Wednesday, August 27, 2025

‘আমি এসব নিয়ে ভয় পাই না’, বিশ্বকাপে হাঁটু মুড়ে বসা নিয়ে মুখ খুললেন শামি, কী বললেন তিনি?

Date:

২০২৩ বিশ্বকাপে বল হাতে দুরন্ত পারফরম্যান্স করেন মহম্মদ শামি। ২৪ টি উইকেট নিয়ে বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারি হন তিনি। সেই বিশ্বকাপের সময় শামির একটি আচারণ তোলপাড় করে তুলেছিলো। বিশ্বকাপের ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে বল হাতে ৫ উইকেট নেন শামি। সেই ম্যাচে মাটিতে হাঁটু মুড়ে বসে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন শামি। যা নিয়ে অনেকে তাঁর সমালোচনা করেছিলেন। সেই নিয়ে এতদিন কিছু না বললেও, এবার মুখ খুললেন শামি।

এই নিয়ে শামি নিজের ইউটিউব চ্যানেলে শামি বলেন, কিছু লোক বলেছিলেন, আমি উইকেট নেওয়ার পর সাজদা করতে বসেছিলাম। কিন্তু আমি তা করিনি। অনেকে আমাকে দেশ থেকে বের করে দিতে বলেন। অনেকে আমার জাত নিয়ে প্রশ্ন তোলেন। আসলে যার মনে যে নোংরামি রয়েছে, সেগুলি প্রকাশ করে ফেলেন। আমার বোলিং নয়, তাঁদের আগ্রহ অন্য কিছু নিয়ে।“

এরপরই শামি বলেন, “আমি টানা পাঁচ ওভার বল করছিলাম। নিজের সব টুকু দিয়ে বল করছিলাম। কিছুটা বেশি চেষ্টাও করছিলাম। স্বভাবতই ক্লান্ত লাগছিল। কয়েকটা বল ব্যাটের খুব কাছ দিয়ে চলে গিয়েছিল। শেষ পর্যন্ত পঞ্চম উইকেট পেয়ে হাঁটু মুড়ে বসে পরেছিলাম। সতীর্থদের কেউ আমাকে পিছন থেকে হালকা ধাক্কা দেওয়ায় সামনের দিকে একটু ঝুঁকে যাই সে সময়। সেই মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পরে। লোকে ভেবে নেয়, আমি বোধহয় সাজদা করছিলাম। অথচ ব্যাপারটা এক দমই তা নয়। যাঁরা এসব বলেন, তাঁদের একটাই পরামর্শ দেব। দয়া করে এই ধরনের কাজ বন্ধ করুন।“

ভারতের তারকা পেসার আরও বলেন, “আমি এসব নিয়ে ভয় পাই না। আমি মুসলিম এবং তার জন্য আমি গর্বিত। আমি একজন গর্বিত ভারতীয়ও বটে। আমার কাছে দেশ সবার আগে।কারও সমস্যা হলেও পরোয়া করি না। আমি আনন্দের সঙ্গে বাঁচি এবং দেশের প্রতিনিধিত্ব করি। তার থেকে বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে কিছু নেই।”

আরও পড়ুন- মেসির নাম শুনেই মেজাজ হারালেন রোনাল্ডো, মাঠেই দিলেন উত্তর, ভাইরাল ভিডিও

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version