Thursday, August 21, 2025

জোকার বহুতল আবাসনের নীচে উদ্ধার ত.রুণীর দেহ, সু.ইসাইড নোট ঘিরে র.হস্য

Date:

ফের শহরে তরুণীর অস্বাভাবিক মৃত্যু (Mysterious Death)। ঘটনাকে কেন্দ্র করে ফের চাঞ্চল্য ছড়িয়ে পড়ল জোকায় (Joka)। পুলিশ সূত্রে খবর, জোকার এক বহুতল আবাসনের নীচ থেকে ১৮ বছর বয়সী এক তরুণীর রক্তাক্ত দেহ উদ্ধার হয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, তরুণী আত্মহত্যা (Suicide) করেছেন। পাশাপাশি তাঁর ঘরের টেবিল থেকে একটি সুইসাইড নোটও উদ্ধার করেছে পুলিশ। শনিবার ভোর সাড়ে ৫টা নাগাদ আবাসনের নীচে তাঁর দেহ উদ্ধার হয়। রক্তে ভেসে যাচ্ছিল চারদিক। বিষয়টি নজরে আসতেই স্থানীয়রাই প্রথমে পুলিশে খবর দেন। পুলিশ সূত্রে খবর, মৃত তরুণীর নাম অনামিকা সর্দার (১৮)। জোকায় ঠাকুরপুকুর থানা এলাকার একটি আবাসনের ১১ তলায় থাকতেন তিনি।

এদিকে ঘটনার তদন্তে নেমে তরুণীর ১১ তলার ফ্ল্যাট থেকে একটি চিঠি উদ্ধার করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, ফ্ল্যাটে বসার ঘরের টেবিলের উপর থেকে যে চিঠিটি পাওয়া গিয়েছে, তা হাতে লেখা নয়। ইংরেজিতে টাইপ করে ওই চিঠি লেখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। সুইসাইড নোট থেকেই পুলিশের ধারণা, ১১ তলার বারান্দা থেকে নীচে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন বছর আঠারোর অনামিকা। এদিন ঘটনাস্থলে পৌঁছে তড়িঘড়ি তরুণীকে পুলিশ বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে গেলেও হলেও লাভের লাভ কিছুই হয়নি। উল্টে চিকিৎসকরা অনামিকাকে মৃত বলে ঘোষণা করেন। তাঁর সারা শরীরে একাধিক আঘাতের চিহ্ন ছিল বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে এখনও পর্যন্ত থানায় কোনও অভিযোগ দায়ের করা হয়নি। ইতিমধ্যে তরুণীর মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। রিপোর্ট এলেই মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে বলে মনে করছে পুলিশ।

 

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version