Sunday, November 9, 2025

হাতে লেখা ৩২৭ ফুট চিঠি! সংরক্ষণের দাবি তুলছেন আসানসোলের প্রেমিক অনুপম

Date:

জীবনে ভালবাসা এসেছিল বটে, তবে তা অন্যত্র চলে যেতেও খুব একটা বেশি সময় নেয়নি। তাই বলে কি অনুভূতিদের বিদায়টাও বাধ্যতামূলক? বোধহয় না। আর সেই কারণে প্রেমিকা চলে যাওয়ার কষ্ট যন্ত্রণাকে কাগজের পাতায় লিখতে শুরু করেছিলেন আসানসোলের প্রেমিক অনুপম ঘোষাল (Anupam Ghoshal)। একসময় সাংবাদিকতা করেছেন তাই লেখালেখিতে বরাবরই পটু তিনি। প্রেমিকা পারমিতা ২০০০ সালে তাঁকে ছেড়ে চলে যাওয়ার পর থেকে ‘সুইসাইড নোট’ লিখতে শুরু করেন অনুপম (Anupam Ghosal)। কিন্তু সেই লেখা যে এতটা দীর্ঘ হয়ে যাবে সেটা তিনি কল্পনা করতে পারেননি। প্রায় ৩২৭ ফুট চিঠি লিখে সকলকে তাক লাগিয়েছেন আসানসোলের (Asansole) বার্নপুর রোডের বাসিন্দা।

মনের কথা লিখতে লিখতে এভাবে যে অসাধারণ সাহিত্য সৃষ্টি করে ফেলবেন তিনি তা কখনওই ভাবেননি। বর্তমানে কলকাতার দুটি বড় পাবলিশার্স এই চিঠিকে বই হিসেবে প্রকাশ করেছে। সেই বই আবার বইমেলাতে বিক্রিও হয়েছে। কিন্তু দিনে দিনে মূল চিঠিটি যে নষ্ট হয়ে যাচ্ছে। এত বড় চিঠি রাখা তাঁর একার পক্ষেও সম্ভব নয় বলে জানিয়েছেন অনুপম ঘোষাল। তাই তিনি চাইছেন সরকার যদি উদ্যোগী হয়ে এই চিঠি সংরক্ষণের ব্যবস্থা করে তাহলে এই সৃষ্টি বেঁচে থাকতে পারে। পাশাপাশি ভালোবাসা দিনে প্রেমিক-প্রেমিকাদের উদ্দেশ্যে তিনি বলেন যে, ভালবাসা জীবনে আসবে বা যাবে।এর থেকে খারাপ কিছু হবে না। কিন্তু এমন সৃষ্টিশীল কিছু করা দরকার যেটা পৃথিবীর বুকে অমর হয়ে থেকে যাবে।

Related articles

বেঁচে থাকলে রবীন্দ্রনাথ-নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত! পুরুলিয়ার সভা থেকে বিজেপিকে আক্রমণ দেবাংশুর

ভাগ্যিস রবীন্দ্রনাথ, নজরুল বেঁচে নেই। নইলে বিজেপি রবীন্দ্রনাথকে রোহিঙ্গা ও নজরুলকে অনুপ্রবেশকারী বলে দাগিয়ে দিত। শনিবার পুরুলিয়া শহরের...

টাকা পেয়েও কাজে দেরি! ‘বাংলার বাড়ি’ নিয়ে কড়া প্রশাসন, রিপোর্ট চাইল নবান্ন

প্রথম দফায় ১ লক্ষ ২০ হাজার টাকা পাওয়ার পরও বহু উপভোক্তা এখনও ‘বাংলার বাড়ি’ প্রকল্পের কাজ শুরু করেননি।...

ঝুলনের চোখে বাংলার সেরা ক্রিকেটার রিচা, মহিলা ক্রিকেটের প্রশংসায় পঞ্চমুখ সৌরভ

বাংলার বিশ্বকাপ জয়ী একমাত্র ক্রিকেট তারকা রিচা ঘোষের (Richa Ghosh) সম্বর্ধনা অনুষ্ঠানে শনিবার ইডেন গার্ডেন্সে বিশেষ অনুষ্ঠানের আয়োজন...

সৌরভ ছাড়া অন্য কারও ICC সভাপতি থাকার কথা নয়: বললেন ‘ঠোঁটকাটা’ মমতা

ছিল বিশ্বজয়ী ক্রিকেটার রিচা ঘোষের (Richa Ghosh) সংবর্ধনা অনুষ্ঠান। শনিবার ইডেনে সেই অনুষ্ঠানে বোমা ফাটালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের...
Exit mobile version