Sunday, May 4, 2025

স্বাভাবিক হচ্ছে সন্দেশখালি (Sandeshkhali)। সরস্বতী পুজোর প্রাক্কালে আজ সকাল থেকে দোকানপাট বাজার হাটে বেশ ভিড় চোখে পড়েছে। ইন্টারনেট পরিষেবা পুনরায় শুরু হয়েছে। বুধবার বাগদেবীর আরাধনার আগে বিভিন্ন জায়গায় ছোট ছোট সরস্বতী ঠাকুর কেনাও চলছে। আগের থেকে পরিস্থিতি অনেকটাই নিয়ন্ত্রণে আসায় খুশি সেখানকার মানুষ। এই আবহে বিজেপি যতই গন্ডগোল পাকানোর চেষ্টা করুন না কেন বসিরহাটের সংসদ নুসরাত জাহান (Nusrat Jahan) অডিও বার্তায় বিক্ষোভ না ছড়িয়ে শান্তি বজায় রাখার অনুরোধ করেছেন। আজ সন্দেশখালি যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল। অশোকনগরের বিধায়ক নারায়ণ গোস্বামী (Narayan Goswami) এবং নৈহাটির বিধায়ক পার্থ ভৌমিক (Partha Bhowmik) সন্দেশখালিতে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখবেন বলে খবর।

গত কয়েকদিনে আলোচনা শিরোনামে বারবার উত্তর ২৪ পরগনার সন্দেশখালির নাম উঠে এসেছে। গত শুক্রবার রাত থেকেই ১৪৪ ধারা জারি করা হয়েছে। তৃণমূলের তরফে সন্দেশখালির বিধায়ক সুকুমার মাহাতোকে এলাকার পরিস্থিতি খতিয়ে দেখে রিপোর্ট জমা দিতেও বলা হয়েছে। সূত্রের খবর, আগামী ১৮ জানুয়ারি অর্থাৎ রবিবার সন্দেশখালিতে ১৪৪ ধারা প্রত্যাহার করতে পারে প্রশাসন। সেক্ষেত্রে প্রশাসনের নিয়ম মেনে এই ধারা প্রত্যাহার করার পর সন্দেশখালিতে শান্তিসভা করার কথা তৃণমূল কংগ্রেসের। দলীয় সূত্রে খবর সেই সভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের তৈরি করা উত্তর ২৪ পরগনা জেলার কোর কমিটির সদস্যরা থাকবেন। আজ আইন অনুযায়ী, সন্দেশখালি সংলগ্ন ১৪৪ ধারার বাইরে থাকা এলাকায় যাচ্ছে তৃণমূলের প্রতিনিধি দল। দুপুর ১:৩০ টায় তাঁরা সেখানে পৌঁছবেন বলে খবর।


Related articles

কটকে নির্মীয়মান সেতু ভেঙে মৃত ৩ শ্রমিক! গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ২

নির্মীয়মান সেতু ভেঙে বড় দুর্ঘটনা কটকে (Cuttack Crane Accident)। কাঠজোড়ি নদীর উপর সেতুর নির্মাণ কাজ চলার সময় একটি...

মুর্শিদাবাদের জাফরাবাদে বাবা-ছেলে খুনের ঘটনায় গ্রেফতার আরও ১

ওয়াকফ বিরোধী আন্দোলনের (protest against WAQF ammendment act) নামে মুর্শিদাবাদ জুড়ে গন্ডগোল এবং উত্তেজনার জেরে জাফরাবাদে বাবা-ছেলের খুনের...

রাজস্থান সীমান্ত পেরিয়ে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, পাক জওয়ানকে আটক বিএসএফের 

কাশ্মীরে হামলার পর থেকে সীমান্তে নজরদারি বাড়িয়েছে ভারত। বারবার নিরাপত্তা বাহিনীর সঙ্গে গুলির লড়াইয়ে উত্তেজনার পরিস্থিতি তৈরি করার...

মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত ‘মূল্য ধরে নেবেন’

শনিবাসরীয় সন্ধ্যায় মধুসূদন মঞ্চে মঞ্চস্থ হল ঢাকুরিয়া ব্রাত্যজন আয়োজিত নাটক মূল্য ধরে নেবেন। মূল উপদেষ্টা শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।...
Exit mobile version