একেবারেই খুশি নয় ইস্টবেঙ্গল। বিশেষ করে সুপার কাপের ম্যাচে মেসির পারফরম্যান্স নিয়ে হতাশ ম্যানেজমেন্ট। এছাড়া হিজাজি মাহেরকেও নাকি রাখতে চাইছেন না লাল-হলুদ ম্যানেজমেন্ট। আগামী মরসুমের আগে রক্ষণটাকে সবার আগে মজবুত করতে চাইছে ইস্টবেঙ্গল।

আইএসএলের মাঝপথেই চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন হিজাজি মাহের(Hizaji Maher)। যদিও এখনও পর্যন্ত ইস্টবেঙ্গলেই রয়েছেন তিনি। তাঁকেও আর রাখার ইচ্ছা নেই লাল-হলুদ ম্যানেজমেন্টের। থংবোই সিংটো(Thongboi Singto) ওড়িশা থেকে শহরে ফেরার পরই অস্কার ব্রুজোঁর সঙ্গে বৈঠকে বসবে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট। ইস্টবেঙ্গলে(Eastbengal) যে আসন্ন মরসুমের জন্য বিরাট একটা রদবদল আসতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।

২১ এপ্রিল সুপার কাপের ম্যাচ দেখতে গিয়েছিলেম থংবোই সিংটো(Thongboi Singto)। এবার ইস্টবেঙ্গলের হেড অব ফুটবলের দায়িত্বে রয়েছেন তিনি। ওড়িশাতে ফুটবলার বাছার কারণেই যে তিনি রয়ে গিয়েছিলেন তিনি তা বেশ স্পষ্ট। ইতিমধ্যে একটি তাালিকাও ম্যানেজমেন্টকে দিয়েছেন থংবোই। আগামী বৃহস্পতিবার বৈঠক। সেদিনই অনেক কিছু নিয়ে সিদ্ধান্ত হয়ে যাবে।

Related articles

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...
Exit mobile version