সন্দেশখালিতে ১৪৪ ধারা বাতিল করল হাই কোর্টে, আরও সশস্ত্র পুলিশ মোতায়েনের নির্দেশ

১৪৪ ধারা নয়, সন্দেশখালিতে আরও সশস্ত্র পুলিশ মোতায়েন করতে হবে। ১৪৪ ধারা খারিজ করে খারিজ করে জানাল কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) বিচারপতি জয় সেনগুপ্ত (Jay Sengupta) বেঞ্চ। বিচারপতির পর্যবেক্ষণ, “১৪৪ ধারা জারি করতে হলে এলাকা নির্দিষ্ট করে চিহ্নিত করতে হবে। কোন কোন এলাকা উত্তেজনা প্রবণ, সেটা নির্দিষ্ট করতে হবে”। আদালতের নির্দেশ, আরও সশস্ত্র পুলিশ (Police) মোতায়েন করতে হবে।

সন্দেশখালি নিয়ে এই নির্দেশের সঙ্গেই খারিজ হয়ে গেল বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মামলাও। বিচারপতি সেনগুপ্তর পর্যবেক্ষণ, যেহেতু ১৪৪ ধারা খারিজ, সেই কারণে ওই মামলার আর গ্রহণযোগ্যতা নেই।

তৃণমূল নেতা শাহজাহান শেখ, শিবু হাজরা এবং উত্তম সর্দারের গ্রেফতারের দাবিতে বুধবার থেকে উত্তপ্ত হয়ে ওঠে বসিরহাট পুলিশ জেলার সন্দেশখালি। পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৪৪ ধারা জারি করে পুলিশ (Police)। বন্ধ হয় ইন্টারনেট পরিষেবা। মঙ্গলবার, ১৪৪ ধারা জারির নির্দেশ খারিজ করে দিলেন বিচারপতি।