Wednesday, August 20, 2025

শনিবার সকালেই অসুস্থতা নিয়ে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন অভিনেতা মিঠুন চক্রবর্তী। আচমকা অসুস্থতার খবর পেয়ে এদিন সকালে ৯টা নাগাদ মিঠুনকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে আসেন অভিনেতা তথা তৃণমূল বিধায়ক সোহম চক্রবর্তী।

হাসপাতাল সূত্রে জানা যায়, মিঠুন চক্রবর্তী এদিন সকালে হঠাৎ অনুভব করেন যে তাঁর ডান হাতে কিছুটা দুর্বলতা আছে, সেই খবর তাঁর ঘনিষ্ঠ মহলে ছড়িয়ে পড়ে। এরপর কোনওরকম ঝুঁকি না নিয়ে বর্ষীয়ান অভিনেতাকে হাসপাতালে নিয়ে আসেন সোহম। চিকিৎসকদের কড়া পর্যবেক্ষণে রয়েছেন মিঠুন। আপাতত স্থিতিশীল আছেন তিনি। মাইল্ড স্ট্রোক হয়েছিল তাঁর। এমআরআই করা হয়েছে। এরপর তাঁকে নিউরো আইসিইউতে রাখা হয়। তবে পরবর্তীকালে কেবিনে স্থানান্তরিত করা হয়েছে।

মিঠুন চক্রবর্তীকে দেখতে তড়িঘড়ি হাসপাতালে ছুটে যান তাঁর সহ অভিনেত্রী দেবশ্রী রায়ও। হাসপাতাল থেকে বেরিয়ে মিঠুন চক্রবর্তীকে কেবিনে স্থানান্তরিত করা হবে বলে জানালেন দেবশ্রী । এরপর মিঠুনকে দেখতে হাসপাতালে যান পরিচালক তথা তৃণমূল বিধায়ক রাজ চক্রবর্তীও।

হাসপাতাল থেকে বেরিয়ে রাজ জানা, ”মিঠুনদার সঙ্গে কথা হল। উনি জানিয়েছেন, সুগার লেভেল বেড়ে গিয়েছিল। তবে কোনরকম ব্রেন স্ট্রোক হয়নি। এখন উনি সম্পূর্ণ সুস্থ আছেন। সম্ভবত আগামীকাল (রবিবার) তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে।”

Related articles

টার্গেট বিরোধী মুখ্যমন্ত্রীরা! নয়া সংশোধনী বিল আনছে কেন্দ্র

ভোটের ময়দানে পরাস্ত করতে না পেরে এবার ঘুরপথে বিজেপি বিরোধী রাজ্যের মুখ্যমন্ত্রীদের টার্গেট করতে চলেছে কেন্দ্র সরকার (Central...

ডুরান্ড সেমিতে আজ ডায়মন্ড বাহিনীর অঘটন নাকি লাল-হলুদ মশাল!

বুধের ময়দানে মেগা ম্যাচ। অস্কার ব্রুজোঁ (Oscar Bruzon) নাকি কিবু ভিকুনা (Kibu Vicuna), যুবভারতীর মাঠ আজ কার দাপট...

কেন্দ্রের তিন সংশোধনী বিলের বিরোধিতায় আজ সকাল দশটায় বৈঠক ইন্ডিয়া ব্লকের

বুধবারই লোকসভায় (Loksabha) তিনটি গুরুত্বপূর্ণ বিল আনতে চলেছে কেন্দ্র সরকার। আজই কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসন (সংশোধনী) বিল ২০২৫, সংবিধান...

মুম্বইয়ে মনোরেল বিভ্রাটে দু’ঘণ্টা ধরে আটকে ৪০০ যাত্রী!

মঙ্গলের সন্ধ্যায় মুম্বইয়ে মনোরেল বিভ্রাটে মাঝপথে থেমে গেল ট্রেন (Mumbai Monorail breaks down)। দু'ঘণ্টা ধরে আটকে রইলেন প্রায়...
Exit mobile version