Tuesday, August 26, 2025

ক্যামাক স্ট্রিট থেকে কালীঘাট- দফায় দফায় বৈঠকে কাটল জট। সম্ভবত ফের ঘাটাল লোকসভা কেন্দ্র থেকেই তৃণমূলের (TMC) প্রার্থী হবেন অভিনেতা দেব ওরফে দীপক অধিকারী (Dev)। শনিবার, তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সঙ্গে বৈঠক করেন ঘাটালের সাংসদ। তার পরেই খবর, প্রার্থী হতে চলেছেন দেবই।

এদিন বিকেল ৪টের পরে অভিষেকের সঙ্গে বৈঠক করতে তাঁর ক্যামাক স্ট্রিটের অফিসে যান দেব (Dev)। প্রায় এক ঘণ্টার বৈঠক সেরে সরাসরি কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ে বাড়ি যান ঘাটালের সাংসদ। দেবের ঘনিষ্ঠ মহল সূত্রে বলা হয়েছে, কয়েকটি জায়গা থেকে বিভ্রান্তি ছড়ানো হচ্ছিল। এদিনের বৈঠকের পরে ভ্রান্ত জল্পনা আর কোনও অবকাশ নেই।

দেব অবশ্য বৈঠক নিয়ে সংবাদমাধ্যমে সামনে মুখ খোলেননি৷ ক্যামাক স্ট্রিট থেকে সরাসরি কালীঘাটে পৌঁছন।

কয়েকদিন আগেই ঘাটাল হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান-সহ তিনটি পদ থেকে ইস্তফা দেন তৃণমূল সাংসদ। এর পরই তিনি আর ঘাটাল থেকে ভোটে লড়বেন কি না, তা নিয়ে জল্পনা তৈরি হয় রাজনৈতিক মহলে। গত বুধবার সংসদে তাঁর বসার আসনের একটি ছবি স্যোশাল মিডিয়ায় পোস্ট করে ইঙ্গিতপূর্ণ বিবরণ লেখেন দেব। এর পরই তাঁর রাজনৈতিক জীবনের ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা ছড়ায়। তবে, এদিনের জোড়া বৈঠকের পরে সব জল্পনার অবসান হয়েছে বলেই সূত্রের খবর।

Related articles

কাশ্মীরে বন্যা পরিস্থিতি, দুর্যোগে মৃত ৫ তীর্থযাত্রী, স্থগিত বৈষ্ণোদেবী যাত্রা

ভয়াবহ বিপর্যয় জম্মু ও কাশ্মীরে। উপত্যকার ডোডা জেলায় ভারী বৃষ্টিপাতের কারণে অন্তত নয় জনের মৃত্যুর খবর প্রকাশ্যে এসেছে।...

আইএসএল শুরু হওয়ার সম্ভাব্য দিন ২৪ অক্টোবর!

সরকারীভাবে ঘোষণা না হলেও আইএসএলের(Indian Super League) সম্ভাব্য দিন নিয়ে একটা আলোচনা শুরু হয়েছে। শোনা যাচ্ছে আগামী ২৪...

পুত্র ‘জাতিস্মর’! বেসবল খেলোয়াড়ের মায়ের অবাক করা দাবি ঘিরে চাঞ্চল্য

খেলার মাঠে বিস্ময় বালকদের কথা প্রায়ই শোনা যায়। তারা খবরের শিরোনামে উঠে আসে তাদের ক্রীড়া প্রতিভার জোরে। কিন্তু...

বিধানসভা ভোটই লক্ষ্য! ভিনজাতের বিয়ে দেওয়া নিয়ে হাত মেলাল রাম-বাম

ভিনজাতে বিবাহে বাধা এলে এবার সিপিএম-বিজেপি দুইয়েরই পার্টি অফিস খোলা তামিলনাড়ুতে। শুধুমাত্র জাতপাতের বিভাজনকে কেন্দ্র করে তামিলনাড়ুর তিরুনেলভেলি...
Exit mobile version