Wednesday, August 27, 2025

কেন্দ্রের মোদি সরকারের (Modi কাছে একাধিক দাবি পূরণই লক্ষ্য। সেই টার্গেট নিয়েই এবার দিল্লি চলো অভিযানের পর এবার দেশজুড়ে বনধের ডাক কৃষক সংগঠন-সহ সেন্ট্রাল ট্রেড ইউনিয়নের। আগামী ১৬ ফেব্রুয়ারি সংযুক্ত কিষাণ মোর্চার নেতৃত্বে কৃষক সংগঠনগুলি দেশজুড়ে বনধের ডাক দিয়েছে। সূত্রের খবর, মঙ্গলবার কৃষকদের দিল্লি চলো অভিযানের মাঝেই সংযুক্ত কিষাণ মোর্চা ও অন্যান্য সংগঠনগুলির তরফে ভারত বনধের ডাক দেওয়া হয়েছে। পাশাপাশি আন্দোলনে অংশগ্রহণকারী সমস্ত কৃষকদের এই বনধে সামিল হতে বলা হয়েছে।

কেন্দ্রের কাছে কৃষক ও ট্রেড ইউনিয়নের মূল দাবি হল, ফসলের ন্যূনতম সহায়ক মূল্য বা এমএসপির আইন তৈরি, কৃষকদের জন্য পেনশন, পুরনো পেনশন প্রকল্প চালু ও শ্রম আইনের সংশোধনী প্রত্যাহার। এছাড়াও সরকার অধীনস্থ সংস্থাগুলির বেসরকারিকরণ বন্ধ, চুক্তিভিত্তিক নিয়োগ বন্ধ, নিশ্চিত কর্মসংস্থান ইত্যাদির দাবিও জানানো হয়েছে আন্দোলনকারীদের তরফে। পাশাপাশি মহাত্মা গান্ধী জাতীয় গ্রামীণ কর্মসংস্থান গ্যারান্টি স্কিমকেও শক্তপোক্ত করার দাবি জানিয়েছেন কৃষকরা।

সংগঠনের তরফে আরও জানানো হয়েছে, আগামী ১৬ ফেব্রুয়ারি গ্রামীণ ভারত বনধ পালন করা হবে। ভোর ৬টা থেকে বিকেল ৪টে অবধি বনধ হবে। তবে এই বনধ শান্তিপূর্ণ হওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও সাফ জানানো হয়েছে এদিন যান চলাচল একেবারে স্তব্ধ করে দিতে পারে তাঁরা। শুক্রবার সমস্ত হাইওয়ে ও জাতীয় সড়কগুলিতে দুপুর ১২টা থেকে ৪টে অবধি চাক্কা জ্যামের পাশাপাশি পাঞ্জাবে ৪ ঘণ্টার জন্য জাতীয় সড়ক বন্ধ রাখা হবে। তবে জরুরি ও অত্যাবশ্যকীয় পরিষেবায় বনধের কোনও প্রভাব পড়বে না বলেই জানানো হয়েছে।

 

 

 

 

Related articles

বিরক্ত মিঠুন? এড়াচ্ছেন বঙ্গ বিজেপির একাধিক কর্মসূচি

বারবার রং বদল করে আপাতত গেরুয়াতে ঠেকেছেন ডিস্কো ড্যান্সার মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। ভোটের আগে বা বিজেপির. (BJP)...

আরজি কর কাণ্ডে ভুয়ো প্রচারের অভিযোগ! নোটিশ চিকিৎসক সুবর্ণ গোস্বামীকে

আরজি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক পড়ুয়া অভয়ার মৃত্যুকে ঘিরে ভুয়ো প্রচার মামলায় নোটিশ ধরাল কলকাতা পুলিশ। পুলিশের...

দুর্গাপুজোর আগে রাজ্যে ডেঙ্গি-উদ্বেগ! টানা বৃষ্টিতে বাড়ছে আশঙ্কা 

দুর্গোৎসবের মুখে একদিকে নিম্নচাপের জেরে টানা বৃষ্টি, অন্যদিকে ডেঙ্গি সংক্রমণ রাজ্যবাসীর কপালে ভাঁজ বাড়াচ্ছে। জুলাইয়ের শেষ দিক থেকে...

মহিলা স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হঠাৎ মুখ্যমন্ত্রী! কিনলেন শাড়ি 

বর্ধমানে প্রশাসনিক সভায় এসে হঠাৎ স্বনির্ভর গোষ্ঠীর স্টলে হাজির মুখ্যমন্ত্রী। শুধু মহিলাদের হাতের কাজই ঘুরে দেখলেন না, কেনাকাটাও...
Exit mobile version