Thursday, August 21, 2025

‘বঞ্চিত’দের লিজের টাকা ফেরতের দায়িত্ব নেবে তৃণমূল: পার্থ, সন্দেশখালিতে ১৮ তারিখ সভা

Date:

সন্দেশখালিতে শান্তি ফেরাতে বদ্ধপরিকর তৃণমূল (TMC)। মঙ্গলবার বিকেলে সন্দেশখালির (Sandeshkhali) কালীনগরে দাঁড়িয়ে স্পষ্ট ভাষায় একথা জানিয়ে দিলেন তৃণমূল নেতা তথা রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক (Partha Bhoumik)। সেখানে দাঁড়িয়েই পার্থ ভৌমিক জানিয়ে দেন, যেসব গ্রামবাসীকে লিজের টাকা দেওয়া হয়নি, তাঁদের সেই টাকা ফেরত দেওয়ার ব্যবস্থা করবে তৃণমূল (TMC)। একই সঙ্গে শিবু হাজরা বিষয়েও দলের অবস্থান স্পষ্ট করেন সেচমন্ত্রী। জানান, এলাকায় শান্তির পরিবেশ ফেরাতে ১৮ ফেব্রুয়ারি সন্দেশখালিতে জনসভা করবে তৃণমূল। চন্দ্রিমা ভট্টাচার্য-সহ জেলার একাধিক মন্ত্রী ওই সভায় উপস্থিত থাকবেন।

বিরোধীদের উস্কানিতে গত কয়েকদিন ধরেই উত্তপ্ত সন্দেশখালি। বিজেপি এবং সিপিএম সমর্থকদের অপপ্রচার রুখতে ইন্টারনেট পরিষেবা বন্ধ করে দেওয়া হয়েছিল। সোমবার রাত থেকে আংশিকভাবে চালু করা হয়েছে। মঙ্গলবার, পুরোপুরি চালু হয়েছে পরিষেবা। এলাকায় দোকান-বাজার খুলেছে।

কলকাতা হাইকোর্ট গোটা সন্দেশখালিজুড়ে ১৪৪ ধারা জারি খারিজ করার পরেই এদিন বিকেলে কালীনগরে পৌঁছন রাজ্যের সেচমন্ত্রী পার্থ ভৌমিক ও উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী। স্থানীয়দের পাশাপাশি তৃণমূল কর্মী-সমর্থকদের সঙ্গে কথা বলেন তাঁরা। বৈঠকও করেন। গ্রামবাসীদের সঙ্গে কথা বলার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেচমন্ত্রী বলেন, “এটা উত্তরপ্রদেশ নয়, যেখানে ধর্ষণ করে নির্যাতিতাকে পুড়িয়ে দেওয়া হয়। এটা বাংলা। এখানে মায়েদের সম্মান নষ্ট হয় না। তাছাড়া মা-বোনরাই এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতীক।” এর পরেই ১৮ ফেব্রুয়ারি সন্দেশখালিতে তৃণমূলের জনসভা হবে বলে ঘোষণা করেন তিনি।

স্থানীয়দের করা অভিযোগের প্রেক্ষিতে সেচমন্ত্রী বলেন, ‘‘অভাব অভিযোগ রয়েছে। লিজের টাকা দেয়নি। ঠকিয়েছে বলে অভিযোগ উঠেছে। চাষের ভেড়ির টাকা দেয়নি। গত দু’বছর ধরে এমন সব অভিযোগ উঠেছে। সেই টাকা দেওয়ানোর দায়িত্ব নেবে তৃণমূল।’’ পাশাপাশি, তৃণমূল নেতা শিবপ্রসাদ হাজরা ওরফে শিবুকে নিয়ে সেচমন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, উত্তম সর্দার মতো শিবুর বিরুদ্ধে অভিযোগের সত্যতা প্রমাণ হলে পদক্ষেপ করতে পিছুপা হবে না দল।

তৃণমূলের উত্তর ২৪ পরগনা জেলা সভাধিপতি নারায়ণ গোস্বামী (Narayan Goswami) বলেন, “কিছু রাজনৈতিক দল ও এক শ্রেণির মিডিয়া সন্দেশখালি নিয়ে অপপ্রচার চালাচ্ছে। তারা চাইছে সন্দেশখালিতে আগুন জ্বালাতে। মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। কেউ যদি মানুষের উপর অত্যাচার করে থাকে দল তার ব্যবস্থা নেবে, যার উদাহরণ উত্তম সর্দার।”

 

 

Related articles

গান-কবিতায় সংসদে সরব তৃণমূল! বয়কট রাজ্যসভার চা-চক্র

বৃহস্পতিবার অধিবেশনের শেষ দিনে সংসদ উত্তাল হল বাংলা গান, কবিতা, বিক্ষোভ, প্রতিবাদে। সংসদের অন্দরে যেমন কালাকানুন, এসআইআর, ভাষাসন্ত্রাসের...

নওশাদ-সহ আইএসএফ সমর্থকদের জামিন দিল ব্যাঙ্কশাল আদালত

ধর্মতলার কর্মসূচির নামে অশান্তি পাকানোর চেষ্টা। বুধবার গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকিকে (Naushad Siddiqui)। বৃহস্পতিবার নওশাদ-সহ...

নোবেল খুঁজতে ব্যর্থ CBI, রাজ্য পুলিশ উদ্ধার করল বুলার পদ্মশ্রী: পুলিশও পদক পাক চান সাঁতারু

হুগলির হিন্দমোটরে সাঁতারু বুলা চৌধুরীর বাড়ি থেকে চুরি যাওয়া পদক অবশেষে উদ্ধার করল রাজ্য পুলিশ। এর মধ্যে রয়েছে...

মেট্রো রেল প্রকল্পের উদ্বোধনের আগে তৃণমূলকে নিশানা মোদির, পাল্টা ধুয়ে দিলেন কুণাল

রাজ্যে কয়েকটি মেট্রো রেল প্রকল্পের উদ্বোধন করতে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। এ-নিয়ে বৃহস্পতিবারই তিনি এক্স হ্যান্ডলে...
Exit mobile version