Wednesday, August 20, 2025

ইংল্যান্ডের বিরুদ্ধে নজিরের সামনে দাঁড়িয়ে জাড্ডু, কোন কোন রেকর্ডের সুযোগ রয়েছে জাদেজার সামনে?

Date:

চোট সারিয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে বাকি তিন টেস্টে দলে ফিরেছেন রবিন্দ্র জাদেজা। তবে জাদেজার খেলা নির্ভর করছে ভারতীয় ক্রিকেট বোর্ডের চিকিৎসকদের মেডিক্যাল রিপোর্টের ওপর। আর সূত্রের খবর, তৃতীয় টেস্টে খেলবেন জাড্ডু। আর এই টেস্টে নজিরের সামনে দাঁড়িয়ে তিনি। যেখানে জাদেজার স্পর্শ করার সুযোগ রয়েছে প্রাক্তন ক্রিকেটার কপিল দেব এবং সতীর্থ রবিচন্দ্রন অশ্বিনকে।

ইংল্যান্ডের বিরুদ্ধে তৃতীয় টেস্টে কপিল দেব এবং রবিচন্দ্রন অশ্বিনের কৃতিত্ব একসঙ্গে স্পর্শ করতে পারেন জাদেজা। তৃতীয় ভারতীয় ক্রিকেটার হিসাবে টেস্টে ৩০০ উইকেট নেওয়ার পাশাপাশি ৩০০০ রানের মালিক হতে পারেন তিনি। এখনও পর্যন্ত ৬৯টি টেস্ট খেলে বাঁহাতি অলরাউন্ডার নিয়েছেন ২৮০টি উইকেট। ব্যাট হাতে করেছেন ২৮৯৩ রান। কপিল দেব এবং অশ্বিনের কৃতিত্ব স্পর্শ করতে রাজকোটের ব্যাট হাতে সফল হতে হবে জাড্ডুকে। টেস্ট ক্রিকেটে ৩০০০ রান পূর্ণ করতে তাঁর দরকার ১০৭ রান। এদিকে বল হাতে নিতে হবে ২০টি উইকেট। তাহলে টেস্ট ক্রিকেটে ৩০০০ রান এবং ৩০০ উইকেটের মাইলফলক স্পর্শ করতে পারবেন জাদেজা। এই নজির গড়তে জাদেজার হাতে রয়েছে তিনটি টেস্ট। ইংল্যান্ডের বিরুদ্ধে বাকি তিনটি টেস্টে বল হাতে দুরন্ত পারফরম্যান্স করলে এই মাইলফলক স্পর্শ করে ফেলতে পারেন তিনি।আর সেক্ষেত্রে সপ্তম ভারতীয় ক্রিকেটার এবং তৃতীয় ভারতীয় স্পিনার হিসাবে টেস্টে ৩০০ উইকেটের মালিক হবেন জাদেজা।

আরও পড়ুন- তৃতীয় টেস্টে কি খেলতে পারবেন রাহুল? এলো বড় আপডেট




Related articles

ডুরান্ড অভিষেকেই ইতিহাস তৈরি ডায়মন্ড হারবারের, সেমিফাইনালেই বিদায় লাল-হলুদ ব্রিগেড

বড় ম্যাচ জিতে পরের ম্যাচে মুখ থুবড়ে পড়ার ইতিহাসের পুনরাবৃত্তি ঘটালো ইমামি ইস্টবেঙ্গল এফসি (EEBFC)। আর অন্যদিকে ডুরান্ড...

বাঁকুড়ার ডেকরেটার্স মালিক খুন মামলায় দোষী সাব্যস্ত! কর্মী-সহ ৩ জনের যাবজ্জীবন

ডেকরেটার্স মালিক খুনের চার বছর পর রায় দিল বাঁকুড়া জেলা আদালত। যাবজ্জীবন কারাদণ্ড হল এক কর্মী-সহ তিন অভিযুক্তের।...

অভিষেকের উদ্যোগ! এসপ্ল্যানেড রো ওয়েস্টের নতুন নাম হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’ 

মধ্য কলকাতার এসপ্ল্যানেড রো ওয়েস্টের নামকরণ করা হল ‘জাস্টিস রাধাবিনোদ পাল সরণি’। উদ্যোগী ছিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...

বারবার ৩ বার, ফের প্রধানমন্ত্রীর সভায় ব্রাত্য দিলীপ!

ফের একবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির (Narendra Modi) সভায় আমন্ত্রণ জানানো হল না বিজেপির প্রাক্তন রাজ্য় সভাপতি দিলীপ ঘোষকে...
Exit mobile version