Thursday, November 13, 2025

হাতে মাত্র একদিন, সরস্বতী পুজোর প্রাক্কালে জোর কদমে প্রস্তুতি স্কুলগুলিতে

Date:

আবহাওয়ার মতিগতি ভাল নয়, যখন তখন বৃষ্টি নেমে আসতে পারে। এদিকে আবার মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Examination)শেষ হওয়ার একদিনের মধ্যেই সরস্বতী পুজোর (Saraswati Puja in Schools) আয়োজন করতে রীতিমতো হিমশিম খেতে হচ্ছে স্কুলগুলিকে। শেষ মুহূর্তের ব্যস্ততা ধরা পড়ল সর্বত্র। কোথাও সকাল থেকেই ঠাকুর কেনার ভিড়, তো কোনও স্কুলে আবার আলপনা এবং সাজ সজ্জায় সরস্বতী বরণের টুকরো ছবি ধরা পড়ল। সোমবার মাধ্যমিক শেষ হওয়ার পর হাতে মাত্র আজকের দিনটাই রয়েছে। তাই যে সমস্ত স্কুলে পরীক্ষা কেন্দ্র ছিল ২৪ ঘণ্টার মধ্যে পুজোর সব আয়োজন সম্পন্ন করতে তাঁদের ব্যস্ততা চোখে পড়ার মতো।

ভালবাসার দিনে বাগদেবীর আরাধনা। পড়ুয়াদের জীবনের সবথেকে বড় উৎসবের প্রস্তুতিতে এ বছর খুব একটা বেশি সময় মেলেনি। শহরের বিভিন্ন স্কুলের মাধ্যমিক পরীক্ষার সিট পড়ায় ব্যস্ত ছিলেন শিক্ষক-শিক্ষিকারা।পরীক্ষা শেষ হওয়া মাত্রই পড়ুয়াদের মধ্যে উৎসাহ দেখা দিয়েছে। এমনকি, মাধ্যমিক পরীক্ষার্থীরাও পরীক্ষার পরে স্কুলে এসে পুজোর প্রস্তুতি শুরু করতে চেয়েছে। আলপনা আঁকার কাজ চলছে গতকাল বিকেল থেকেই। অনেক স্কুলে সরস্বতী পুজোতেই প্রাক্তনীদের পুনর্মিলন উৎসব হয়। কোথাও বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান তো কোথাও এক্সিবিশনের ব্যবস্থা করা হয়। বসন্ত পঞ্চমীর ঝক্কি সামলে সেই দিনের পরিবর্তে পরের দিন স্কুলে ছাত্রছাত্রীদের খাওয়ানোর ব্যবস্থা করেন অনেক শিক্ষক-শিক্ষিকারা। এই বছর সেই দিকেও বিশেষ নজর দিতে হচ্ছে কারণ সরস্বতী পুজোর একদিন পরেই আবার শুরু হয়ে যাচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা (Higher Secondary Examination)। বলাই বাহুল্য এবছর দুই বড় পরীক্ষার মাঝে পড়ে দেবী সরস্বতী বেজায় নাজেহাল!


Related articles

“রিচার নামে স্টেডিয়াম ইতিহাস হয়ে থাকবে”, উচ্ছ্বসিত ঝুলন

শিলিগুড়িতে রিচা ঘোষের(Richa Ghosh)  নামে স্টেডিয়াম হচ্ছে শিলিগুড়িতে। কিছুদিন আগে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা করেছেন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের নামে...

‘হাঁটি হাঁটি পা পা’-র ট্রেলার-পোস্টার লঞ্চে ‘বাবা-মেয়ে’র রসায়নে চিরঞ্জিৎ-রুক্মিণী

অর্ণব মিদ্যার ছবি 'হাঁটি হাঁটি পা পা'-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হল ফ্লোটেলে। বৃদ্ধ বাবা ও...

লক্ষ্য ২০২৭! ২৫ নভেম্বর শুরু ঘাটাল মাস্টারপ্ল্যানের দ্বিতীয় পর্যায়ের কাজ

ঘাটাল মাস্টারপ্ল্যান প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের কাজ শুরু হচ্ছে আগামী ২৫ নভেম্বর থেকে। রাজ্যের সেচ ও জলপথ মন্ত্রী মানস...

রাজ্যের সমবায় ব্যাঙ্কে স্বচ্ছতা আনতে চালু অনলাইন অডিট ব্যবস্থা

রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলির আর্থিক লেনদেনে স্বচ্ছতা আনতে বড় পদক্ষেপ নিল রাজ্য সরকার। এ বার থেকে সমস্ত সমবায় সমিতি...
Exit mobile version