Wednesday, November 5, 2025

পদত্যাগ করলেন হাঙ্গেরির প্রথম মহিলা প্রেসিডেন্ট! কিন্তু কেন?

Date:

যৌন নিগ্রহের ঘটনায় অভিযুক্তকে ক্ষমা করে দেওয়ায় বিরোধীদের প্রবল চাপের মুখে পদত্যাগের ঘোষণা প্রেসিডেন্টের। পদত্যাগ করলেন হাঙ্গেরির প্রথম মহিলা প্রেসিডেন্ট ক্যাটালিন নোভাক। রবিবার টেলিভিশনে তিনি নিজেই তাঁর পদত্যাগের কথা জানান।

প্রধানমন্ত্রী ভিক্টর অরবানের ঘনিষ্ঠ প্রেসিডেন্ট ক্যাটালিন নোভাকের পদত্যাগের দাবিতে বেশ কিছুদিন ধরেই সরব হয়েছিল হাঙ্গেরির বিরোধী দল। গত শুক্রবার প্রেসিডেন্টের বাসভবনের বাইরে বিক্ষোভ প্রদর্শন করে বিরোধীরা। শেষপর্যন্ত রবিবার রাষ্ট্রীয় টেলিভিশনে ভাষণ দিয়ে নিজের পদত্যাগের কথা জানান নোভাক। এই প্রসঙ্গে তিনি জানান, প্রেসিডেন্ট হিসাবে এটাই আমার শেষ দিন। আমি আমার পদ থেকে সরে দাঁড়াচ্ছি।

আরও পড়ুন- পুলিশি তৎপরতায় দিল্লি এয়ারপোর্ট থেকে উদ্ধার ধূপগুড়ির নাবালিকা, প্রেম না পাচার!

পদত্যাগের ঘোষণার পাশাপাশি নিজের ভুল স্বীকার করে নোভাক জানান, যৌন নিগ্রহের ঘটনায় অভিযুক্তকে ক্ষমা করে দিয়ে আমি ভুল করেছি। আমার পদক্ষেপে যারা কষ্ট পেয়েছেন তাদের কাছে ক্ষমাপ্রার্থী। শিশু ও তাদের পরিবারের সুরক্ষায় আমি তাদের পাশে ছিলাম, ভবিষ্যতেও থাকব। এর আগে নোভাকের পদত্যাগের কথা জানিয়ে দেন দেশের আইনমন্ত্রী জুরিত ভার্গ।

২০২২ সালের মার্চে হাঙ্গেরির প্রথম মহিলা প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নেন নোভাক। ২০২৩ সালের এপ্রিলে ঘটে সেই বহু-বিতর্কিত ঘটনা। যৌন নিগ্রহে অভিযুক্ত ব্যক্তিকে অন্য আরও ২৪ জনের সঙ্গে ক্ষমা করে দেন প্রেসিডেন্ট। তা নিয়ে দেশজুড়ে বিতর্ক শুরু হয়। নিজের কাজের পক্ষে যুক্তি সাজালেও শেষপর্যন্ত বিরোধীদের চাপে সরেই যেতে হল তাঁকে।

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version