Thursday, August 21, 2025

রামের পর কৃষ্ণ! ফেব্রুয়ারিতেই বাংলায় শাহ, মায়াপুর গিয়ে ধর্মীয় বিভাজনের চেষ্টা বিজেপির

Date:

বাংলায় দলের হাত তথৈবচ! সংগঠনের পাশাপাশি দলের নেতাদের অবস্থাও মনের মতো নয়। কিন্তু সামনেই লোকসভা ভোট (Loksabha Election)। আর সেই ভোটকে মাথায় রেখেই বাংলায় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সব ঠিক থাকলে আগামী ২৮ ফেব্রুয়ারি, বুধবার গভীর রাতে কলকাতায় (Kolkata) পৌঁছনোর কথা রয়েছে শাহের। পরদিনই অর্থাৎ ২৯ ফেব্রুয়ারি তিনি যাবেন মায়াপুরের (Mayapur) ইসকন (ISCON) মন্দিরে। বিজেপি সূত্রে খবর রবিবারই সফরের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। আর অমিত শাহের সফরের দিনক্ষণ ঘোষণার পর শুরু হয়েছে বিতর্ক। রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে, লোকসভা নির্বাচনের আগে কৃষ্ণের নামে ধর্মীয় বিভাজনের চেষ্টাতেই এমন সিদ্ধান্ত বিজেপির। তবে বাংলার মানুষ যে ধর্মের নামে কোনওভাবেই বিভাজন চান না তা বঙ্গ বিজেপির বর্তমান হাল দেখেই স্পষ্ট। তবুও গায়ের জোরে ধর্ম নিয়ে মাতামাতি করে নিজেদের পায়ের তলার মাটি কিছুটা শক্ত করতেই অমিত শাহের এই বঙ্গ সফর বলে মনে করা হচ্ছে।

এর আগে নভেম্বর এবং ডিসেম্বরের শেষ সপ্তাহে বাংলায় এসেছেন শাহ। তবে জানুয়ারির শেষ সপ্তাহে তাঁর বাংলায় আসার কথা থাকলেও শেষ মুহূর্তে বাতিল হয়ে যায় সফর। শেষমেশ চলতি মাসের শেষ দিনে শাহের আসার কথা বাংলায়। বিজেপি সূত্রে জানা গিয়েছে রবিবারই সফরের দিনক্ষণ চূড়ান্ত হয়েছে। বিশেষ কিছু না ঘটলে এই সফরে বাংলায় এসে ২৯ ফেব্রুয়ারি মায়াপুরের ইস্কন মন্দিরে যাবেন শাহ। বঙ্গ বিজেপি সূত্রে খবর, আগামী ২৮ ফেব্রুয়ারি গভীর রাতে কলকাতায় পৌঁছবেন শাহ। শহরেই করবেন রাত্রিবাস। তার পরদিন মায়াপুরের মন্দির দর্শন করবেন। এছাড়াও রানাঘাট-সহ বেশ কয়েকটি লোকসভার নেতাদের সঙ্গেও বৈঠক করবেন শাহ। এরপর সেখান থেকে সোজা কলকাতায় ফিরেও দলীয় বৈঠক সারতে পারেন শাহ।

তবে সেই সময় উচ্চমাধ্যমিক পরীক্ষা থাকায় কোনও প্রকাশ্য সমাবেশ তিনি করতে পারবেন না বলে আগেই জানিয়ে দেওয়া হয়েছে। করবেন না বলেই জানা গিয়েছে। যদিও বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার এখনও পর্যন্ত কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফরসূচি নিয়ে নিশ্চিতভাবে কিছুই জানাননি। তিনি বলেন, “কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সফরসূচি নিয়ে এখনই কিছু জানা সম্ভব নয়। তবে ফেব্রুয়ারির শেষে তিনি বাংলায় থাকবেন বলেই কথা দিয়েছেন।”

 

 

 

 

Related articles

বাংলাদেশ বিরোধী কার্যকলাপ ভারতে নেই: বাংলাদেশের প্রশ্নের উত্তর ঘুরিয়ে দিল বিদেশ মন্ত্রক

ভারতেই লুকিয়ে রয়েছেন বাংলাদেশের বিতাড়িত প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আওয়ামী লিগের আরও নেতা মন্ত্রীদের লুকিয়ে থাকার সন্দেহও প্রকাশ করেছে...

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...
Exit mobile version