Saturday, August 23, 2025

ফের ডবল ইঞ্জিন মধ্যপ্রদেশে আদিবাসী যুবককে বেধড়ক মার! ভিডিও ভাইরাল হতেই তৎপর প্রশাসন

Date:

ফের ডবল ইঞ্জিন (Double Engine State) রাজ্যে আদিবাসী নিগ্রহের অভিযোগ! ঘটনাকে কেন্দ্র করে অশান্ত মধ্যপ্রদেশ (Madhya Pradesh)। সূত্রের খবর, তোলা দিতে অস্বীকার করায় পেশায় চা ব্যবসায়ী ওই আদিবাসী যুবককে বেধড়ক মারধরের অভিযোগ ওঠে একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। তবে শুধু মারধর বললে ভুল হবে, যুবককে প্রকাশ্যে নগ্ন করে চরম অত্যাচার চালায় দুষ্কৃতী দলটি। ইতিমধ্যে সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আর তা সামনে আসতেই চরম হইচই শুরু হয়েছে। যদিও ঘটনার জন্য ডবল ইঞ্জিন মোহন যাদবের (Mohan Yadav) সরকারকেই কাঠগড়ায় তুলেছেন বিরোধীরা। বিরোধীদের অভিযোগ, বিজেপির এই সংস্কৃতি অনেক আগের। দলিত, আদিবাসীদের জন্য প্রধানমন্ত্রীর বুক ফাটলেও মুখ ফোটে না। এই বর্বর ছবি ফের প্রমাণ করল আদিবাসীদের জন্য মোদি সরকারের বিকাশের আসল ছবি।

ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে, উলটো করে আদিবাসী যুবককে ঝুলিয়ে নির্দয়ভাবে বেল্ট এবং লাঠি দিয়ে মারধর করা হচ্ছে। মধ্যপ্রদেশের বেতুলের এই ঘটনা গত নভেম্বর মাসের। তবে এতদিন কেঁড়ে গেলেও ভয়ের কারণে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেননি ওই আদিবাসী যুবক। তিনি বলেন, ওরা আমাকে নগ্ন করে দড়ি দিয়ে বাঁধে। এর পর লাঠি, বেল্ট এবং চপ্পল দিয়ে বেধড়ক মারধর করে। চা দোকানের জন্য তোলা না দেওয়ার কারণেই তাঁর এমন পরিণতি বলে জানিয়েছেন যুবক। পাশাপাশি ঘটনার কথা পুলিশকে জানালে তাঁর পরিবারের সদস্যদের উপর হামলা হতে পারে ভেবেই এমন পদক্ষেপ নেন যুবক। সেকথা পুলিশের কাছে স্বীকারও করে নেন তিনি।

 

আর চরম বর্বরতার ভিডিও সামনে আসতেই সরকারের মুখ রক্ষার্থে এফআইআর দায়ের করে অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ। তবে কবে এই ঘটনার সুরাহা হয় সেদিকে নজর থাকবে দেশবাসীর।

 

 

 

Related articles

সঠিক পরিকল্পনাই ডায়মন্ডহারবারের সাফল্যের চাবিকাঠি, মনে করছেন আকাশ বন্দ্যোপাধ্যায়

মাত্র তিন বছরের ক্লাব। কিন্তু কী অসাধারণ সাফল্য। কলকাতা লিগ, আইলিগ থ্রি থেকে আইলিগ টু জিতে এবার আইলিগের...

অসংগঠিত শ্রমিক-ক্ষেত্রে পথ দেখাচ্ছে বাংলা: সাহায্য পেলেন ৭২০ শ্রমিক

একের পর এক নতুন প্রকল্প, অসংগঠিত শ্রমিকদের দাবিদাওয়া নিয়ে লাগাতার আলোচনা, তাঁদের পরিবারের প্রতি নজর রাখার ব্যাপারে তৎপর...

প্রাপ্য চায় বাংলা, উপহার না: মোদিকে জবাব তৃণমূলের

বাংলার মানুষ উপহার চায় না, প্রাপ্য চায়। উপহার দিয়ে বাংলার মানুষকে অপমান করবেন না। বাংলায় বরাদ্দ নিয়ে শুক্রবার...

অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ শাহ, শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা মোদির: কটাক্ষ তৃণমূলের

অনুপ্রবেশ ইস্যুকে বার বার জাগিয়ে তুলে কেন্দ্রের বিজেপি সরকার আদতে নিজেদের ভুল নিজেরাই চোখ আঙুল দিয়ে দেখিয়ে দেয়।...
Exit mobile version