Monday, December 15, 2025

ক্যামাক স্ট্রিট থেকে কালীঘাট- দফায় দফায় বৈঠকে কাটল জট। সম্ভবত ফের ঘাটাল লোকসভা কেন্দ্র থেকেই তৃণমূলের (TMC) প্রার্থী হবেন অভিনেতা দেব ওরফে দীপক অধিকারী (Dev)। শনিবার, তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) সঙ্গে বৈঠক করেন ঘাটালের সাংসদ। তার পরেই খবর, প্রার্থী হতে চলেছেন দেবই।

এদিন বিকেল ৪টের পরে অভিষেকের সঙ্গে বৈঠক করতে তাঁর ক্যামাক স্ট্রিটের অফিসে যান দেব (Dev)। প্রায় এক ঘণ্টার বৈঠক সেরে সরাসরি কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ে বাড়ি যান ঘাটালের সাংসদ। দেবের ঘনিষ্ঠ মহল সূত্রে বলা হয়েছে, কয়েকটি জায়গা থেকে বিভ্রান্তি ছড়ানো হচ্ছিল। এদিনের বৈঠকের পরে ভ্রান্ত জল্পনা আর কোনও অবকাশ নেই।

দেব অবশ্য বৈঠক নিয়ে সংবাদমাধ্যমে সামনে মুখ খোলেননি৷ ক্যামাক স্ট্রিট থেকে সরাসরি কালীঘাটে পৌঁছন।

কয়েকদিন আগেই ঘাটাল হাসপাতালের রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান-সহ তিনটি পদ থেকে ইস্তফা দেন তৃণমূল সাংসদ। এর পরই তিনি আর ঘাটাল থেকে ভোটে লড়বেন কি না, তা নিয়ে জল্পনা তৈরি হয় রাজনৈতিক মহলে। গত বুধবার সংসদে তাঁর বসার আসনের একটি ছবি স্যোশাল মিডিয়ায় পোস্ট করে ইঙ্গিতপূর্ণ বিবরণ লেখেন দেব। এর পরই তাঁর রাজনৈতিক জীবনের ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা ছড়ায়। তবে, এদিনের জোড়া বৈঠকের পরে সব জল্পনার অবসান হয়েছে বলেই সূত্রের খবর।

Related articles

রাজ্যের শিক্ষাক্ষেত্রকে কুক্ষিগত করার চেষ্টা! কেন্দ্রের অপচেষ্টার বিরুদ্ধে লোকসভায় সোচ্চার তৃণমূল

পশ্চিমবঙ্গ সহ দেশের বিভিন্ন প্রান্তের বিরোধী শাসিত রাজ্যগুলিকে বাগে আনতে না পেরে এবার দেশের যুক্তরাষ্ট্রীয় পরিকাঠামো লঙ্ঘন করে...

মতুয়াদের সঙ্গে প্রতারণা! রাজ্যসভায় বিজেপির পর্দাফাঁস সাংসদ মমতাবালা ঠাকুরের

পশ্চিমবঙ্গে বসবাসকারী লক্ষ লক্ষ মতুয়াকে ভুল বুঝিয়ে তাঁদের সঙ্গে প্রতারণা করছে মোদি সরকার ও বিজেপি—এমনই অভিযোগ তুলে সোমবার...

রেকর্ড ভিড়ের আশঙ্কায় গঙ্গাসাগরে রিস্ট ব্যান্ড! ভিআইপি সংস্কৃতিতে না মুখ্যমন্ত্রীর

এবার কুম্ভ মেলা না হওয়ায় গঙ্গাসাগর মেলায় রেকর্ড সংখ্যক পুণ্যার্থীর সমাগম হতে পারে বলে আশঙ্কা করছে রাজ্য প্রশাসন।...

জলসীমায় ঢুকে হামলার অভিযোগ বাংলাদেশী নৌ বাহিনীর বিরুদ্ধে, নিখোঁজ ৫ মৎস্যজীবী

ভারতের জলসীমায় ঢুকে ভারতীয় ট্রলারে ধাক্কার অভিযোগ বাংলাদেশী নৌ বাহিনীর (Bangladeshi Navy Allegation)। ঘটনায় কাকদ্বীপের এফবি পারমিতা -১১...
Exit mobile version