বিজেপিতে যোগ দিলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী অশোক চৌহান

কংগ্রেস ত্যাগের পরই জল্পনা ছড়িয়েছিল এবার বিজেপিতে যোগ দেবেন অশোক চৌহান। সেই জল্পনা সত্যি করেই মঙ্গলবার গেরুয়া শিবিরে যোগ দিলেন মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী। মহারাষ্ট্রে বিজেপির দলীয় অফিসে বিজেপি নেতা তথা উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীসের উপস্থিতিতে চলে এই যোগদান পর্ব। অনুমান করা হচ্ছে বিজেপির টিকিটে রাজ্যসভায় প্রার্থী হতে চলেছেন অশোক।

সোমবার প্রদেশ কংগ্রেস সভাপতি নানা পাটোলেকে চিঠি দিয়ে দল ছাড়ার ঘোষণা করেছিলেন অশোক। একইসঙ্গে বিধানসভার স্পিকার রাহুল নরওয়েকারের কাছে ইস্তফা দেন বিধায়ক পদ থেকে। এরপর মঙ্গলবার দেবেন্দ্র ফড়ণবীসের হাত ধরে বিজেপিতে যোগ দিলেন তিনি। অশোকের যোগদান প্রসঙ্গে দেবেন্দ্র ফড়ণবীশ বলেন, অশোক নরেন্দ্র মোদির আদর্শে অনুপ্রাণিত হয় বিজেপিতে যোগ দিয়েছেন। তার সঙ্গে এই বিষয়ে যখন কথা হয় তিনি স্পষ্ট জানিয়েছিলেন, তিনি জীবনে বহু বড় পদে থেকে এসেছেন। বিজেপিতে কোনও বড় পদ তিনি চান না। শুধুমাত্র নরেন্দ্র মোদির পথে হেঁটে মানুষের জন্য কাজ করতে চান।

উল্লেখ্য, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এসবি চৌহানের ছেলে অশোক চৌহান ২০০৮ সাল থেকে ২০১০ সাল পর্যন্ত মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী পদে ছিলেন। কিন্তু আদর্শ কো-অপারেটিভ সোসাইটি দুর্নীতিকাণ্ডের জেরে ইস্তফা দিয়েছিলেন। ওই আবাসনের জমির মালিকানা ছিল প্রতিরক্ষা মন্ত্রকের। কিন্তু একশ্রেণির রাজনীতিবিদ সেখানে কারচুপি করেছিলেন বলে অভিযোগ উঠেছিল। তাৎপর্যপূর্ণভাবে এই দূর্নীতির কথা তুলে ধরা হয়েছে অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের স্বেতপত্রে। সেই দুর্নীতিকাণ্ডের জেরে মুখ্যমন্ত্রিত্ব ছাড়লেও এবার তাঁকেই দলে নিল বিজেপি।