Monday, November 10, 2025

সুস্থ আছেন মিঠুন, রবিবার বাড়ি ফেরার সম্ভাবনা: রাজ চক্রবর্তী

Date:

শনিবার সকালেই অসুস্থতা নিয়ে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। আচমকা অসুস্থতার খবর পেয়ে এদিন সকালে ৯টা নাগাদ মিঠুনকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসেন অভিনেতা তথা তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী।

হাসপাতাল সূত্রে জানা যায়, মিঠুন চক্রবর্তী এদিন সকালে হঠাৎ অনুভব করেন যে তাঁর ডান হাতে কিছুটা দুর্বলতা আছে, সেই খবর তাঁর ঘনিষ্ঠ মহলে ছড়িয়ে পড়ে। এরপর কোনওরকম ঝুঁকি না নিয়ে বর্ষীয়ান অভিনেতাকে হাসপাতালে নিয়ে আসেন সোহম। চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন মিঠুন। আপাতত স্থিতিশীল আছেন তিনি। মাইল্ড স্ট্রোক হয়েছিল তাঁর। এমআরআই করা হয়েছে। এরপর তাঁকে নিউরো আইসিইউতে রাখা হয়। তবে পরবর্তীকালে কেবিনে স্থানান্তরিত করা হয়েছে।

মিঠুন চক্রবর্তীকে দেখতে তড়িঘড়ি হাসপাতালে ছুটে যান তাঁর সহ অভিনেত্রী দেবশ্রী রায়ও। হাসপাতাল থেকে বেরিয়ে মিঠুন চক্রবর্তীকে কেবিনে স্থানান্তরিত করা হবে বলে জানালেন দেবশ্রী । এরপর মিঠুনকে দেখতে হাসপাতালে যান পরিচালক তথা তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তীও।

হাসপাতাল থেকে বেরিয়ে রাজ জানা, ”মিঠুনদার সঙ্গে কথা হল। উনি জানিয়েছেন, সুগার লেভেল বেড়ে গিয়েছিল। তবে কোনরকম ব্রেন স্ট্রোক হয়নি। এখন উনি সম্পূর্ণ সুস্থ আছেন। সম্ভবত আগামীকাল (রবিবার) তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।”

Related articles

ধর্মীয় বই কিনতে গিয়ে ২ কোটি টাকার প্রতারণার ফাঁদে কলকাতা ইসকন! গ্রেফতার ১ 

ধর্মীয় বই কেনার অর্ডার দিতে গিয়ে প্রায় ২ কোটি টাকার প্রতারণার শিকার হল কলকাতা ইসকন। অভিযোগ, অর্ডার অনুযায়ী...

বিশ্বকাপজয়ী মেয়ের সৌজন্যে হারানো পুলিশের চাকরি ফিরে পাচ্ছেন বাবা

কয়েকদিন আগেই আইসিসি একদিনের বিশ্বকাপ(ICC World Cup)  জিতেছে ভারতীয়  মহিলা দল। মেয়েদের সাফল্যে গর্বিত মা-বাবারা। তবে বিশ্বকাপজয়ী মেয়ের...

গ্যাস-সমস্যায় নিঃশ্বাসের পরীক্ষা: যুগান্তকারী আবিষ্কারে বিশ্বে স্বীকৃতি বাঁকুড়ার চিকিৎসকের

একটি সাধারণ সমস্যা, যাতে জর্জরিত বর্তমান যুবসমাজ থেকে শিশুরা পর্যন্ত। গ্যাস বা গ্যাসট্রাইটিসের মতো সমস্যা নির্ধারণ করার জন্য...

একাদশ-দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগে বাড়তে পারে আসন সংখ্যা, জানালো এসএসসি 

রাজ্যের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষক নিয়োগের ফলাফল ইতিমধ্যেই প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)। প্রকাশিত ফল অনুযায়ী,...
Exit mobile version