Thursday, November 13, 2025

বহুতলের ছাদ কোনওভাবেই বিক্রি করা যাবে না, নিষেধাজ্ঞা কলকাতা পুরসভার

Date:

শহরের একাধিক বহুতলে বিক্রি হচ্ছে ছাদ। অভিযোগ সেখানে রমরম করে চলছে রেস্তোরাঁ । কোথাও ছাদের চারপাশে জাল লাগিয়ে চলছে নানা স্পোর্টস। গোটা ঘটনায় ক্ষুব্ধ কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। বিল্ডিং বিভাগের আধিকারিকদের তিনি জানিয়েছেন, ছাদ ‘কমন এরিয়া’। আবাসনের সকল বাসিন্দা তা ব‌্যবহার করতে পারবেন। ব‌্যক্তিগতভাবে ছাদ কিনে ব‌্যবসা করা যাবে না।পুরসভার যুক্তি, আবাসনে আগুন লাগলে ছাদ ব‌্যবহার করেই ঢুকতে হয় দমকল কর্মীদের। যে কোনও বিপর্যয়ে আবাসনের বাসিন্দাদের উদ্ধার করতেও ভরসা ছাদ। মেয়র জানান, ছাদের চারপাশ ঘিরে গেটে তালা লাগালে বরদাস্ত করা হবে না।

ঘটনার সূত্রপাত শনিবার । মেয়রের দ্বারস্থ হন মধ‌্য কলকাতার বাসিন্দা বিপ্লব ভট্টাচার্য‌। তার অভিযোগ, বছর তিনেক আগে একটি বাড়ির দোতলা কিনেছেন। পরে সেই বাড়ির একতলা আর তিনতলা কেনেন অন‌্য এক ভদ্রলোক, এমনকী কিনে নেন ছাদটিও। বিস্মিত মেয়রের প্রশ্ন, ‘‘ছাদ কী করে বিক্রি হল?’’ মেয়রের সাফ কথা, ছাদ কমন ল‌্যান্ড। সকলের ব‌্যবহারের জন‌্য। ছাদ আলাদা করে কেউ কিনতে পারে না। বিল্ডিং বিভাগের ডিজিকে তিনি নির্দেশ দেন ওই বিল্ডিং যেন কোনওভাবেই অনুমোদন না পায়।

উল্লেখ‌্য, শহরের একাধিক জায়গায় ছাদের ওপর চলছে ব‌্যবসা। কোথাও হুকা বার কোথাও বা রমরমিয়ে চলছে ক‌্যাফে। চারপাশ দিয়ে ছাদ ঘিরে ব‌্যবসা করছেন রেস্তোরাঁ মালিকরা। অনেক সময় প্রোমোটাররাই সমস্ত ফ্ল‌্যাট বিক্রি হয়ে যাওয়ার পর শুধু ছাদটুকু নিজের নামে রেজিস্ট্রি করতে আসছেন।বিল্ডিং বিভাগের আধিকারিকরা জানান, এটা হবে না। প্রোমোটার চাইলে ছাদ বিক্রি করতে পারবেন না। শুধুমাত্র বাসিন্দাদের এনওসি দেখিয়ে কাজ হবে না।

 

Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version