Friday, November 21, 2025

রূপনারায়ণে নৌকাডুবি: তিনদিন পর উদ্ধার আরও দুই দেহ

Date:

Share post:

পিকনিক সেরে ফেরার পথে নৌকাডুবির প্রায় ৩ দিন পর রূপনারায়ণের ধার থেকে উদ্ধার হল এক শিশু সহ দুজনের দেহ। তবে ওই ঘটনায় নিখোঁজ এখনও দুজন। ইতিমধ্যেই এই ঘটনায় নৌকার মাঝিকে গ্রেফতার করেছে হাওড়ার জয়পুর থানার পুলিশ। এখনও নিখোঁজদের পরিবার ও সঙ্গীরা তাঁদের দেহ উদ্ধারের অপেক্ষায় রয়েছেন।

বৃহস্পতিবার হাওড়ার বাগনান থেকে রূপনারায়ণ পেরিয়ে পশ্চিম মেদিনীপুরের দুধকামরার ত্রিবেণী পার্কে পিকনিক করতে যান বেশ কয়েকটি পরিবার। সেখান থেকে বিকালে ফেরার পথে নৌকা উল্টে তলিয়ে যান ১৪ জন। সঙ্গে সঙ্গে স্থানীয়রা উদ্ধার করেন ৯ জনকে। তাঁদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়। তবে নিখোঁজ পাঁচজনের খোঁজে শুরু হয় তল্লাশি। শুক্রবার সকালে নিখোঁজ এক মহিলার মৃতদেহ উদ্ধার হয়।

ইতিমধ্যেই বেঁচে ফেরা যাত্রীদের বয়ানের ভিত্তিতে নৌকার মাঝির বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। যাত্রীদের অভিযোগ নৌকা ঘাটে ফেরানোর কথা বললেও মাঝি অস্বীকার করে। কিছুক্ষণের মধ্যেই নৌকায় জল ঢুকে সেটি উল্টে যায় ও ভেঙে যায়। পরে পুলিশের তদন্তে উঠে আসে ক্ষমতা ও নিয়মের অতিরিক্ত লোক তুলেছিলেন মাঝি রবিন পাত্র। তাঁকে গ্রেফতার করে জয়পুর থানার পুলিশ।

রবিবার জয়পুর থানার বোড়াল কালিতলা এলাকায় নদীর চরে ভেসে ওঠে একটি দেহ। গায়ের জামা দেখে পরিবারের লোক সনাক্ত করেন সেটি ঋষভ পালের(৭) দেহ বলে। অন্য দেহটি উদ্ধার হয় প্রায় পাঁচ কিলোমিটার দূরে হুগলির খানাকুল থানার পানশিউলি এলাকা থেকে। মৃতের নাম অচ্যুৎ সাহা। এখনও নিখোঁজ দুজনের জন্য তল্লাশি জারি পুলিশের।

spot_img

Related articles

ফুটবলারদের স্বার্থেই হস্তক্ষেপ! আইএসএলের জট কাটাতে ২ সপ্তাহ সময় চাইল কেন্দ্র

শুক্রবার ভারতীয় ফুটবলপ্রেমীদের নজর ছিল সুপ্রিম কোর্টের দিকে। আইএসএল(ISL) সংক্রান্ত মামলার শুনানি ছিল শীর্ষ আদালতে। আইএসএল (ISL) আয়োজনে...

মহুয়ার বিরুদ্ধে লোকপালের চার্জশিট-নির্দেশে স্থগিতাদেশ দিল না দিল্লি হাই কোর্ট, রায়দান স্থগিত

তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে সিবিআইকে (CBI) চার্জশিট দেওয়ায় লোকপালের নির্দেশে স্থগিতাদেশ দিল না দিল্লি হাই কোর্ট (Delhi...

পাকিস্তানের রাসায়নিক কারখানায় বিস্ফোরণ! মৃত ১৫

পাকিস্তানের( Pakistan) পঞ্জাব প্রদেশের ফয়জলাবাদ জেলার মালিকপুর এলাকায় ভয়াবহ বিস্ফোরণ। শুক্রবার রাসায়নিক কারখানায় গ্যাস লিক করে মৃত্যু হয়েছে...

ASI: কলকাতায় শিল্প সংক্রান্ত বার্ষিক সমীক্ষা নিয়ে বৈঠক, সভাপতিত্বে বন্দনা সেন

তালিকাভুক্ত উৎপাদন ক্ষেত্রের বিভিন্ন সমস্যা ও সম্ভাব্য সমাধান, নীতিনির্ধারণে সমীক্ষার গুরুত্ব, বাণিজ্যিক সংগঠনগুলির সক্রিয় অংশগ্রহণের প্রয়োজনীয়তা, ইউনিট স্তরে...