আরব আমিরশাহিতে নরেন্দ্র মোদি, বসন্ত পঞ্চমীতেই আবু ধাবির হিন্দু মন্দির উদ্বোধন!

আবু ধাবিতে (Abu Dhabi) ‘এহলান মোদি’ অনুষ্ঠানে অংশ নিতে আজি আরব আমিরশাহিতে নরেন্দ্র মোদি (Narendra Modi is in United Arab Emirates)। প্রায় ৬৫ হাজার প্রবাসী ভারতীয় অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বলে জানা যাচ্ছে। দুদিনের আরব সফরের প্রথম দিনেই আজ ভারতীয় বংশোদ্ভূতদের আয়োজিত এই অনুষ্ঠানে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী (India PM)। আগামিকাল ১৪ ফেব্রুয়ারি আবু ধাবিতে স্বামীনারায়ণ মন্দিরের (Swami Narayan Temple) উদ্বোধন করবেন মোদি (Narendra Modi) বলে জানা যাচ্ছে।

পশ্চিম এশিয়ার চলতি রাজনৈতিক সংঘাত এবং সঙ্কটের মধ্যে আজ ও কাল ভারতের প্রধানমন্ত্রীর এই সফর অত্যন্ত গুরুত্বপূর্ণ। সফরসূচি অনুসারে আবু ধাবিতে ‘বিকশিত ভারত’ নিয়ে বার্তা দেবেন প্রধানমন্ত্রী। আমিরশাহির প্রেসিডেন্ট শেখ মহম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠকেও বসবেন। আজ এহলান মোদি অনুষ্ঠানে ৭০০ জন শিল্পীর প্রদর্শনী হবে। বুধবার উদ্বোধন করবেন আবু ধাবির প্রথম হিন্দু মন্দির।


Previous articleহাতে মাত্র একদিন, সরস্বতী পুজোর প্রাক্কালে জোর কদমে প্রস্তুতি স্কুলগুলিতে
Next articleরেশন বন্টন মামলায় শহর জুড়ে ফের তল্লাশিতে ইডি