Sunday, November 16, 2025

‘আমি এসব নিয়ে ভয় পাই না’, বিশ্বকাপে হাঁটু মুড়ে বসা নিয়ে মুখ খুললেন শামি, কী বললেন তিনি?

Date:

২০২৩ বিশ্বকাপে বল হাতে দুরন্ত পারফরম্যান্স করেন মহম্মদ শামি। ২৪ টি উইকেট নিয়ে বিশ্বকাপে সর্বোচ্চ উইকেট শিকারি হন তিনি। সেই বিশ্বকাপের সময় শামির একটি আচারণ তোলপাড় করে তুলেছিলো। বিশ্বকাপের ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে বল হাতে ৫ উইকেট নেন শামি। সেই ম্যাচে মাটিতে হাঁটু মুড়ে বসে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন শামি। যা নিয়ে অনেকে তাঁর সমালোচনা করেছিলেন। সেই নিয়ে এতদিন কিছু না বললেও, এবার মুখ খুললেন শামি।

এই নিয়ে শামি নিজের ইউটিউব চ্যানেলে শামি বলেন, কিছু লোক বলেছিলেন, আমি উইকেট নেওয়ার পর সাজদা করতে বসেছিলাম। কিন্তু আমি তা করিনি। অনেকে আমাকে দেশ থেকে বের করে দিতে বলেন। অনেকে আমার জাত নিয়ে প্রশ্ন তোলেন। আসলে যার মনে যে নোংরামি রয়েছে, সেগুলি প্রকাশ করে ফেলেন। আমার বোলিং নয়, তাঁদের আগ্রহ অন্য কিছু নিয়ে।“

এরপরই শামি বলেন, “আমি টানা পাঁচ ওভার বল করছিলাম। নিজের সব টুকু দিয়ে বল করছিলাম। কিছুটা বেশি চেষ্টাও করছিলাম। স্বভাবতই ক্লান্ত লাগছিল। কয়েকটা বল ব্যাটের খুব কাছ দিয়ে চলে গিয়েছিল। শেষ পর্যন্ত পঞ্চম উইকেট পেয়ে হাঁটু মুড়ে বসে পরেছিলাম। সতীর্থদের কেউ আমাকে পিছন থেকে হালকা ধাক্কা দেওয়ায় সামনের দিকে একটু ঝুঁকে যাই সে সময়। সেই মুহূর্তের ছবি সোশ্যাল মিডিয়ায় দ্রুত ছড়িয়ে পরে। লোকে ভেবে নেয়, আমি বোধহয় সাজদা করছিলাম। অথচ ব্যাপারটা এক দমই তা নয়। যাঁরা এসব বলেন, তাঁদের একটাই পরামর্শ দেব। দয়া করে এই ধরনের কাজ বন্ধ করুন।“

ভারতের তারকা পেসার আরও বলেন, “আমি এসব নিয়ে ভয় পাই না। আমি মুসলিম এবং তার জন্য আমি গর্বিত। আমি একজন গর্বিত ভারতীয়ও বটে। আমার কাছে দেশ সবার আগে।কারও সমস্যা হলেও পরোয়া করি না। আমি আনন্দের সঙ্গে বাঁচি এবং দেশের প্রতিনিধিত্ব করি। তার থেকে বেশি গুরুত্বপূর্ণ আমার কাছে কিছু নেই।”

আরও পড়ুন- মেসির নাম শুনেই মেজাজ হারালেন রোনাল্ডো, মাঠেই দিলেন উত্তর, ভাইরাল ভিডিও

Related articles

২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া-সন্ধ্যায় কৃতী সংবর্ধনা ও এডুকেশন হেলথ কার্ড উদ্বোধন

উত্তর কলকাতার ২৮ নম্বর ওয়ার্ডে বিজয়া সম্মিলনীকে কেন্দ্র করে রঙিন সাংস্কৃতিক পরিবেশে অনুষ্ঠিত হল সংবর্ধনা ও সমাজসেবামূলক এক...

কলকাতা দর্শন: ডিসেম্বরেই শহর ভ্রমণে নতুন উদ্যোগ! চালু হচ্ছে বিশেষ পর্যটন বাস পরিষেবা

শীতের মৌসুমে কলকাতার পর্যটন শিল্পকে তেজ দিতে নতুন পদক্ষেপ নিল রাজ্য পরিবহণ দফতর। ডিসেম্বরের শুরু থেকে চালু হতে...

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...
Exit mobile version