Thursday, August 21, 2025

রেশনের দোকানে মোদির ছবি ছাপানোর কেন্দ্রীয় দাবি নাকচ কেরলের মুখ্যমন্ত্রীর

Date:

প্রচার তো প্রচারই। সেটা চটের ব্যাগে হক বা টেলিভিশনে। লোকসভার আগে গলি থেকে সড়ক, রেলস্টেশন থেকে রেশন দোকান সব জায়গাতেই মোদির ছবি ছাপতে চাইছে কেন্দ্র। কেরল সরকারকে কেন্দ্র প্রস্তাব দিয়েছিল, রেশন দোকানের সামনে মোদির ছবি টাঙাতে হবে। এই দাবি নাকচ করে দিলেন কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন। তিনি বলেন, এই ধরণের নির্দেশ সঠিক নয় এবং এটা বাস্তবায়ন করাও কঠিন।

কী বলেছেন বিজয়ন? বিধানসভায় বিজয়ন বলেছেন, কেন্দ্রের কথা মতো রেশন দোকানে মোদির ছবি লাগানো যাবে না। বিজয়ন বলেন, রেশন দোকান বহু আগে থেকেই রয়েছে। ছবি টাঙানো আসলে বিজেপির প্রচার কর্মসূচির অংশ। আসন্ন লোকসভার প্রচারের অংশ এটা। বিজয়ন বলেন, আমরা কেন্দ্রকে জানাবো, এটা বাস্তবায়িত করা সম্ভব নয়। প্রয়োজনে নির্বাচন কমিশনেরও দ্বারস্থ হব।

এর আগে কেন্দ্র সরকারের অনুদানে নির্মিত কেরলের বাড়িগুলিতেও প্রধানমন্ত্রীর এধরণের ছবি ছাপতে চেয়েছিল মোদি সরকার। কিন্তু সেবারেও কেন্দ্রের দাবি নাকচ করে দেয় কেরল সরকার। এখন দেখার এই চাপানউতোর কোথায় পৌঁছায়।

Related articles

যোগীরাজ্যের পাঠ্যপুস্তকে বাদ কেন রবীন্দ্রনাথকে? সাংসদ ঋতব্রতর প্রশ্নে অস্বস্তিতে কেন্দ্র

উত্তরপ্রদেশের দ্বাদশ শ্রেণির পাঠ্যপুস্তক থেকে রবীন্দ্রনাথ ঠাকুরকে কি বাদ দেওয়া হয়েছে? তৃণমূলের রাজ্যসভার সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের প্রশ্নে স্পষ্টতই...

প্রয়াত সিপিএম নেতা-প্রাক্তন মন্ত্রী দীনেশচন্দ্র ডাকুয়া

প্রয়াত সিপিএমের বর্ষীয়ান নেতা দীনেশচন্দ্র ডাকুয়া। বুধবার এনআরএস হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯৫ বছর।...

উপাচার্য নিয়োগের ইন্টারভিউয়ে ডাক মেলেনি! শীর্ষ আদালতে শান্তা দত্ত 

স্থায়ী উপাচার্য নিয়োগের ইন্টারভিউ পর্বে ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তী উপাচার্য শান্তা দত্ত। যোগ্য হয়েও তাঁকে সুযোগ দেওয়া...

১৫ দিনেই রেকর্ড সাফল্য! রাজ্যে সাড়া ফেলল ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচি

মাত্র পনেরো দিনেই নজির গড়ল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন কর্মসূচি, ‘আমাদের পাড়া আমাদের সমাধান’। রাজ্যের মানুষের হাতে উন্নয়নের...
Exit mobile version