Friday, November 14, 2025

তৃণমূলের রাজ্যসভার প্রার্থী ঘোষণা: ৪ জনের তালিকায় বড় চমক! রয়েছেন এক বর্তমান সাংসদ

Date:

লোকসভার আগেই রাজ্যসভার ভোট। নিজেদের প্রার্থী তালিকা ঘোষণা করল তৃণমূল (TMC)। রবিবার তৃণমূলের এক্স হ্যান্ডলে (X Handle) চার প্রার্থীর নাম জানানো হয়েছে। প্রার্থী হলেন প্রাক্তন সাংসদ সুস্মিতা দেব (Susmita Dev), সাংবাদিক সাগরিকা ঘোষ (Sagarika Ghosh), মতুয়া মহাসংঘের সঙ্ঘাধিপতি প্রাক্তন সাংসদ মমতাবালা ঠাকুর (Mamatabala Thakur) ও রাজ্যসভার সাংসদ নাদিমুল হক।

প্রার্থী তালিকায় জায়গা পাননি রাজ্যসভার পুরোনো তিন সাংসদ। পুরোনোদের মধ্যে রাজ্যসভায় দক্ষিণ ২৪ পরগনা জেলা (সদর) তৃণমূলের সভাপতি শুভাশিস চক্রবর্তী, আবীররঞ্জন বিশ্বাস ও শান্তনু সেন মনোনয়ন পাননি। শুধুমাত্র নাদিমুল হকই আবার প্রার্থী হয়েছেন। এই নিয়ে তিন বার তৃণমূলের হয়ে রাজ্যসভায় যাবেন নাদিমুল। অন্য ৩ জনের মধ্যে এর আগে রাজ্যসভায় ছিলেন সুস্মিতা দেব। রাজ্যসভার সাংসদ হিসেবে গত বছরই তাঁর মেয়াদ ফুরিয়েছে। কিন্তু তখন তাঁকে প্রার্থী করা হয়নি।

মমতাবালা ঠাকুর ছিলেন লোকসভার সাংসদ। ২০১৫ সালের লোকসভা উপনির্বাচনে বনগাঁ আসন থেকে তৃণমূল প্রার্থী হিসেবে জয়ী হন। কিন্তু গতবার বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুরের কাছে পরাজিত হন ঠাকুরনগরের মতুয়া মহাসংঘের সঙ্ঘাধিপতি। এবার তাঁকে রাজ্য়সভার প্রার্থী করে পাঠাচ্ছেন তৃণমূল সুপ্রিমো।

সেই হিসেবে একেবারেই অনকোরা মুখ সাংবাদিক-উপস্থাপিকা সাগরিকা ঘোষ। যদিও সাংবাদিক হিসেবে তিনি অত্যন্ত পরিচিত। ‘টাইমস অব ইন্ডিয়া’, ‘আউটলুক’, ‘দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস’, সিএনএন-আইবিএন, বিবিসি ওয়ার্ল্ডের মতো বিভিন্ন নামী প্রতিষ্ঠানে কাজ করেছেন তিনি। সাংবাদিকতার পাশাপাশি, অজস্র বই লিখেছেন সাগরিকা। তাঁর স্বামী রাজদীপ সরদেশাই জাতীয় সাংবাদিকতার জগতে অত্যন্ত জনপ্রিয় নাম। প্রার্থী তালিকায় সাগরিকার নাম নিঃসন্দেহে একটা চমক।

আরও পড়ুন: ‘দলবিরোধী কথা’, কংগ্রেস থেকে বহিষ্কার ‘বিতর্কিত’ প্রমোদ কৃষ্ণণকে

দেশের ১৫টি রাজ্যের ৫৬টি রাজ্যসভা আসন ফাঁকা হচ্ছে। পশ্চিমবঙ্গের রাজ্যসভার ৫ সাংসদের ৬ বছরের মেয়াদ ফুরোচ্ছে ২ এপ্রিল। ২৭ ফেব্রুয়ারি এই শূন্যস্থানে ভোট। রাজ্যসভা ভোটে এবার চার আসনে তৃণমূল প্রার্থীদের জয় নিশ্চিত।

Related articles

ভূস্বর্গে তল্লাশি, দিল্লি বিস্ফোরণে আত্মঘাতী জঙ্গি উমরের বাড়ি ধ্বংস নিরাপত্তা বাহিনীর!

দিল্লির লালকেল্লার (red fort area blast) সামনে গাড়ি বিস্ফোরণে আত্মঘাতী জঙ্গি উমর নবিরের (Umar Nabi house blown up)...

শিশু দিবসে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতা – অভিষেকের, নেহরুর জন্মদিন উপলক্ষেও শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর 

শিশুরাই আগামীর ভবিষ্যৎ, ১৪ নভেম্বর শিশু দিবসে (Childrens Day) শুভেচ্ছা জানিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা...

তেজস্বীর নয়া ইনিংস নাকি নীতীশের কামব্যাক, বিহারের রায় আজ

২৪৩ আসন বিশিষ্ট বিহার বিধানসভা (Bihar Assembly Election Result) কার দখলে থাকবে তা জানতে সকাল ৮টা থেকে শুরু...

সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি! গ্রেফতার RG Kar আন্দোলনের ‘বিপ্লবী’ ডাক্তার

উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতে সরকারি হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানির অভিযোগে। ঘটনায় গ্রেফতার বারাসাত মেডিকেল কলেজ ও হাসপাতালের...
Exit mobile version