Saturday, August 23, 2025

অভিষেক ম্যাচে গোল ফেলিসিওর, নর্থইস্টের কাছে ৩-২ গোলে হার লাল-হলুদের

Date:

Share post:

অভিষেক ম্যাচে গোল করেও দলের হার বাঁচাতে পারলেন না ইস্টবেঙ্গল এফসির নতুন বিদেশি ফেলিসিও। এদিন অ্যায়ে ম্যাচে নর্থইস্ট ইউনাইটেড এফসির বিরুদ্ধে খেলতে নামে ইস্টবেঙ্গল । সেই ম্যাচে ৩-২ গোলে হারল কার্লোস কুয়াদ্রাতের দল। লাল-হলুদের হয়ে আর একটি গোল করেন নন্দকুমার।

ম্যাচে এদিন শুরুতেই এগিয়ে যায় নর্থইস্ট । ম্যাচের ৪ মিনিটে গোল করে নর্থইস্টকে ১-০ গোলে এগিয়ে দেন টমি ইউরিক। পিছন থেকে খেলতে গিয়ে বলের পজিশন হারায় ইস্টবেঙ্গল। জিথিন বলটি বহন করে নেস্টরের দিকে দেন যিনি ওভারল্যাপ করেছিলেন। টমি ইউরিককে লক্ষ্য করে বক্সের ভিতরে পাস দেন নেস্টর। বলটি গোল দিতে ভুল করেননি টমি ইউরিক।এরপর ইস্টবেঙ্গল ম্যাচে ফিরতে না ফিরতে আবার এগিয়ে যায় নর্থইস্ট। ম্যাচের ১৫ মিনিটে নর্থইস্টকে ২-০ গোলে এগিয়ে দেন নেস্টর। কাউন্টার অ্যাটাকে এই গোলটি হয়। দারুণ একটা রান নেয় নেস্টর। জিথিন বলটি রিডিমকে দেন, তারপর বলটি অসাধারণ ফিনিশ করেন নেস্টর। এরপর ম্যাচে কামব্যাক করে কুয়াদ্রাতের দল। তবে প্রথমার্ধে গোলের দরজা খুলতে ব্যর্থ হয় লাল-হলুদ। যার ফলে প্রথমার্ধে ২-০ গোলে পিছিয়ে থাকে ইস্টবেঙ্গল।

ম্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণে ঝাঁঝ বাড়ায় কুয়াদ্রাতের দল। যার ফলে ম্যাচের ৫৩ মিনিটে গোলের মুখ দেখে ইস্টবেঙ্গল। লাল-হ্লুদকে ১-২ এগিয়ে দেন নন্দকুমার। বিষ্ণুর থেকে বল পান কেল্টন। সেখান থেকে বল পেয়ে কোনও ভুল করেননি নন্দকুমার। এরপরই সায়নকে তুলে নিয়ে ফেলিসিওকে মাঠে নামান লাল-হলুদ কোচ। তবে এরই মধ্যে ৩-১ গোলে এগিয়ে যায় নর্থইস্ট। ম্যাচের ৬৬ মিনিটে বক্সের বাইরে থেকে অসাধারণ গোল করেন অস্ট্রেলিয়ার টমি ইউরিক। এরপরই মেসির সতীর্থ ভিক্টর ভাসকেজকে মাঠে নামান কুয়াদ্রাত। ম্যাচের ৭৬ মিনিটে অজয় ছেত্রীর জায়গায় ভিক্টর ভাসকেজ মাঠে নামেন তিনি। ম্যাচের ৮২ মিনিটে লাল-হলুদের হয়ে ২-৩ করেন ফেলিসিও। পয়েন্ট-ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে বলটিকে জালের ভিতরে ঠেলে দেন তিনি। ৩-২ করে ইস্টবেঙ্গল। এরপর আক্রমণে গেলেও গোলের ব্যবধান বাড়াতে পারেনি কুয়াদ্রাতের দল।

আরও পড়ুন- দলের থেকে কি আশা করেন রোহিত? ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে নামার আগে জানালেন ভারত অধিনায়ক

spot_img

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...