Wednesday, November 5, 2025

কৃষক আন্দোলন আটকাতে কেন্দ্রের ‘নির্মম’ আচরণের তীব্র নিন্দা বাংলার মুখ্যমন্ত্রীর

Date:

কৃষক আন্দোলনে নজিরবিহীন পাশবিকতার সাক্ষী থাকল গোটা দেশ মঙ্গলবার। প্রায় ২৫ মিনিট ধরে হরিয়ানা-দিল্লি শম্ভু সীমান্তে কৃষকদের ওপর টিয়ার গ্যাসের সেল বর্ষণ করার ঘটনায় তীব্র নিন্দা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কৃষকদের দাবিকে কেন্দ্র সরকারের সমর্থন না করতে পারাকে তাঁদের চরম ব্যর্থতা বলে দাবি করে নৃশংসতার বিরুদ্ধে কৃষকদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় লেখেন, ‘নিজেদের ন্যূনতম দাবির জন্য আন্দোলনে নামা কৃষকদের ওপর আক্রমণ করে কীভাবে একটি দেশ এগিয়ে যেতে পারে? আমাদের কৃষকদের ওপর বিজেপির নির্মম আক্রমণকে আমি কঠোর নিন্দা করছি।’

তবে শুধুমাত্র নিন্দার পথেই এই নৃশংসতাকে তিনি বর্ণনা করেননি। পাশাপাশি তিনি লেখেন, ‘কেন্দ্র সরকারের কৃষকদের পাশে না থাকতে পারার ব্যর্থতা, যার সঙ্গে মিশেছে তাদের ব্যর্থ পিআর (PR) প্রদর্শন (stunt), তা শুধুই তাদের ‘বিকশিত ভারত’-এর ভাবনা যে একটা কল্পনামাত্র, তা প্রকাশ করে। তাঁদের আন্দোলনকে চাপা দেওয়ার চেষ্টা না করে বিজেপির উচিত নিজেদের ফুলেফেঁপে ওঠা আহমিকা (inflated egos), ক্ষমতা-লোভী উচ্চাকাঙ্ক্ষা এবং অপ্রতুল প্রশাসনিক ক্ষমতার দিকে নজর দেওয়া, যা আমাদের দেশের ক্ষতি করে দিচ্ছে।’

কেন্দ্রের বিজেপি সরকারের ক্ষমতা ও ব্যর্থতা নিয়ে তীব্র আক্রমণের পাশাপাশি কৃষকদের পাশে দাঁড়ানোর বার্তা দেন মুখ্যমন্ত্রী। তিনি লেখেন, ‘মনে রাখবেন ক্ষুদ্র থেকে বৃহৎ (high and mighty) – এরাই সেই কৃষক যাঁরা আমাদের বাঁচিয়ে রেখেছেন। আসুন সরকারের পাশবিকতার প্রতিবাদে আমাদের কৃষকদের পাশে দাঁড়াই।’

Related articles

বিলাসপুরের ট্রেন দুর্ঘটনায় মৃত বেড়ে ৮: মৃত চালকের উপরই দায় চাপানোর চেষ্টা!

বরাবর যেভাবে ট্রেন দুর্ঘটনায় মৃত ট্রেনের চালকের উপর দায় চাপিয়ে অব্যবস্থা ও পরিকাঠামোর অভাবকে ঢাকা দেওয়ার চেষ্টা করে...

ঠাকুরবাড়িতে প্রকাশ্যে ঘরোয়া কোন্দল! শান্তনুর সঙ্গ ছাড়লেন দাদা সুব্রত 

মতুয়া সংগঠন ঘিরে দীর্ঘদিনের অন্দরের টানাপোড়েন এবার প্রকাশ্যে। পারিবারিক অশান্তি এবং সংগঠনের ক্ষমতা ভাগাভাগি নিয়ে ঠাকুরবাড়িতে দেখা দিল...

বিরোধীদের কুৎসায় কালি: রাজ্যে SIR প্রক্রিয়ার প্রথমদিন শান্তিপূর্ণ, তথ্য পেশ কমিশনের

নির্বাচন কমিশনের তরফে বিএলও। রাজনৈতিক দলের তরফে বিএলএ। রাজ্যের নাগরিক ভোটার। এই তিনের সমন্বয়ে মঙ্গলবার থেকে গোটা রাজ্যে...

খুব তাড়াতাড়ি আসবেন কলকাতায়, মুখ্যমন্ত্রীর শুভেচ্ছাবার্তার উত্তরে জানান শাহরুখ

রবিবার শাহরুখ খানের ৬০তম জন্মদিন ছিল। এদিন শাহরুখকে শুভেচ্ছা জানিয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই শুভেচ্ছার এবার উত্তর...
Exit mobile version