Friday, August 22, 2025

একটা সময় সরস্বতী পুজো মানেই কচিকাচাদের নিজে হাতে প্যান্ডেল তৈরি, ঠাকুর আনা থেকে গোটা পুজো সাজানোর আনন্দ ছিল। পাড়ায় পাড়ায় কার পুজো কত সুন্দর – তার প্রতিযোগিতা ছিল। এখন সরস্বতী পুজোটাও অনেকটাই প্রাতিষ্ঠানিক আর বাড়ির পুজোয় চলে গিয়েছে। তবে সরস্বতী পুজোয় ঘুরে ঘুরে ঠাকুর দেখার মজা আজও একই রকম রয়েছে স্কুল পড়ুয়াদের মধ্যে। কারণ এই একটা দিন কেউ তাদের পড়তে বসতে বলে না। আর সেই পরিক্রমায় বেরোনো স্কুল পড়ুয়াদের জন্য বাহারি থিমের প্যান্ডেল তৈরির প্রতিযোগিতায় নামে হাতে গোনা প্রতিষ্ঠান।

হুগলির গোঘাটের বীণাপানি স্পোর্টিং ক্লাবের পুজো এবছর পা দিল ১৩ বছরে। প্রতিবারই তারা নানা থিমের সরস্বতী পুজোর আয়োজন করে। এবছর তাদের থিম পুরোনো বাড়ির ঠাকুর দালান। ক্লাবের সদস্যরা জানান, এ বছর সদস্যরা মিলে পুরাতন ঠাকুরদালাল বাড়ির করা চিন্তা-ভাবনা করেছেন। তাদের ভাবনার কারণ হল তৎকালীন সময়ের এই পুরোনো বাড়িগুলো হারাতে বসেছে। তাই সেই সমস্ত পুরোনো জিনিসগুলো ফিরিয়ে আনতে এই উদ্যোগ।

এবছর সরস্বতী পুজো আবার ১৪ ফেব্রুয়ারি, ভ্যালেন্টাইন্স ডে। এমনিতেই সরস্বতী পুজো মানে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে। দুটো দিন একসঙ্গে হওয়ায় কিশোর কিশোরীদের পোয়া বারো। আরামবাগ মহকুমার পথঘাট এ দিন প্রেমের হাওয়ায় মেতে ছিল। ‘ভ্যালেন্টাইন্স ডে’ যতই হুজুগে মাতিয়ে দিক না কেন, বাঙালির চিরাচরিত ‘প্রেম দিবসের’ মেজাজ বদলাতে নারাজ নতুন প্রজন্মও। তাই সকাল-সকাল অঞ্জলি দিয়ে পথে নেমে পড়েছিল কিশোর-কিশোরী থেকে সদ্য তরুণ-তরুণীরা।

Related articles

মোদির কর্মসূচির আমন্ত্রণ পত্রে ‘বিরোধী দলনেতা’ শুভেন্দু-শমীক দুজনেই!

বাংলায় ভোটের আগে রাজনীতি করতে প্রায় দেড় যুগ আগে তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) ঘোষিত রেল প্রকল্পের...

শুক্র-শনিতে অতি ভারী বৃষ্টির কমলা সতর্কতা, বন্ধ হতে পারে চারধাম যাত্রা!

রাত পেরিয়ে সকালেও কমল না দুর্যোগ। উত্তরাখণ্ডের অতি ভারী বৃষ্টির ব্যাহত চারধাম যাত্রা (Char Dham Yatra)। বৃহস্পতিবার একাধিক...

ভোটার তালিকায় কারচুপির অভিযোগে ৫ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

ভোটার লিস্টে (Voter list) অনিয়মের অভিযোগে ৫ আধিকারিকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিল রাজ্য। ২ জন ডব্লুবিসিএস অফিসার-সহ ৪...

গৃহস্থের বাড়িতে চুরির দায়ে ধৃত বিজেপি মণ্ডল সভাপতির ভাই সহ ৪ 

বাড়িতে কেউ না থাকার সুযোগ এক গৃহস্থের বাড়িতে চুরি ও লুটপাটের ঘটনায় পুলিশের জালে বিজেপির মণ্ডল সভাপতির ভাই-সহ...
Exit mobile version