Saturday, November 8, 2025

শর্ত সাপেক্ষে মিলল ত্রিবেনী কুম্ভ মেলার অনুমতি !

Date:

Share post:

রাজ্যজুড়ে চলছে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Examination) । বোর্ডের প্রথম বড় পরীক্ষার কারণে বিভিন্ন জনসভা পথসভা এমনকি মেলার ক্ষেত্রেও একাধিক বিধি নিষেধ আরোপ করা আছে। তবে এর মাঝেই ত্রিবেনীর কুম্ভ মেলার (Kumbha Mela) মাঝে ঐতিহ্যবাহী মেলা করার অনুমতি চাওয়া হয়েছিল। এলাহাবাদে যেমন গঙ্গা-যমুনা-সরস্বতীর সঙ্গম আছে তেমনি ত্রিবেনীতেও আছে। সেই সঙ্গমস্থলে প্রায় ৭০০ বছর আগে কুম্ভ হত বলে দাবি মেলা কমিটির। গঙ্গাসাগর থেকে ফেরার পথে সাধু সন্তরা এই স্থানে বিশ্রাম নিতেন। তাই মাঘ সংক্রান্তিতে ত্রিবেনী হয়ে উঠত মিনি কুম্ভ। এবছর ১২ জানুয়ারি কুম্ভ মেলা এবং ১৩ তারিখ শাহি স্নানের তিথি রয়েছে বলে জানায় মেলা কমিটি। এবার শর্তসাপেক্ষে এই মেলার অনুমতি দিল প্রশাসন।

অন্যান্য বাড়ির মত এবার অনেকটাই ছোট আকারে এই কুম্ভ মেলা হচ্ছে। বুধবার যজ্ঞ এবং ধ্বজা উত্তোলন হয়। মেলা কমিটির নির্ধারিত দিনের বদলে এক দিন পরে শুরু হবে মেলা। শাসনের তরফে বেশ কিছু বিধি নিষেধ লাগু হয়েছে। বদলে গেছে মেলার স্থান। লাউড স্পিকার ব্যবহারে ৩৬ ডেসিবেল শব্দ মাত্রা বেঁধে দেওয়া হয়েছে । রবিবার থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে সাধু সন্তরা আসতে শুরু করলেও কুম্ভ মেলার সমস্ত রীতি নীতি শুরু হবে মাধ্যমিক পরীক্ষার শেষ হওয়ার পর থেকেই। এই বিষয়ে কুম্ভ মেলা কমিটির মুখ্য সংগঠক সাধন মুখোপাধ্যায় জানান, এই বছর কুম্ভ মেলা তিন দিনের বদলে হবে দেড় দিনের। মাধ্যমিক পরীক্ষার (Madhyamik Examination) জন্য শর্তসাপেক্ষভাবে যা অনুমতি মিলেছে সেই নিয়েই হবে এই বছরের কুম্ভ মেলা। ১১ তারিখের বদলে ১২ তারিখ বিকাল থেকে শুরু হচ্ছে কুম্ভ। বাঁশবেড়িয়ার পুরসভার উপ-পুরপ্রধান শিল্পী চট্টোপাধ্যায় (Shilpi Chatterjee) বলেন যে প্রথমে মাধ্যমিক পরীক্ষার জন্য প্রথমে কুম্ভ মেলা বন্ধের কথা বলেছিল প্রশাসন। পরে ধর্মীয় ভাবাবেগের কথা মাথায় রেখে মৌখিক অনুমতি দেওয়া হয়েছে। মেলার পরিবেশ যাতে কোনভাবেই বিঘ্নিত না হয় এবং পরিবেশ দূষণ না হয় সেদিকে সদর্থক দৃষ্টি দেওয়ার কথাও বলেছে পুরসভা।


spot_img

Related articles

দত্তবাদের স্বর্ণ ব্যবসায়ী খুনে গ্রেফতার ২!

২৯ অক্টোবর দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিল্যা (Swapan Kamilya) খুনের ঘটনায় নাম জড়িয়েছে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের (Prashant...

শনির সকালে হাওড়ার বাঁকড়া এলাকার মার্কেটে আগুন! ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন

সকালের আলো পরিষ্কারভাবে ফুটে ওঠার আগেই শনিবার হাওড়ার (Howrah) বাঁকড়া এলাকায় এক ভয়াবহ অগ্নিকাণ্ড। বাদামতলার একটি জামাকাপড়ের মার্কেটে...

শনির সকালে পারদ পতন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে, উত্তরে ঘন কুয়াশার দাপট!

উইকেন্ডের ভোরের আলো ভালো করে ফোটার আগেই এক লাফে কুড়ি ডিগ্রির নিচে নেমে গেল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা (Kolkata...

কাশ্মীরের কুপওয়ারা সেক্টরে অনুপ্রবেশের চেষ্টা, সেনার গুলিতে খতম ২ জঙ্গি 

শনিবার সকালে ভূস্বর্গে ভারতীয় সেনার (Indian Army) সাফল্য। কাশ্মীরের (Kashmir) কুপওয়াড়ায় খতম দুই জঙ্গি। দুজনেই কেরান সেক্টরের নিয়ন্ত্রণ...