মোদি রাজ্যে ছানি অপারেশনের নামে ছেলেখেলা , দৃষ্টিহীন হয়ে যাওয়ার অভিযোগ গুজরাটে!

গুজরাটের আমেদাবাদের মণ্ডল গ্রামে ছানি অপারেশন করতে গিয়ে ১৭ জন বয়স্ক ব্যক্তি দৃষ্টিশক্তি হারান বলে অভিযোগ।

ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে স্বাস্থ্য ব্যবস্থার ছবিটা শিউরে ওঠার মতো। চোখের ছানি অপারেশন (Cataract surgery) করাতে গিয়ে দৃষ্টিহীন হয়ে যাওয়ার মতো মারাত্মক অভিযোগ উঠল গুজরাটে (Gujrat)। এক মাসের মধ্যে দ্বিতীয়বার এই ঘটনা ঘটলো মোদি রাজ্যে। চাঞ্চল‌্যকর ঘটনাটি ঘটেছে গুজরাটের পাটান জেলার হাসপাতালে। স্বাস্থ্য ব্যবস্থার উন্নতি নিয়ে মিথ্যে বুলি আওড়ানো মোদি- শাহদের নিজের রাজ্যে এত বড় অভিযোগ ওঠায় অস্বস্তিতে বিজেপি (BJP)।

ঠিক কী ঘটেছে? অভিযোগকারীরা বলছেন ক্যাটারেক্ট সার্জারি করার পর কেউ একদমই চোখে দেখতে পাচ্ছেন না কেউ আবার আংশিক দৃষ্টিশক্তি হারিয়েছেন। অর্থাৎ সুস্থ হতে গিয়ে উল্টে অসুস্থ হয়ে পড়েছেন তাঁরা। সংক্রমণজনিত কারণেই সমস্যা বলে সাফাই দিয়েছে হাসপাতাল। জানুয়ারি মাসেও গুজরাটের আমেদাবাদের মণ্ডল গ্রামে ছানি অপারেশন করতে গিয়ে ১৭ জন বয়স্ক ব্যক্তি দৃষ্টিশক্তি হারান বলে অভিযোগ। তদন্তের নির্দেশ দিয়েছেন গুজরাটের স্বাস্থ‌্যমন্ত্রী হৃষিকেশ প‌্যাটেল। সে রাজ্যের সরকারি হাসপাতালে চিকিৎসকরাও নমুনা সংগ্রহ করেছেন বলে খবর। কিন্তু সাধারণ মানুষ বলছেন স্বাস্থ্য পরিষেবার নামে ছেলেখেলা করছে বিজেপি সরকার। গুজরাটের এই ঘটনায় নড়ে চড়ে বসেছেন দিল্লির পদ্ম শিবিরের নেতৃত্বরা।