Saturday, August 23, 2025

বেশ কয়েক বছর আগে কলকাতা জুড়ে একটা পোস্টার সকলকে অবাক করে দিয়েছিল, যেখানে লেখা ছিল ‘ এত বড়… সত্যি’। শুধু এইটুকু লেখা থাকায় অনেকেই ভেবেছিলেন বিজ্ঞাপনী চমক। তবে পরে জানা গেল সেই চমক ছিল দেশপ্রিয় পার্কের (Deshapriyo Park) সর্বোচ্চ দুর্গা প্রতিমার। তবে এবার শহরে আরও এক বড় কাট আউট! সেখানে অবশ্য পুজো নয় সিনেমার পোস্টার ঘিরে হইচই। আজ বড়পর্দায় মুক্তি পেতে চলেছে তথাগত মুখোপাধ্যায় (Tathagata Mukherjee)পরিচালিত বিক্রম চট্টোপাধ্যায় (Vikram Chatterjee) অভিনীত ‘পারিয়া’ (Pariah)। পথকুকুরদের কথা বলবে এই ছবি, তাদের ওপর হওয়া অত্যাচারের প্রতিবাদ নিয়েই চিত্রনাট্য সাজিয়েছেন পরিচালক। গল্পের ভাবনার মতো এই ছবির প্রচারে টলিউড যে পদক্ষেপ নিল, তা বাংলায় কার্যত নজিরবিহীন। শহরের একটি শপিং মলের সামনে, ‘পারিয়া’-র প্রচারে তৈরি করা হয়েছিল নায়ক বিক্রমের একটি কাটআউট। বুধবার সেই ১১০ ফুটের কাটআউট দেখে হতবাক টালিগঞ্জ। রেকর্ড গড়লেন টলিউড অভিনেতা বিক্রম।

বক্স অফিস দখলের লড়াইয়ের মাঝে এবার অন্য যুদ্ধ শুরু। দক্ষিণ থেকে শুরু করে বলিউড (Bollywood),অনুরাগীদের বিশাল কাট আউট নিয়ে অলিখিত প্রতিযোগিতা রয়েছেই। দক্ষিণী ইন্ডাস্ট্রির ধাঁচে সাম্প্রতিককালে পাঠান বা জওয়ান সিনেমার কাট আউট নিয়ে চূড়ান্ত উন্মাদনা দেখা গেছে। এবার যেন সেই প্রতিযোগিতায় লেখাল বাংলা ইন্ডাস্ট্রিও! এখনও পর্যন্ত, ভারতে সবচেয়ে বড় কাটআউটের রেকর্ড রয়েছে কন্নড় অভিনেতা যশের। তাঁর জন্মদিনে, অভিনেতাকে শুভেচ্ছা জানানোর জন্য় ২৩৬ ফুটের একটি কাটআউট তৈরি করা হয়েছিল। দেশের বুকে এখনও পর্যন্ত সেটাই ‘সবচেয়ে বড়’। গত ডিসেম্বরে মুক্তিপ্রাপ্ত ‘সালার’ ছবির প্রচারের জন্য প্রভাসের একটি ১২০ ফুটের কাটআউট তৈরি করা হয়েছিল। তবে বাংলা বিনো দুনিয়ায় ১১০ ফুটের কাটআউট বেশ অভিনব।


Related articles

বৃষ্টি ভিজবে ডুরান্ড ফাইনাল, কলকাতায় হলুদ সতর্কতা!

পুজো কেনাকাটার উৎসাহ থেকে ডুরান্ড ফাইনালের (Durand Cup Final) আবেগকে দিব্যি ড্রিবল করে দিনভর গোল করতে তৈরি বৃষ্টি।...

নিউ গড়িয়ায় বৃদ্ধা-খুনে নয়া মোড়, গ্রেফতার আয়া ও তার পুরুষ সঙ্গী

রাতের বেলায় পুরুষ সঙ্গীকে নিয়ে আয়া এসেছিলেন নিউ গড়িয়ায়(New Garia) খুন হওয়া বৃদ্ধার বাড়িতে। কেন? ওই আয়া ঢুকেছিলেন...

উত্তরাখণ্ডে ফের মেঘ ভাঙা বৃষ্টি: বিধ্বস্ত থারালিতে নিখোঁজ অন্তত ৩

ফের বড়সড় বিপর্যয়ের মুখে উত্তরাখণ্ডের (Uttarakhand) চামোলি জেলা। মধ্যরাতে মেঘ ভাঙা বৃষ্টির জেরে থারালি এলাকায় হড়পা বানে (flash...

ডুরান্ড ফাইনালে ডায়মন্ডহারবারকে নিয়ে চড়তে পারদ

ডুরান্ড কাপের ফাইনালে মুখোমুখি ডায়মন্ডহারবার এফসি(DHFC) ও নর্থইস্ট ইউনাইটেড(North East United)। আর মাত্র কিছুক্ষণের অপেক্ষা। এরপরই যুবভারতী স্টেডিয়ামে...
Exit mobile version