Sunday, November 16, 2025

আধার জটে অসমে বঞ্চিত ২৭ লক্ষ নাগরিক, মিলছে না সরকারি সুবিধা

Date:

আধার জটে অসমে নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত ২৭ লক্ষ মানুষ। বিধানসভায় গুরুতর এই সমস্যার কথা মেনে নিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। বিরোধীদের প্রশ্নের জবাবে তিনি জানান, এনআর সির কারণে বায়োমেট্রিক লক রয়েছে বহু মানুষের। যার জেরেই ২৭ লক্ষ মানুষ আধার পরিষেবা থেকে বঞ্চিত। শুধু তাই নয় তিনি স্বীকার করে নেন, এই সমস্যার সমাধান এখনই সম্ভব নয়।

সোমবার অসম বিধানসভায় এই ইস্যু নিয়ে সরব হন কংগ্রেস বিধায়ক কমলাক্ষ দে পুরকায়স্থ। তিনি জানান এই বঞ্চিতদের মধ্যে অনেক ‘রামভক্ত’। পাল্টা হিমন্ত বলেন, “রামভক্তদের জন্য আমরা ব্যবস্থা ভেবে রেখেছি। তবে দেখবেন আপনার ও আপনার পাশে যাঁরা রয়েছেন তাঁরা যেন আপত্তি না করেন।” এপ্রসঙ্গে হিমন্ত বলেন, এনআরসি নিয়ে সুপ্রিম কোর্টের নির্দেশে সরকারের হাত-পা বাঁধা। আদালত বলেছিল, চূড়ান্ত এনআরসিতে নাম ওঠা সকলে আধার পাবেন ও নাম না থাকা ব্যক্তিরা ফরেনার্স ট্রাইব্যুনালের বিচার সাপেক্ষে তা পাবেন। কিন্তু যেহেতু কেন্দ্র এখনও এনআরসির চূড়ান্ত তালিকাকে রাষ্ট্রপতির অনুমোদন সাপেক্ষে ও আরজিআই বিজ্ঞপ্তির ভিত্তিতে আনুষ্ঠানিক রূপ দেয়নি, তাই বায়োমেট্রিকও লক রয়েছে।

উল্লেখ্য, ২০১৮ সালে প্রকাশিত হয় অসমের এনআরসি খসড়া। বাদ পড়ে প্রায় ৪০ লক্ষ মানুষের নাম। পরের বছর চূড়ান্ত খসড়া প্রকাশিত হলে দেখা যায় বাদ পড়েছেন অন্তত ২০ লক্ষ মানুষ। এনআরসির প্রথম খসড়ায় নাম না থাকার ভিত্তিতে বায়োমেট্রিক লক থাকায় রাজ্যের ২৬ লক্ষ ৫২ হাজার ৭৮৪ জন মানুষ কেন্দ্রীয় সুবিধা, বিভিন্ন প্রকল্প, চাকরি, শিক্ষা, এমনকি বিনামূল্যের চালের সুবিধা থেকেও বঞ্চিত হচ্ছেন, যা দুর্ভাগ্যজনক। এ কথা মেনে নিয়েছেন হিমন্ত। তিনি জানান, রাজ্যের প্রকল্পগুলোর জন্য আধার বাধ্যতামূলক নয়। কিন্তু কেন্দ্রীয় প্রকল্পের জন্য তা প্রয়োজন। অনেককেই বিনামূল্যে চাল দেওয়া যাচ্ছে না।

Related articles

কাপড়ের ব্যবসা করে জীবন কাটাচ্ছেন ধর্ষণের দায়ে জেল খাটা বলিউড নায়ক!

বলিউডের (Bollywood) একসময়ের নামকরা হিরো এখন রিয়েল লাইফে জিরো। 'গ্যাংস্টার'-এর মতো সুপারহিট সিনেমায় অভিনয়ের পর ধর্ষণের দায়ে সাত...

ডিসেম্বরেই সম্পন্ন হবে নিয়োগ প্রক্রিয়া! এসএসসির তালিকা প্রকাশ হতেই জানালেন শিক্ষামন্ত্রী

কারা ডাক পেলেন একাদশ-দ্বাদশ শ্রেণির ইন্টারভিউ তালিকায়, এবার সেই নাম প্রকাশ করল এসএসসি। শনিবার ২০ হাজার নামের এক...

চলতি মাসেই কাজ শেষের লক্ষ্য! এসআইআর ফর্ম সংগ্রহে কড়া নির্দেশ মুখ্য নির্বাচনী আধিকারিকের

রাজ্যের সমস্ত ভোটদাতার কাছ থেকে এসআইআর ফর্ম সংগ্রহের কাজে আরও গতি আনতে নির্দেশ দিলেন মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ...

পাঁচ দফা দাবিতে শিলিগুড়িতে বাংলা পক্ষের মহামিছিলে জনজোয়ার

পাঁচ দফা দাবিকে সামনে রেখে শনিবার শিলিগুড়িতে অনুষ্ঠিত হল বাংলা পক্ষের মহামিছিল। বাঙালি জাতীয়তাবাদী এই সংগঠনের ডাকে হাজার...
Exit mobile version