Friday, January 16, 2026

রূপনারায়ণে নৌকাডুবি: তিনদিন পর উদ্ধার আরও দুই দেহ

Date:

Share post:

পিকনিক সেরে ফেরার পথে নৌকাডুবির প্রায় ৩ দিন পর রূপনারায়ণের ধার থেকে উদ্ধার হল এক শিশু সহ দুজনের দেহ। তবে ওই ঘটনায় নিখোঁজ এখনও দুজন। ইতিমধ্যেই এই ঘটনায় নৌকার মাঝিকে গ্রেফতার করেছে হাওড়ার জয়পুর থানার পুলিশ। এখনও নিখোঁজদের পরিবার ও সঙ্গীরা তাঁদের দেহ উদ্ধারের অপেক্ষায় রয়েছেন।

বৃহস্পতিবার হাওড়ার বাগনান থেকে রূপনারায়ণ পেরিয়ে পশ্চিম মেদিনীপুরের দুধকামরার ত্রিবেণী পার্কে পিকনিক করতে যান বেশ কয়েকটি পরিবার। সেখান থেকে বিকালে ফেরার পথে নৌকা উল্টে তলিয়ে যান ১৪ জন। সঙ্গে সঙ্গে স্থানীয়রা উদ্ধার করেন ৯ জনকে। তাঁদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। তবে নিখোঁজ পাঁচজনের খোঁজে শুরু হয় তল্লাশি। শুক্রবার সকালে নিখোঁজ এক মহিলার মৃতদেহ উদ্ধার হয়।

ইতিমধ্যেই বেঁচে ফেরা যাত্রীদের বয়ানের ভিত্তিতে নৌকার মাঝির বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। যাত্রীদের অভিযোগ নৌকা ঘাটে ফেরানোর কথা বললেও মাঝি অস্বীকার করে। কিছুক্ষণের মধ্যেই নৌকায় জল ঢুকে সেটি উল্টে যায় ও ভেঙে যায়। পরে পুলিশের তদন্তে উঠে আসে ক্ষমতা ও নিয়মের অতিরিক্ত লোক তুলেছিলেন মাঝি রবিন পাত্র। তাঁকে গ্রেফতার করে জয়পুর থানার পুলিশ।

রবিবার জয়পুর থানার বোড়াল কালিতলা এলাকায় নদীর চরে ভেসে ওঠে একটি দেহ। গায়ের জামা দেখে পরিবারের লোক সনাক্ত করেন সেটি ঋষভ পালের(৭) দেহ বলে। অন্য দেহটি উদ্ধার হয় প্রায় পাঁচ কিলোমিটার দূরে হুগলির খানাকুল থানার পানশিউলি এলাকা থেকে। মৃতের নাম অচ্যুৎ সাহা। এখনও নিখোঁজ দুজনের জন্য তল্লাশি জারি পুলিশের।

spot_img

Related articles

চলো বিজেপি তাড়াই! লোকগানের সুরে অভিনব প্রতিবাদে কবীর সুমন

সুরের জাদুতেই কি এবার রাজনীতির লড়াই? সোশ্যাল মিডিয়ায় কবীর সুমনের সাম্প্রতিক একটি ভিডিও ঘিরে এমনই জল্পনা তুঙ্গে উঠেছে।...

নন্দীগ্রামে সেবাশ্রয়ে অভিষেক, শহিদ পরিবারের পাশে থাকার আশ্বাস

নন্দীগ্রামের কাছের মানুষ হয়ে উঠলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। বৃহস্পতিবার নন্দীগ্রামে সেবাশ্রয় কর্মসূচি থেকে শহিদ পরিবারের পাশে থাকার...

আড়াই মাসে প্রায় ৩০ লক্ষ টন, খরিফে ধান সংগ্রহে গতি রাজ্যের

রাজ্য খাদ্য দফতরের ধান সংগ্রহ অভিযানে উল্লেখযোগ্য অগ্রগতি। চলতি খরিফ মরসুমে সরকারি সহায়ক মূল্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের...

এসআইআর আতঙ্কে রাজ্যে মৃত ২! আত্মঘাতী বিএলও 

এসআইআর শুনানি ও অতিরিক্ত কাজের চাপকে কেন্দ্র করে রাজ্যে মৃত্যুর ঘটনা থামছেই না। বৃহস্পতিবার মুর্শিদাবাদের সামশেরগঞ্জ ও লালগোলায়...