Sunday, January 11, 2026

লক্ষ্য মতুয়া ভোটব্যাঙ্ক, রাজ্যসভায় মহিলা প্রার্থীর সংখ্যা বাড়িয়ে মাস্টারস্ট্রোক মমতার

Date:

Share post:

রাজ্যসভা ভোটের জন্য প্রার্থী তালিকা ঘোষণা করলেও আদতে তৃণমূল সুপ্রিমোর নজরে লোকসভায় মতুয়া ভোটব্যাঙ্ক। সেক্ষেত্রে মহিলা এবং মতুয়ার উপর জোর দিয়েছেন মমতা। মমতাবালা ঠাকুরকে রাজ্যসভায় পাঠাচ্ছেন । আর সেই সংযোগেই লোকসভা ভোটে তৃণমূল বিজেপিকে মাত দেওয়ার লক্ষ্য নিয়েছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকেই মহিলাদের ক্ষমতায়নের ওপরে বিশেষ জোর দিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। মহিলাদের সামাজিক উন্নয়নে যদি তুরুপের তাস হয় লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প, তেমনি ভোটের প্রার্থী তালিকা নির্ধারণের ক্ষেত্রেও তিনি অগ্রাধিকার দিয়েছেন মহিলাদের।

আর এবার রাজ্যসভার প্রার্থী নির্বাচনের ক্ষেত্রেও তার ব্যতিক্রম হল না। বলা যেতে পারে রাজ্যসভায় মহিলা প্রার্থীর সংখ্যা বাড়িয়ে মাস্টারস্ট্রোক দিলেন তৃণমূল সুপ্রিমো। বিজেপির মুখে ঝামা ঘষে দিয়ে নারীশক্তিকে আবার সম্মান জানালেন মমতা।
রাজ্যসভা নির্বাচনের জন্য মোট ৪ প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। সেই ৪ প্রার্থীর মধ্যে ৩ জনই মহিলা। তাঁরা হলেন সুস্মিতা দেব, সাগরিকা ঘোষ ও মমতাবালা ঠাকুর। আর চতুর্থ প্রার্থী হলেন মহম্মদ নাদিমুল হক। চার আসনেই তৃণমূলের জয় নিশ্চিত। সাগরিকা ঘোষ এক্স  হ্যান্ডেলে লিখেছেন , আমি কৃতজ্ঞ মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। আমার উপর ভরসা রাখার জন্য। আমি সম্মানিত বোধ করছি।


রাজ্যসভায় এবার মতুয়া সম্প্রদায়ের মমতাবালা ঠাকুরকে প্রার্থী করেছেন তিনি।এর আগে তৃণমূলের লোকসভার সাংসদ ছিলেন মমতাবালা। আসলে লোকসভা ভোটকে পাখির চোখ করে এর মধ্যে দিয়ে মতুয়া ভোটব্যাঙ্ককেই বার্তা দেওয়ার চেষ্টা করলেন তিনি। এরই পাশাপাশি সুস্মিতা দেবকে আবারও একবার রাজ্যসভায় পাঠাচ্ছে তৃণমূল। ২০২১ সালে একবার সুস্মিতাকে রাজ্যসভায় পাঠিয়েছিল তৃণমূল। মানস ভুঁইঞার ছেড়ে আসা রাজ্যসভার আসনে তাঁকে পাঠিয়েছিল ঘাসফুল শিবির। এবার ফের একবার তাঁকে রাজ্য সভায় পাঠাচ্ছেন মমতা।

তৃণমূলের তৃতীয় মহিলা প্রার্থী বিখ্যাত সাংবাদিক সাগরিকা ঘোষ। ১৯৯১ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত সাগরিকা। তাঁর বেশকিছু বইও পাঠকমহলে যথেষ্টই প্রশংসিত হয়েছে। বাবা প্রাক্তন আইএএস অফিসার ভাস্কর ঘোষ এবং স্বামী আরও এক বিখ্যাত সাংবাদিক রাজদীপ সরদেশাই।লোকসভায় মহুয়া মৈত্রর মতো রাজ্যসভায় একজন বলিয়ে কইয়ে মুখকে রাজ্যসভায় আনতে চাইলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
সবমিলিয়ে তৃণমূল সুপ্রিমোর রাজ্যসভার জন্য প্রআর্থঈ বাছাইয়ের চমকে বিজেপি অনেকটাই ব্যাকফুটে।

spot_img

Related articles

‘ডুবন্ত টাইটানিক’, উৎপল সিনহার কলম

টাইটানিক যখন সমুদ্রের অতলে তলিয়ে যায়,ঠিক তার ১ ঘন্টা ৪০ মিনিট পর রাত ৪টে ১০ মিনিটে সেখানে আসে...

ফের শিরোনামে ডবল ইঞ্জিন ছত্রিশগড়! এবার পুলিশের জরুরি পরিষেবার গাড়িতে গণধর্ষণ যুবতীকে

ফের নারী নির্যাতনের ঘটনায় উত্তাল হয়ে উঠল ডবল ইঞ্জিন রাজ্য ছত্রিশগড়। এবার খোদ পুলিশের জরুরি পরিষেবা ‘ডায়াল ১১২’-র...

বিজেপির সেমসাইড গোল! শুভেন্দুর নিরাপত্তারক্ষীরা পেটাল বিজেপি নেতাকে

বাংলাকে না চেনেন বিজেপির নেতারা, না তাঁদের ঘিরে থাকা কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। ফলে বারবার 'সেমসাইড' হয়ে যাচ্ছে। বিরোধী...

নাকতলার নক্ষত্রদের নিয়ে বিশেষ উদ্যোগ, অরূপকে কৃতজ্ঞতা কৃশানুর পরিবারের

নাকতলা সেখানে সাত কীর্তিমানের কীর্তিকলাপ।যদিও তাঁরা আজ প্রয়াত। ভারতীয় ফুটবলের মারাদোনা কৃশানু দে(krishanu dey), গীতিকার গৌরিপ্রসন্ন মজুমদার, গীতিকার...