Thursday, August 21, 2025

শেষ দিনে সংসদে ‘জয় শ্রীরাম’ ধ্বনি, ২৫ বছরে উন্নত ভারতের প্রতিশ্রুতি মোদির

Date:

Share post:

সপ্তদশ লোকসভার অধিবেশনের শেষদিনে জয় শ্রীরাম ধ্বনি রবে কেঁপে উঠল সংসদ কক্ষ। রামমন্দির প্রস্তাব নিয়ে শনিবার লোকসভায় আলোচনা হয়। সেখানেই বক্তব্য রাখতে উঠে মোদির মুখে শোনা গেল রামনাম। শেষ দিনের অধিবেশনেও বিরোধীদের তীব্র আক্রমণ শানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বার্তা দিয়ে জানালেন, “আগামী ২৫ বছরে উন্নত ভারত গঠন করব আমরা।”

শনিবার বাজেট অধিবেশনের শেষদিনে সংসদে বক্তব্য রাখতে উঠে প্রধানমন্ত্রী বলেন, “আজ সংসদে রামমন্দির নিয়ে যে আলোচনা হয়েছে তা ভবিষ্যত প্রজন্মকে দেশের ঐতিহ্য, সাংবিধানিক কাঠামোর প্রতি শ্রদ্ধাশীল করে তুলবে।” এর পরই বিরোধীদের খোঁচা দেন প্রধানমন্ত্রী। বলেন, “কেউ কেউ এ বিষয়ে কথা বলার সাহস দেখান। কেউ কেউ আবার ময়দান ছেড়ে পালিয়ে যান।” তবে এদিনের আলোচনায় ‘সব কা সাথ, সব কা বিকাশে’র মন্ত্র ছিল বলেই মত প্রধানমন্ত্রীর। এদিনের বক্তব্যে গত ৫ বছরের সরকারের সাফল্য তুলে ধরেন নরেন্দ্র মোদি। সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ বাতিল থেকে শুরু করে মহাকাশ গবেষণায় সাফল্য সবই উঠে আসে তাঁর বক্তব্যে। একই সঙ্গে তাঁর দাবি, আগামী ২৫ বছরের মধ্যে উন্নত দেশে পরিণত হবে ভারতবর্ষ।

প্রধানমন্ত্রী বলেন, “গত পাঁচ বছরে অনেক সংস্কারমূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। দেশ দ্রুত গতিতে বড় বদলের দিকে এগিয়েছে। কয়েক দশক ধরে দেশ একই সংবিধানের স্বপ্ন দেখেছিল। জম্মু কাশ্মীরের মানুষকে সামাজিক ন্যায় থেকে বঞ্চিত রাখা হয়েছিল। আজ জম্মু কাশ্মীরের মানুষকে সামাজিক ন্যায় পৌঁছে দিয়ে আমরা স্বস্তি পেয়েছি। আমরা সন্ত্রাসবাদের বিরুদ্ধে শক্ত আইন তৈরি করেছি। ভারত পুরোপুরি ভাবে সন্ত্রাসের থাবা থেকে মুক্তি পাবে, সেই স্বপ্নও শিগগিরই পূরণ হবে। ৭৫ বছর ধরে আমরা ইংরেজ আমলের ভারতীয় দণ্ডবিধিকে আঁকড়ে ছিলাম, কিন্তু আগামী প্রজন্ম ন্যায় সংহিতাকে চিনবে।” এরপর বক্তব্যের শেষ অংশে মোদি বলেন, “আগামী পঁচিশ বছর দেশ তার কাঙ্খিত লক্ষ্যে পৌঁছবেই। এই সময় কালের মধ্যে উন্নত ভারত তৈরি হবেই। মানুষের জীবন থেকে সরকারের হস্তক্ষেপ যত কমানো যায়, সেরকম সমৃদ্ধ গণতন্ত্র তৈরি করাই আমাদের লক্ষ্য। আমরা তা করব।”

spot_img

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...