Friday, January 9, 2026

অভিষেক ম্যাচে গোল ফেলিসিওর, নর্থইস্টের কাছে ৩-২ গোলে হার লাল-হলুদের

Date:

Share post:

অভিষেক ম্যাচে গোল করেও দলের হার বাঁচাতে পারলেন না ইস্টবেঙ্গল এফসির নতুন বিদেশি ফেলিসিও। এদিন অ্যায়ে ম্যাচে নর্থইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে খেলতে নামে ইস্টবেঙ্গল । সেই ম্যাচে ৩-২ গোলে হারল কার্লোস কুয়াদ্রাতের দল। লাল-হলুদের হয়ে আর একটি গোল করেন নন্দকুমার।

ম্যাচে এদিন শুরুতেই এগিয়ে যায় নর্থইস্ট । ম্যাচের ৪ মিনিটে গোল করে নর্থইস্টকে ১-০ গোলে এগিয়ে দেন টমি ইউরিক। পিছন থেকে খেলতে গিয়ে বলের পজিশন হারায় ইস্টবেঙ্গল। জিথিন বলটি বহন করে নেস্টরের দিকে দেন যিনি ওভারল্যাপ করেছিলেন। টমি ইউরিককে লক্ষ্য করে বক্সের ভিতরে পাস দেন নেস্টর। বলটি গোল দিতে ভুল করেননি টমি ইউরিক।এরপর ইস্টবেঙ্গল ম্যাচে ফিরতে না ফিরতে আবার এগিয়ে যায় নর্থইস্ট। ম্যাচের ১৫ মিনিটে নর্থইস্টকে ২-০ গোলে এগিয়ে দেন নেস্টর। কাউন্টার অ্যাটাকে এই গোলটি হয়। দারুণ একটা রান নেয় নেস্টর। জিথিন বলটি রিডিমকে দেন, তারপর বলটি অসাধারণ ফিনিশ করেন নেস্টর। এরপর ম্যাচে কামব্যাক করে কুয়াদ্রাতের দল। তবে প্রথমার্ধে গোলের দরজা খুলতে ব্যর্থ হয় লাল-হলুদ। যার ফলে প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে থাকে ইস্টবেঙ্গল।

ম্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণে ঝাঁঝ বাড়ায় কুয়াদ্রাতের দল। যার ফলে ম্যাচের ৫৩ মিনিটে গোলের মুখ দেখে ইস্টবেঙ্গল। লাল-হ্লুদকে ১-২ এগিয়ে দেন নন্দকুমার। বিষ্ণুর থেকে বল পান কেল্টন। সেখান থেকে বল পেয়ে কোনও ভুল করেননি নন্দকুমার। এরপরই সায়নকে তুলে নিয়ে ফেলিসিওকে মাঠে নামান লাল-হলুদ কোচ। তবে এরই মধ্যে ৩-১ গোলে এগিয়ে যায় নর্থইস্ট। ম্যাচের ৬৬ মিনিটে বক্সের বাইরে থেকে অসাধারণ গোল করেন অস্ট্রেলিয়ার টমি ইউরিক। এরপরই মেসির সতীর্থ ভিক্টর ভাসকেজকে মাঠে নামান কুয়াদ্রাত। ম্যাচের ৭৬ মিনিটে অজয় ছেত্রীর জায়গায় ভিক্টর ভাসকেজ মাঠে নামেন তিনি। ম্যাচের ৮২ মিনিটে লাল-হলুদের হয়ে ২-৩ করেন ফেলিসিও। পয়েন্ট-ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে বলটিকে জালের ভিতরে ঠেলে দেন তিনি। ৩-২ করে ইস্টবেঙ্গল। এরপর আক্রমণে গেলেও গোলের ব্যবধান বাড়াতে পারেনি কুয়াদ্রাতের দল।

আরও পড়ুন- দলের থেকে কি আশা করেন রোহিত? ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে নামার আগে জানালেন ভারত অধিনায়ক

spot_img

Related articles

হামিদের পর ফের বিদেশি ছাঁটাই ইস্টবেঙ্গলে, দুরন্ত ছন্দে মহিলা দল

নতুন বছরে ফের বিদেশি ছাঁটাই ইস্টবেঙ্গলে(East Bengal)। হামিদের পর এবার পালা হিরোশি ইবোসুকির। ইস্টবেঙ্গলের জার্সিতে শুক্রবারই শেষ প্র্যাকটিস...

হিমাচলের পাহাড়ে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে বাস! একাধিক মৃত্যু, আহত বহু

হিমাচলে বাস খাদে পড়ে মৃত ৯ (Himachal Bus Accident)! ঘটনাটি ঘটেছে হিমাচলে সিরমৌউর জেলার হারিপুরধার এলাকায়। পাহাড়ি পথে...

বক্সা অষ্টম বার্ড ফেস্টিভ্যালে নতুন সাফল্য, নথিভুক্ত ২৫১ প্রজাতির পাখি

সাফল্যের সঙ্গে শেষ হল বক্সা ব্যাঘ্র প্রকল্পে আয়োজিত অষ্টম বর্ষের 'বক্সা বার্ড ফেস্টিভ্যাল' (Buxa Bird Festival)। তিন দিনের...

হয়রানি পর অসুস্থ-প্রবাসীদের শুনানিতে ছাড় কমিশনের: তৃণমূলের লড়াইয়ের সুফল

এসআইআর চাপিয়ে নির্বাচন কমিশনকে হাতিয়ার করে বাংলার বৈধ ভোটারদের নাম বিপুল পরিমাণে বাদ দেওয়ার চক্রান্ত করেছিল বিজেপি। আদতে...