‘থেকে গেলাম দিদির হাত ধরে’, আরামবাগে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা দেবের

তাঁর স্পষ্ট কথা, 'রাজনীতিতে এসেছি দিদির হাত ধরে, রাজনীতিতে থেকে গেলাম দিদির হাত ধরে'। এমনকি তিনি বলেন 'আমার দেখা শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়'।

বেশ কিছুদিন ধরে জল্পনা, তারপর শনিবারের নাটকীয় পট পরিবর্তন। ঘাটাল থেকে নির্বাচনে প্রার্থী না হওয়ার সম্ভাবনাও উড়িয়ে ছিলেন সাংসদ অভিনেতা দেব ওরফে দীপক অধিকারী। সেখানেই দেবের অকপট স্বীকারোক্তি ছিল রাজনীতি তিনি ছাড়ছেন না। সোমবার হুগলির আরামবাগে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা থেকে রাজনীতিতে কেন থেকে গেলেন তার ব্যাখ্যা দিলেন দেব। মুখ্যমন্ত্রীর অনুরোধ আর প্রতিশ্রুতিতেই যে আবারও ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থী হতে চলেছেন দীপক অধিকারী ওরফে দেব, তা আরামবাগ থেকেই স্পষ্ট করলেন তিনি।

সোমবার কলকাতা থেকে নিজের বিমানে দেবকে আরামবাগ নিয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়। কোনও কারণে রাজনীতি থেকে সরে গেলেও যে তাঁর পাশে থেকে তাঁর হাত ধরে তাঁকে ফিরিয়ে আনবেন সেটাই যেন মুখ্যমন্ত্রী স্পষ্ট করলেন সোমবার। নিজের বক্তব্যের শুরুতে দেবও একই কথার প্রতিফলন করলেন। তাঁর স্পষ্ট কথা, ‘রাজনীতিতে এসেছি দিদির হাত ধরে, রাজনীতিতে থেকে গেলাম দিদির হাত ধরে’। এমনকি তিনি বলেন ‘আমার দেখা শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়’।

এরপরেই তিনি সাংসদ হিসাবে ঘাটাল নিয়ে নিজের সবথেকে বড় আক্ষেপের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রীর কাছে। তিনি বলেন, ‘ঘাটাল মাস্টারপ্ল্যান আমার ১০ বছরের লড়াই, এবং ঘাটালের মানুষের স্বাধীনতার আগে থেকে লড়াই।’ পাশাপাশি তিনি কেন্দ্র সরকারের বিশ্বাসভঙ্গের অভিযোগ তোলেন। তিনি বলেন, ‘১০ বছর কেন্দ্র সরকারকে বিশ্বাস করেছিলাম। ১০ বছর ধরে অনুরোধ করেছি কেন্দ্রের কাছে যেন ওরা স্যাংশন করে। তারা করবে ভেবেছিলাম।’ ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে দীর্ঘদিনের অসন্তোষ যে তাঁর ঘাটালের প্রার্থী হিসাবে সরে আসার একটি কারণ ছিল, এদিন দেবের কথা তাও স্পষ্ট।

এরপরেই মুখ্যমন্ত্রীকে এই মাস্টারপ্ল্যান সম্পূর্ণ করার জন্য মঞ্চ থেকেই অনুরোধ করেন তিনি। তিনি বলেন, ‘আমার বিশ্বাস রাজ্য দ্বায়িত্ব নিয়ে সেটা পালন করবে।’ পাশাপাশি তিনি যে ঘাটাল থেকে ফের লোকসভার প্রার্থীও হতে চলেছেন তাও স্পষ্ট করলেন। দেব বলেন, ‘ঘাটালের মানুষের জন্য আবার ফিরলাম। আবার ফিরলাম ঘাটালে। আমার বিশ্বাস, আমি জানি না কে জিতবে মানুষ যাকে ভালোবাসবে সেই জিতবে। যেই জিতুক যেই হারুক। ঘাটাল মাস্টারপ্ল্যান যেন হয়।’ মাস্টারপ্ল্যানের পাশাপাশি ঘাটালে নিজের লোকসভা আসনটির তৃণমূল প্রার্থীর নামও পরোক্ষভাবে বলে গেলেন সাংসদ অভিনেতা দেব।