আগামিকাল গোয়ার বিরুদ্ধে নামছে মোহনবাগান, অ্যাওয়ে ম্যাচে তিন পয়েন্ট লক্ষ্য হাবাসের

গোয়াকে হারালে লিগ টেবিলের তিন নম্বরে উঠে আসবে দল। মোহনবাগান কোচের বক্তব্য, ‘‘আমার লক্ষ্য প্রতিটি ম্যাচ জেতা।

আগামিকাল আইএসএল-এর পরবর্তী ম্যাচে খেলতে নামছে মোহনবাগান সুপার জায়েন্ট। প্রতিপক্ষ এফসি গোয়া। শেষ ম্যাচে হায়দরাবাদ এফসিকে হারিয়ে আইএসএলে জয়ে ফিরেছে মোহনবাগান। বুধবার এফসি গোয়ার বিরুদ্ধে অ্যাওয়ে ম্যাচ। গোয়ার বিরুদ্ধে যুবভারতীতে ১-৪ গোলে হারতে হয়েছিল। যদিও সাংবাদিক সম্মেলনে মুখোমুখি হয়ে আন্তোনিও হাবাস সাফ জানালেন, তাঁর লক্ষ্য তিন পয়েন্ট।

গোয়াকে হারালে লিগ টেবিলের তিন নম্বরে উঠে আসবে দল। মোহনবাগান কোচের বক্তব্য, ‘‘আমার লক্ষ্য প্রতিটি ম্যাচ জেতা। তাহলেই শীর্ষে থেকে লিগ শেষ করতে পারব। দ্বিতীয় বা তৃতীয় স্থান নিয়ে আমার কোনও ভাবনা নেই। আমি ফুটবলারদের বলেছি, এক নম্বরে থাকাই আমার লক্ষ্য।’’ হাবাস আরও বলেন, ‘‘ফুটবলে সব দিন সমান যায় না। কখনও ড্র করব, আবার কখনও হয়তো হারব। কিন্তু লক্ষ্য থাকবে প্রতিটি ম্যাচ থেকে তিন পয়েন্ট ঘরে তোলা। আর এই লক্ষ্যপূরণের জন্য গোটা দলকেই ভাল খেলতে হবে।’’

সবুজ-মেরুন শিবিরের জন্য সুখবর, গোয়ার বিরুদ্ধে আর্মান্দো সাদিকু, লিস্টন কোলাসো ও দীপক টাংরিকে পাচ্ছেন। আনোয়ার আলিও প্রায় ফিট। হাবাস বলছেন, ‘‘আনোয়ার বল নিয়ে অনুশীলন শুরু করেছে। ও প্রায় ৮০-৮৫ শতাংশ ফিট। গোয়া ম্যাচে ওকে মাঠে নামিয়েও দিতে পারি। দেখা যাক কী হয়।’’

বিপক্ষ দলে নোয়া সাদাউ, কার্ল ম্যাকহিউদের ফর্মে থাকা বিদেশি। ম্যাকহিউ আবার গত কয়েকটি মরশুমে সবুজ-মেরুনের নিয়মিত সদস্য ছিলেন। হাবাস অবশ্য বলছেন, ‘‘নোয়া খুব ভাল ফুটবলার। ম্যাকহিউকেও ভাল করেই চিনি। তবে কোনও একজন বা দু’জনকে নিয়ে নয়, আমি গোটা গোয়া দলকে নিয়ে ভাবছি। ফুটবল দলগত খেলা।’’

আরও পড়ুন- ফুটবল মাঠে ম.র্মান্তিক ঘটনা, বজ্রাঘাতে মৃ.ত্যু এক ফুটবলারের