বাঙালির তো বারো মাসে তেরো পার্বন। আর সেই সব উৎসবে সবাই যখন আনন্দে মেতে ওঠে তখন সবার আনন্দ নিশ্চিত করতে পথে পথে সজাগ থাকে রাজ্য পুলিশ। পার্বনে সামিল না হতে পারলেও সেই পুলিশ কর্মীরাই আবার সমাজে শিক্ষকের ভূমিকায় এসে দাঁড়ান! সরস্বতী পুজোর দিন পুলিশের সেই ‘সরস্বতী’দের কুর্নিশ রাজ্য পুলিশের।
পূর্ব বর্ধমান জেলার পুলিশ লাইনে প্রায় ৩০ বছর ধরে অবৈতনিক স্কুল চালান মহিলা পুলিশ কর্মীরা। একদিকে প্রতিদিনের আইন শৃঙ্খলা রক্ষার কাজ, পুলিশের অতিরিক্ত দায় দ্বায়িত্ব সামলান ওঁরা। তারপরেও সময় বের করে পড়ান এলাকার শিশুদের। এই স্কুলে কেজি থেকে চতুর্থ শ্রেণি পর্যন্ত শিশুদের সম্পূর্ণ বিনামূল্যে পড়ানো হয়।