Friday, August 22, 2025

‘থেকে গেলাম দিদির হাত ধরে’, আরামবাগে মুখ্যমন্ত্রীর ভূয়সী প্রশংসা দেবের

Date:

বেশ কিছুদিন ধরে জল্পনা, তারপর শনিবারের নাটকীয় পট পরিবর্তন। ঘাটাল থেকে নির্বাচনে প্রার্থী না হওয়ার সম্ভাবনাও উড়িয়ে ছিলেন সাংসদ অভিনেতা দেব ওরফে দীপক অধিকারী। সেখানেই দেবের অকপট স্বীকারোক্তি ছিল রাজনীতি তিনি ছাড়ছেন না। সোমবার হুগলির আরামবাগে মুখ্যমন্ত্রীর প্রশাসনিক সভা থেকে রাজনীতিতে কেন থেকে গেলেন তার ব্যাখ্যা দিলেন দেব। মুখ্যমন্ত্রীর অনুরোধ আর প্রতিশ্রুতিতেই যে আবারও ঘাটাল লোকসভা কেন্দ্রের প্রার্থী হতে চলেছেন দীপক অধিকারী ওরফে দেব, তা আরামবাগ থেকেই স্পষ্ট করলেন তিনি।

সোমবার কলকাতা থেকে নিজের বিমানে দেবকে আরামবাগ নিয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়। কোনও কারণে রাজনীতি থেকে সরে গেলেও যে তাঁর পাশে থেকে তাঁর হাত ধরে তাঁকে ফিরিয়ে আনবেন সেটাই যেন মুখ্যমন্ত্রী স্পষ্ট করলেন সোমবার। নিজের বক্তব্যের শুরুতে দেবও একই কথার প্রতিফলন করলেন। তাঁর স্পষ্ট কথা, ‘রাজনীতিতে এসেছি দিদির হাত ধরে, রাজনীতিতে থেকে গেলাম দিদির হাত ধরে’। এমনকি তিনি বলেন ‘আমার দেখা শ্রেষ্ঠ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়’।

এরপরেই তিনি সাংসদ হিসাবে ঘাটাল নিয়ে নিজের সবথেকে বড় আক্ষেপের কথা তুলে ধরেন মুখ্যমন্ত্রীর কাছে। তিনি বলেন, ‘ঘাটাল মাস্টারপ্ল্যান আমার ১০ বছরের লড়াই, এবং ঘাটালের মানুষের স্বাধীনতার আগে থেকে লড়াই।’ পাশাপাশি তিনি কেন্দ্র সরকারের বিশ্বাসভঙ্গের অভিযোগ তোলেন। তিনি বলেন, ‘১০ বছর কেন্দ্র সরকারকে বিশ্বাস করেছিলাম। ১০ বছর ধরে অনুরোধ করেছি কেন্দ্রের কাছে যেন ওরা স্যাংশন করে। তারা করবে ভেবেছিলাম।’ ঘাটাল মাস্টারপ্ল্যান নিয়ে দীর্ঘদিনের অসন্তোষ যে তাঁর ঘাটালের প্রার্থী হিসাবে সরে আসার একটি কারণ ছিল, এদিন দেবের কথা তাও স্পষ্ট।

এরপরেই মুখ্যমন্ত্রীকে এই মাস্টারপ্ল্যান সম্পূর্ণ করার জন্য মঞ্চ থেকেই অনুরোধ করেন তিনি। তিনি বলেন, ‘আমার বিশ্বাস রাজ্য দ্বায়িত্ব নিয়ে সেটা পালন করবে।’ পাশাপাশি তিনি যে ঘাটাল থেকে ফের লোকসভার প্রার্থীও হতে চলেছেন তাও স্পষ্ট করলেন। দেব বলেন, ‘ঘাটালের মানুষের জন্য আবার ফিরলাম। আবার ফিরলাম ঘাটালে। আমার বিশ্বাস, আমি জানি না কে জিতবে মানুষ যাকে ভালোবাসবে সেই জিতবে। যেই জিতুক যেই হারুক। ঘাটাল মাস্টারপ্ল্যান যেন হয়।’ মাস্টারপ্ল্যানের পাশাপাশি ঘাটালে নিজের লোকসভা আসনটির তৃণমূল প্রার্থীর নামও পরোক্ষভাবে বলে গেলেন সাংসদ অভিনেতা দেব।

Related articles

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...

সোনা জয়ী অভিনবকে শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপ জুনিয়র (Asian Shooting Championship) এয়ার রাইফেল বিভাগে বাংলার অভিনব সাউয়ের (Abhinaba Shaw)। তাঁর এই সাফল্যই...

পুজোর আগে রাজ্য পুলিশের শীর্ষস্তরে রদবদল! পরিবর্তন হল ৬ জেলার এসপি-ডিসি

পুজোর মুখে রাজ্য পুলিশের শীর্ষ পদে বড়সড় রদবদল করল নবান্ন। বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, একাধিক জেলায় পুলিশ...

‘নোরা ফাতেহি’ হতে হবে! স্ত্রীকে জোর করে শরীরচর্চা করিয়ে গর্ভপাত শিক্ষকের

যোগীরাজ্যে স্কুলশিক্ষকের ফ্যান্টাসির চূড়ান্ত নমুনা! স্ত্রীকে হতে হবে রোগা ছিপছিপে চেহারার। আর সেই চেহারা বানাতে গিয়েই স্বামীর নির্মম...
Exit mobile version