Sunday, November 9, 2025

ঘরভাঙাটা ফ্যাশনে পরিণত হয়েছে: গেরুয়া রাজ্যে বুলডোজার নীতির বিরুদ্ধে আদালত

Date:

সরকারের বিরাগভাজন হলেই ‘বুলডোজারের হামলা’, এটাই এখন চিরচেনা ছবি গেরুয়া রাজ্যগুলিতে। এমনই এক মামলার শুনানিতে সোমবার হাইকোর্টের তোপের মুখে পড়ল বিজেপি শাসিত মধ্যপ্রদেশ সরকার। কড়া সুরে বিচারপতি জানালেন, “ন্যায়, নীতির তোয়াক্কা না করে বুলডোজার দিয়ে বাড়ি ভাঙা এবং সংবাদমাধ্যমে তা প্রচার করাটা এখন ফ্যাশনে পরিণত হয়েছে।” এই সংক্রান্ত মামলায় সরকারের সমালচনার পাশাপাশি ক্ষতিগ্রস্ত দুজনকে ১ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের নির্দেশ দিলেন বিচারপতি।

সংবাদমাধ্যম সূত্রের খবর, এই ঘটনা মধ্যপ্রদেশের উজ্জয়িনীর। রাহুল লাঙ্গরি নামে এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ তিনি একজনকে প্রকাশ্যে হুমকি দেন। যার পর আত্মহত্যা করেন সেই ব্যক্তি। ঘটনায় গ্রেফতার হন রাহুল, দায়ের হয় ফৌজদারি মামলা। এরপর পুলিশের তরফে স্থানীয় পুরসভার সঙ্গে যোগাযোগ করে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয় রাহুলের দুতলা বাড়ি। এই ঘটনায় রাহুলের স্ত্রী রাধা আদালতের দ্বারস্থ হন। তিনি অভযোগ করেন, তাঁর বাড়ির পূর্ব মালিকের নামে হঠাৎ একদিন নোটিশ আসে। তারপরদিনই কোনও কথা না শুনে ভেঙে দেওয়া হয় বাড়ি। মামলাকারী জানান, তাঁর বাড়ি কোনওভাবেই বৈধ নয়। এটি পুরসভার হাউজিং বোর্ডে নথিভুক্ত এবং বাড়ি তৈরিতে ব্যঙ্ক থেকে ঋণও নেওয়া হয়েছে। পুরো মামলা শোনার পর আদালত রাধা ও তাঁর শ্বাশুড়ি বিমলাকে এক লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয় আদালত।

আদালত স্পষ্ট জানায়, “নিয়মের তোয়াক্কা না করে মিডিয়ায় প্রচার চালাতেই ওই বাড়ি ভাঙা হয়েছিল প্রশাসনের তরফে। যেহেতু ওই পরিবারের একজনের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে তাই সম্পূর্ণ বেআইনিভাবে একদিনের নোটিশে এই অনৈতিক পদক্ষেপ। এই ঘটনা কোনওভাবে বরদাস্ত করা যায় না বলে জানায় আদালত।” পাশাপাশি এই ঘটনা সম্পর্কে অভিযুক্তের স্ত্রী জানায়, আমার স্বামী সম্পূর্ণরূপে নির্দোষ। তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। এবং প্রভাবশালীদের বিরাগভাজন হওয়ার জন্যই আমাদের বড়ি ভাঙা পড়েছে।

Related articles

জাত-পাতের ভাগ করে রাজনীতিকরা! জাতিভেদ তুলে দিতে সরব মোহন ভাগবত

ভারতে রাজনৈতিক কারণে জাত-পাত নিয়ম বর্তমান। এবার সরব আরএসএস প্রধান মোহন ভাগবত। আদতে দেশের রাজনীতিতে মানুষের সমান অধিকার...

বালিচকের প্লাটফর্মে ধাক্কা মালগাড়ির, অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা

রবিবার সকালে খড়্গপুর ডিভিশনে রেল দুর্ঘটনা। নটা নাগাদ বালিচক স্টেশনে বিকট আওয়াজে একটি মালগাড়ির ইঞ্জিন ধাক্কা মারে প্ল্যাটফর্মে।...

তারকেশ্বরে শিশুকন্যাকে অপহরণ করে যৌন নির্যাতন, গ্রেফতার দাদু!

চার বছরের ঘুমন্ত শিশুকন্যাকে মশারি কেটে বের করে নিয়ে গিয়ে যৌন নির্যাতন। তারকেশ্বর স্টেশন (Tarkeswar Station) সংলগ্ন ড্রেন...

রবিবাসরীয় সকালে চাঁদনী চকের CESC অফিসের ট্রান্সফর্মারে বিস্ফোরণ!

সাতসকালে মহানগরীতে ফের অগ্নিকাণ্ড (Fire incident in Kolkata)। সকাল ৭টা ১০ মিনিট নাগাদ চাঁদনী চকের CESC অফিসের একটি...
Exit mobile version