Thursday, August 28, 2025

ধান জমিতে বায়ুসেনার বোমা! ক্ষতিগ্রস্ত ট্রান্সফর্মার, চাঞ্চল্য সাঁকরাইলে

Date:

এক চুল এদিক থেকে ওদিক হলে প্রাণ যেতে পারত নিরীহ গ্রামবাসীদের। তবে মানুষের মৃত্যু না হলেও ধান জমির (Paddy field) যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। আর সবকিছুর জন্য দায়ী ভারতীয় বায়ুসেনার (Indian Air Force) ছোড়া একটি বোমা। শুনতে একটু অবাক লাগলেও ঝাড়গ্রাম (Jhargram) জেলার সাঁকরাইলে তীব্র চাঞ্চল্য তৈরি হয় এই ঘটনায়। স্থানীয় সূত্রে জানা যায় এয়ারফোর্সের কলাইকুন্ডা ঘাঁটিতে (Kalailunda Air base) পরীক্ষামূলকভাবে বোমা ছোড়ার প্রশিক্ষণ চলছিল। আচমকাই লক্ষ্যভ্রষ্ট হয়ে একটি বোমা বিদ্যুতের হাইটেনশন তারে ধাক্কা খেয়ে পড়ে পাশের ধানের জমির উপর। তারপর বিকট শব্দে ফেটে যায়। আতঙ্কের ঘোর কাটছে না এলাকাবাসীর।

কখনও বিএসএফের অন্যায় আর অপদার্থতার জন্য ছোট শিশুরা মারা যাচ্ছে, কখনও আবার ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রকের অধীনস্থ বায়ুসেনার (Indian Air Force) ছোড়া বোমা লক্ষ্যভ্রষ্ট হয়ে সাধারণ মানুষকে বিপদে ফেলছে। সোমবার সাঁকরাইল ব্লকের কেশিয়াপাতা এলাকার পেঁচাবিদা ও চেমটিডাঙা গ্রামের রাস্তার পাশে দুপুর সাড়ে ৩টে নাগাদ ধান জমিতে একটি বোমা পড়ে। তার জেরেই কেঁপে ওঠে গোটা গ্রাম। ফাটল ধরে গ্রামের একাধিক মাটির বাড়িতে, ধান জমির পাশে থাকা বিদ্যুতের ট্রান্সফর্মার ও জমিতে জল দেওয়ার পাম্প পুড়ে যায়। বোমার তীব্রতায় গ্রামের একাধিক বাড়ির চালা উড়ে যায় বলে খবর।কেঁপে ওঠে চামটিডাঙ্গা, পেঁচাবিন্ধা, জোড়াশাল, হাঁড়িভাঙ্গা গ্রাম। চাষের জমিতে ব্যাপক ক্ষতি হওয়ায় ক্ষতিপূরণের দাবি তুলেছেন স্থানীয় গ্রামবাসীরা। কলাইকুন্ডা বায়ুসেনার প্রশিক্ষণ চলাকালীন বোমা নিক্ষেপের জায়গা থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে বোমা নিক্ষেপ করে প্রশিক্ষণরত ফাইটার বিমান। বায়ুসেনার তরফে দাবি করা হয়েছে যে বোমাটি সেটি ফায়ারিং রেঞ্জের মধ্যেই পড়েছে। সেটি ৪ লাখ ভোল্টের একটি তারে হিট করে ও তার ছিঁড়ে দেয়। এই বিদ্যুৎ পরিষেবার একটি সাইট বন্ধ রাখা হয়েছে এবং অন্য একটি সাইট চালু রয়েছে। গ্রামবাসীরা বলছেন, তাদের ফলনশীল জমির এমন অবস্থা যে আগামী চার-পাঁচ বছরেও সেখানে কোনও চাষের কাজ করা যাবে না। মাথায় হাত কৃষকদের।ভাগ্যক্রমে সেই সময় মাঠে কোনও চাষী কাজ করছিলেন না।তা না হলে বিপদ যে কতটা মারাত্মক হতে পারতো তা ভেবে শিউরে উঠছেন স্থানীয়রা। ভারতীয় বায়ুসেনা কী ভাবে এত দায়িত্বজ্ঞানহীন কাজ করতে পারে তা নিয়েও উঠছে প্রশ্ন।



Related articles

যাত্রীদের জন্য দুঃসংবাদ! রবিবার টালিগঞ্জ থেকে ক্ষুদিরাম পর্যন্ত বন্ধ মেট্রো 

কলকাতার ব্লু লাইনের যাত্রীদের জন্য দুঃসংবাদ। আগামী রবিবার মহানায়ক উত্তম কুমার (টালিগঞ্জ) থেকে শহিদ ক্ষুদিরাম স্টেশন পর্যন্ত বন্ধ...

এনএইচএম কর্মীদের বড় উপহার, উৎসবের মুখে বোনাস ঘোষণা রাজ্যের 

উৎসবের দোরগোড়ায় জাতীয় স্বাস্থ্য মিশনের কাজে নিযুক্ত রাজ্যের স্বেচ্ছাসেবক ও চুক্তিভিত্তিক কর্মীদের জন্য বড় ঘোষণা করল রাজ্য সরকার।...

হাসিনার প্রত্যাবর্তনে ভয় পাচ্ছে বিএনপি! নির্বাচন ভণ্ডুলের আশঙ্কা খালেদা জিয়ার দলের

বাংলাদেশ(Bangladesh) জুড়ে রাজনৈতিক অস্থিরতা অব্যাহত। বর্তমানে অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করছে। চাপের মুখে পড়ে আগামী বছর ফেব্রুয়ারি মাসে...

রেস্তোরাঁয় বিল মেটাতে না পেরে বাসন ধুয়েছিলেন! ঘরভাড়া মেটাতে হিমশিম খেতেন আশিস

বলিউড (Bollywood) অভিনেতা আশিস বিদ্যার্থী (Ashish Vidyarthi)। নিজের ক্যারিয়ারের শুরুতে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন। কিন্তু তারপরেও আর্থিক সমস্যার...
Exit mobile version