সন্দেশখালিতে কেন্দ্রীয় হস্তক্ষেপ চেয়ে অমিত শাহকে চিঠি সুকান্তর, কটাক্ষ তৃণমূলের

বাম-বিজেপির ইন্ধনে রণক্ষেত্রের চেহারা নিয়েছে সন্দেশখালি। শাহজাহান ঘনিষ্ঠ শিবু হাজরা, উত্তর সর্দারের গ্রেফতারির দাবির পাশাপাশি জ্বালিয়ে দেওয়া হয়েছে পোল্ট্রি ফার্ম, বাগানবাড়ি। পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। এহেন পরিস্থিতিতে ঘোলা জলে মাছ ধরতে সন্দেশখালিতে কেন্দ্রীয় হস্তক্ষেপ চেয়ে অমিত শাহকে চিঠি লিখলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। অবশ্য সুকান্তর এই চিঠিকে কটাক্ষ করতে ছাড়ল না তৃণমূল।

অমিত শাহকে উদ্দেশ্য করে চিঠিতে সুকান্ত মজুমদার লিখেছেন, “আমি পশ্চিমবঙ্গে বিশেষ করে উত্তর ২৪ পরগনার সন্দেশখালি অঞ্চলে ঘটে চলা হিংসার ঘটনা নজরে আনতে এই চিঠি লিখছি। শেখ শাহজাহান, শিবু হাজরা, উত্তম সর্দার ও অন্যান্য তৃনমূলী গুণ্ডাদের দ্বারা স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের উপর জঘন্য হামলার জেরে এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি পুনরুদ্ধারের জন্য সরকারের কাছে জরুরি পদক্ষেপের দাবি জানাচ্ছি।”

অবশ্য সুকান্তের এই চিঠিকে এদিন খোঁচা দিয়েছে তৃণমূল। সেচমন্ত্রী পার্থ ভৌমিক বলেন, সুকান্তর চিঠি লেখা অভ্যাস হয়ে গিয়েছে। ও চিঠি লেখে স্বরাষ্ট্রমন্ত্রীকে যাতে ওর নাম না ভুলে যায়। এদিকে এডিজি আইনশৃঙ্খলা মনোজ ভার্মা বলছেন, বর্তমানে সন্দেশখালির পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। তিনি বলেন, গত দুই তিন ধরে বসিরহাট পুলিশ জেলার সন্দেশখালিতে কিছু ঘটনা ঘটেছে। যারা ভায়োলেন্সের ঘটনায় জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আজকের ঘটনায় আটজনকে আটক করা হয়েছে।