Monday, August 25, 2025

সন্দেশখালি ইস্যুতে অশান্তি পাকানোর চেষ্টা BJP-র, ‘হুমকি’র সুরে রাজ্যপালকে সময়সীমা শুভেন্দুর!

Date:

রাজ্যের সার্বিক উন্নয়নমূলক বাজেট নিয়ে কোনও বিরোধিতা করতে না পেরে এখন সন্দেশখালি ইস্যু নিয়ে অশান্তি পাকানোর চেষ্টা করছে BJP। সন্দেশখালির ঘটনায় যথেষ্ট তৎপর পুলিশ (Police)। কোনও ভাবেই অশান্তি বরদাস্ত করা হবে না- বলে জানিয়ে দিয়েছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা। পাশাপাশি, শাসকদলের পক্ষে থেকেও জানানো হয়েছে, যে আইন আইনের পথে চলবে। অন্যায় করলে তাঁর শাস্তি হবে। অথচ শনিবার, এই বিষয় নিয়েই বিধানসভায় গোলমাল পাকিয়ে ওয়াক আউট করলেন বিজেপি বিধায়কেরা। সেখান থেকে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Subhendu Adhikari) নেতৃত্বে রাজভবনে যান তাঁরা। কিন্তু রাজ্যপাল সিভি আনন্দ বোস (CV Ananda Bose) কেরালায় গিয়েছেন। তাঁকেও রীতিমতো ‘হুমকি’র সুরে সময়সীমা বেঁধে দিয়ে এসেছেন শুভেন্দুরা।

বৃহস্পতিবার বিধানসভায় রাজ্য বাজেট পেশ করেছেন অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। শনিবার সেই বাজেট নিয়ে বিধানসভায় আলোচনার সময়ে বাংলার বঞ্চনা নিয়ে কেন্দ্রকে আক্রমণ করেন তারকেশ্বরের তৃণমূল বিধায়ক রামেন্দু সিংহ। এর পাল্টা তৃণমূল বিধায়ককে কুরুচিকর আক্রমণ করেন শুভেন্দুও (Subhendu Adhikari)। অধিবশনে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় দুপক্ষকেই সতর্ক করেন।

এর কিছুক্ষণের মধ্যেই বিজেপি বিধায়কেরা বিধানসভা থেকে ওয়াক আউট করে বাইরে গিয়ে বিক্ষোভ দেখান। সন্দেশখালির পরিস্থিতি নিয়ে একাধিক অভিযোগ তুলে সেই সংক্রান্ত স্মারকলিপি নিয়ে রাজভবনে যান। রাজ্যপাল রাজ্যের বাইরে থাকায় তাঁর দফতরে স্মারকলিপি জমা দেওয়া হয়। তার পর রাজভবনের সিঁড়িতে বসে প্ল্যাকার্ড হাতে বিক্ষোভ দেখান বিজেপি বিধায়করা। রীতিমতো হুমকির সুরে শুভেন্দু বলেন, রাজ্যপালকে সন্দেশখালি যেতেই হবে। না হলে সোমবার থেকে তাঁরা রাজভবনের সিঁড়িতে বসে ধর্না দেবেন বলেও জানান বিরোধী দলনেতা।

 

আগের রাজ্যপাল জগদীপ ধনকড়ের সময় রাজভবনকে দলীয় কার্যালয়ে পরিণত করেছিল বিজেপি- অভিযোগ ছিল বিরোধীদের। তবে, সব বিষয়ে গেরুয়া শিবিরের তালে তাল মেলান না বর্তমান রাজ্যপাল আনন্দ বোস। উল্টে রাজ্যের দাবি নিয়ে কেন্দ্রের সঙ্গে কথা বলেছেন। স্পষ্ট জানিয়েছেন, তিনি রাজ্য সরকারের পক্ষ। এই পরিস্থিতিতে এখন সন্দেশখালিকে ইস্যু করে অশান্তি ছড়ানো চেষ্টা করছে গেরুয়া শিবির। এমনকী, রাজ্যপালকেও সময়সীমা বেঁধে দিচ্ছে।

Related articles

কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি: দু-মলাটে বাংলার দুর্গোৎসবের ৪৩৪ বছরের ইতিহাস

রবিবাসরীয় সন্ধেয় গড়িয়াহাটের একটি ব্যাঙ্কয়েটে আড্ডার আবহে প্রকাশিত হল সাংবাদিক-লেখক সম্রাট চট্টোপাধ্যায়ের বই 'কলকাতার সর্বজনীন পুজো ডিরেক্টারি'। উপস্থিত...

তৃণমূল–সমাজবাদী পার্টির পথে এবার আম আদমি পার্টি! জেপিসিতে থাকছে না আপও 

সংবিধান সংশোধনী বিল খতিয়ে দেখতে গঠিত যৌথ সংসদীয় কমিটি (জেপিসি) থেকে দূরে থাকার সিদ্ধান্ত নিল আম আদমি পার্টি।...

মোদির বিরুদ্ধে সরব! হিটলারি কোপে লাদাখের সোনম ওয়াংচু

দফা এক দাবি এক। লাদাখের জন্য একই দাবিতে আজও অনড় সমাজকর্মী সোনম ওয়াংচু (Sonam Wangchuk)। লাদাখের জমি, যা...

শান্তিপুরে মহিলা স্বয়ম্ভর গোষ্ঠীর ভোটে গোহারা বিজেপি! ২৬-৪-এ জয়ী তৃণমূল 

এসআইআর ইস্যু নিয়ে রাজ্যে বিজেপির মাতামাতির মধ্যে নদিয়ার শান্তিপুরে মহিলা স্বনির্ভর গোষ্ঠীর ক্লাস্টার কমিটির নির্বাচনে বড় সাফল্য পেল...
Exit mobile version