Saturday, August 23, 2025

রেশন দুর্নীতি মামলার শিকতে পৌঁছতে ফের শহরজুড়ে তল্লাশি অভিযানে ইডি। বুধবার সল্টলেক, পার্ক স্ট্রিট, নিউ-আলিপুর-সহ কলকাতার একাধিক জায়গায় হানা। সকাল থেকে বিভিন্ন টিমে ভাগ হয়ে মোট ৬টি জায়গায় কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে তল্লাশি চালাচ্ছেন ইডি আধিকারিকরা। কৈখালিতে অভিযানে জীবনকৃষ্ণর ছায়া। ইডি হানা দিতেই মোবাইল ছুড়ে ফেললেন ব্যবসায়ী। পরে খুঁজে আনলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। বাকিবুর রহমানের ঘনিষ্ঠ ব্যবসায়ীর ফ্ল্যাটেও চলছে তল্লাশি।

সল্টলেকের আইবি ব্লকে একটি বাড়িতে তদন্তকারীরা। বিলাসবহুল গাড়িতেও তল্লাশি। শঙ্কর আঢ্যকে জেরায় নাম।রেশন দুর্নীতি তদন্তে ফের একবার কৈখালিতে বাকিবুর রহমানের অভিজাত আবাসনে তল্লাশিতে ইডি আধিকারিকেরা। তবে এবার বাকিবুরের ফ্ল্যাটে নয়, বাকিবুর ঘনিষ্ঠ ব্যবসায়ী ওই আবাসনের বাসিন্দা হানিস তোসিবালের ফ্লাটে অভিযান চালাচ্ছে ইডি আধিকারিকেরা।

এখানেই ইডি আধিকারিকরা আসার পরেই ব্যবসায়ী মোবাইল ফোন ছুড়ে অন্যত্র ফেলে দেয়। পরবর্তী সময় কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনীর জওয়ানরা তা উদ্ধার করে। অন্যদিকে, কলকাতা মেট্রোপলিটন বি ব্লকের ১৩১ নম্বর বহুতল। থার্ড ফ্লোরের একটি ফ্ল্যাটেও রেশন বন্টন দুর্নীতি মামলায় তথ্য তালাসে সেখানেই ইডির হানা। মেট্রোপলিটনের বি-ব্লক ও পি ব্লক এ দুটি ফ্ল্যাট রয়েছে বিশ্বজিৎ দাসের। রেশন দুর্নীতি মামলায় অভিযুক্ত শংকর আঢ্য ঘনিষ্ঠ ব্যবসায়ী বিশ্বজিৎ দাস। এক্সপোর্ট ইমপোর্ট এবং ফরেক্স-এর ব্যবসা রয়েছে বিশ্বজিতের।

এছাড়াও ৩৯৭ নিউ আলিপুর জি ব্লক সুনিল রায়ান এর বাড়িতে ইডির রেট চলছে বাড়ির বাইরে কেন্দ্রীয় বাহিনী জোয়ান এই ৩৯৭ জিপ ব্লকের দোতালায় সুনীল রানের বাড়ি সকাল ৭ টা থেকে ইডির আধিকারীরা এই ফ্যাটের দোতালায় সার্চ ওয়ারেন্ট দেখিয়ে তল্লাশি চালাচ্ছে। বাইরে নিউ আলিপুর থানার পুলিস।

আরও পড়ুন – আরব আমিরশাহিতে নরেন্দ্র মোদি, বসন্ত পঞ্চমীতেই আবু ধাবির হিন্দু মন্দির উদ্বোধন!


Related articles

কালা আইনের জন্য JPC একটা নাটক: তৃণমূলের কেউ থাকবে না কমিটিতে

তৃতীয় মোদি সরকারের জমানায় যতগুলি আইন পাশের জন্য বিল এসেছে, বিরোধীদের চাপে পড়ে সেগুলি সংসদের যৌথ সংসদীয় কমিটিতে...

অসুস্থ রুক্মিণী, পাশে নেই দেব !

ভালো নেই টলিউডের 'বিনোদিনী'(Binodini)। গ্ল্যামার হারিয়ে চোখে মুখে শুধুই অসুস্থতার ছাপ। দশ বছর আগের ছবি মুক্তি ঘিরে প্রাক্তনের...

স্কুলে ঢুকে হুমকি! ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা ও শ্রমিক নেতার অভিযোগ পাল্টা অভিযোগে সরগরম মালদহ

ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা স্কুলে ঢুকে হুমকির অভিযোগে কাঠগড়ায় তৃণমূলের (TMC) শ্রমিক নেতা তথা স্কুল পরিচালন সমিতির সভাপতি। অভিযোগ,...

বৃষ্টি ভিজবে ডুরান্ড ফাইনাল, কলকাতায় হলুদ সতর্কতা!

পুজো কেনাকাটার উৎসাহ থেকে ডুরান্ড ফাইনালের (Durand Cup Final) আবেগকে দিব্যি ড্রিবল করে দিনভর গোল করতে তৈরি বৃষ্টি।...
Exit mobile version