‘সংকল্প’ শব্দটির মধ্যেই জড়িয়ে আছে আত্মপ্রত্যয়। মিলেমিশে একাকার হয়ে গেছে মানুষের পাশে থাকার বার্তা। হ্যাঁ, এ ‘সংকল্প’ মানুষের কথা বলে। এ ‘সংকল্প’ মানুষের কথা ভাবে। এ ‘সংকল্প’ মানুষের পাশে থাকার অঙ্গীকার।
নিশ্চয়ই ভাবছেন কার কথা বলছি? মাত্র এক বছর বয়স, কিন্তু অভিজ্ঞতা আর মুন্সিয়ানায় তাদের কর্মকান্ড আপনাকেও অবাক করবে! আসুন দেখেনি কী করলেন তারা? রাত পোহালেই সরস্বতী পুজো। আমরা সবাই যখন বাগদেবীর আরাধনায় মাতবো, তার ঠিক আগে এই পুজোকে সামনে রেখে ‘সংকল্প’ আয়োজন করে ফেলল একটি রক্তদান শিবির। গরম পড়ার আগেই তাদের সেই রক্তদান শিবিরে নয় নয় করে ৫২ জন রক্ত দান করলেন।
সংকল্পের পরিচালনায় অজয়নগর দমদমে মঙ্গলবার রক্তদান শিবিরে অভুতপূর্ব সাড়া মেলে। বাগদেবির আরধনায় এই সরস্বতী পুজোর সব গৃহিনী তত্ত্বাবধানেই হয়।
আর এর কৃতিত্ব সর্বাগ্রে যার প্রাপ্য, তিনি এই স্বেচ্ছাসেবী সংস্থার প্রেসিডেন্ট শিবু মজুমদার।সংস্থার তরফে প্রেসিডেন্ট শিবু মজুমদার বলেন, আমরা সরস্বতী পুজো উপলক্ষে রক্তদান শিবিরের আয়োজন করেছিলাম এবং সেখানে মহিলাদের প্রাধান্য ছিল সবচেয়ে বেশি। যে সরস্বতী পূজো এখানে হচ্ছে সেখানেও সর্বাগ্রে আছেন মহিলারা। আজকে যারা রক্ত দিয়েছেন তাদের মধ্যে ২০ জন মহিলা আছেন। নারীদের সুরক্ষায়, নারীদের সামাজিক উন্নয়নে, মানুষের পাশে থাকার বার্তা নিয়ে ‘সংকল্প’ আগামী দিনেও এগিয়ে যাবে। এটা আমাদের অঙ্গীকার।এদিনের রক্তদান শিবিরের অনুষ্ঠানে উপস্তিত ছিলেন, ছোটন দে, নারায়ন কর্মকার, দীপঙ্কর শীল,উদয় দাস, পটল পাল, অমল সরকার সহ আরও অনেকে।
সবাই বলছেন সংকল্পের এই উদ্যোগ সত্যি অভাবনীয়। সংকল্প এগিয়ে যাক তাদের লক্ষ্যে, মানুষের পাশে থাকুক সংকল্প।
কলকাতার পশ্চিমবঙ্গ জাতীয় আইন বিশ্ববিদ্যালয় (ডব্লিউবিএনইউজেএস)-এর উৎকর্ষতা এখন বেঙ্গালুরুর থেকেও এগিয়ে—রজতজয়ন্তী অনুষ্ঠানে এমন মন্তব্য করলেন কলকাতা হাই কোর্টের...