Friday, November 7, 2025

পাঞ্জাবে যাবেন মমতা: স্বর্ণমন্দির থেকে রাজনৈতিক বৈঠক- সফরে আর কী কী

Date:

কেন্দ্রের রাজনৈতিক প্রতিহিংসার জেরে ১০০ দিনের কাজে টাকা না পাওয়া মানুষদের রাজ্য সরকারের পক্ষ থেকে বকেয়া মিটিয়ে দিয়েই পাঞ্জাব যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। ২১ ফেব্রুয়ারি স্বর্ণমন্দিরে যাওয়ার কথা রয়েছে তৃণমূল (TMC) সভানেত্রীর। লোকসভা ভোটের মুখে হঠাৎই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঞ্জাব সফর নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।

সূত্রের খবর, ২১ ফেব্রুয়ারি পাঞ্জাবে (Panjab) যাবেন মমতা৷ সেখানে স্বর্ণমন্দিরে যাওয়ার পাশাপাশি আপ (AAP) নেতাদের সঙ্গে বৈঠকে বসতে পারেন তৃণমূল সুপ্রিমো৷ পাঞ্জাবির মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের (Bhagwant Mann) পাশাপাশি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) সঙ্গেও বৈঠক করতে পারেন বাংলার মুখ্যমন্ত্রী। বৈঠকে কীভাবে দিল্লি-পাঞ্জাব সীমানায় কৃষক আন্দোলনের ঝাঁঝ বাড়ানো যায়, তা নিয়ে আপ নেতৃত্বকে পরামর্শ দিতে পারেন মমতা। দেশে তাঁর মতো আন্দোলন সংগঠিত করার ক্ষমতা খুব কম নেতারই আছে। তৃণমূল সুপ্রিমো নিজেই বলেছেন, তাঁর আরেক নাম ‘আন্দোলন’।

কেন্দ্র থেকে মোদি সরকারকে হঠাতে যে ইন্ডিয়া জোট তৈরি হয়েছিল সেখানে কংগ্রেসের ‘দাদাগিরি’তে মনক্ষুণ্ণ তৃণমূল-সহ বেশ কয়েকটি দল। বাংলায় যে জোট হবে না সে কথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন। তৃণমূল সভানেত্রী মমতা। এক্ষেত্রে আম আদমি পার্টি ও তৃণমূল নীতিগত দিক থেকে মিলে রয়েছে৷ কারণ, আপও জানিয়েছে, পাঞ্জাবে কংগ্রেসকে আসন ছাড়া হবে না৷ এই পরিস্থিতিতে লোকসভা নির্বাচনে তৃণমূল ও আপের স্ট্র্যাটেজি কী হতে পারে, তা নিয়েও মমতার সঙ্গে আপ নেতৃত্বের আলোচনা হতে পারে। সবমিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) পাঞ্জাব সফরে নজর জাতীয় রাজনৈতিক মহলের।

Related articles

আজ স্কুল সার্ভিস কমিশনের একাদশ-দ্বাদশের শিক্ষক নিয়োগের ফলপ্রকাশ

সুপ্রিম রায়ে চাকরি হারানো থেকে এসএসসির (School Service Commission) নতুন করে পরীক্ষার দীর্ঘ পথ অতিক্রম করে এবার রেজাল্টের...

বলিউডে ফের শোকের ছায়া! প্রয়াত কিংবদন্তি গায়িকা – অভিনেত্রী সুলক্ষণা পণ্ডিত

বলিউডে শোকের ছায়া। প্রয়াত হিন্দি চলচ্চিত্র ও সঙ্গীত জগতের বিশিষ্ট ব্যক্তিত্ব সুলক্ষণা পণ্ডিত। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭১...

ব্রিটিশ-তোষণে লেখা ‘জন গণ মন’! বিজেপি সাংসদের অপমানজনক মন্তব্যের তীব্র প্রতিবাদ তৃণমূলের

ব্রিটিশদের তোষণ করতেই নাকি লেখা হয়েছিল ‘জন গণ মন’। ভারতের জাতীয় সঙ্গীত নিয়ে এই ন্যক্কারজনক মন্তব্য করে ফের...

চিংড়িঘাটা মোড়ে যানজট কমাতে নতুন সেতু নির্মাণের উদ্যোগ কেএমডিএ-র

ইএম বাইপাসের চিংড়িঘাটা মোড়ে দীর্ঘদিনের যানজট সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিতে চলেছে কেএমডিএ। শান্তিনগর খালের উপর বর্তমান সরু...
Exit mobile version