Tuesday, May 6, 2025

কেন্দ্রের রাজনৈতিক প্রতিহিংসার জেরে ১০০ দিনের কাজে টাকা না পাওয়া মানুষদের রাজ্য সরকারের পক্ষ থেকে বকেয়া মিটিয়ে দিয়েই পাঞ্জাব যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। ২১ ফেব্রুয়ারি স্বর্ণমন্দিরে যাওয়ার কথা রয়েছে তৃণমূল (TMC) সভানেত্রীর। লোকসভা ভোটের মুখে হঠাৎই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাঞ্জাব সফর নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে।

সূত্রের খবর, ২১ ফেব্রুয়ারি পাঞ্জাবে (Panjab) যাবেন মমতা৷ সেখানে স্বর্ণমন্দিরে যাওয়ার পাশাপাশি আপ (AAP) নেতাদের সঙ্গে বৈঠকে বসতে পারেন তৃণমূল সুপ্রিমো৷ পাঞ্জাবির মুখ্যমন্ত্রী ভগবন্ত মানের (Bhagwant Mann) পাশাপাশি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের (Arvind Kejriwal) সঙ্গেও বৈঠক করতে পারেন বাংলার মুখ্যমন্ত্রী। বৈঠকে কীভাবে দিল্লি-পাঞ্জাব সীমানায় কৃষক আন্দোলনের ঝাঁঝ বাড়ানো যায়, তা নিয়ে আপ নেতৃত্বকে পরামর্শ দিতে পারেন মমতা। দেশে তাঁর মতো আন্দোলন সংগঠিত করার ক্ষমতা খুব কম নেতারই আছে। তৃণমূল সুপ্রিমো নিজেই বলেছেন, তাঁর আরেক নাম ‘আন্দোলন’।

কেন্দ্র থেকে মোদি সরকারকে হঠাতে যে ইন্ডিয়া জোট তৈরি হয়েছিল সেখানে কংগ্রেসের ‘দাদাগিরি’তে মনক্ষুণ্ণ তৃণমূল-সহ বেশ কয়েকটি দল। বাংলায় যে জোট হবে না সে কথা স্পষ্ট জানিয়ে দিয়েছেন। তৃণমূল সভানেত্রী মমতা। এক্ষেত্রে আম আদমি পার্টি ও তৃণমূল নীতিগত দিক থেকে মিলে রয়েছে৷ কারণ, আপও জানিয়েছে, পাঞ্জাবে কংগ্রেসকে আসন ছাড়া হবে না৷ এই পরিস্থিতিতে লোকসভা নির্বাচনে তৃণমূল ও আপের স্ট্র্যাটেজি কী হতে পারে, তা নিয়েও মমতার সঙ্গে আপ নেতৃত্বের আলোচনা হতে পারে। সবমিলিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay) পাঞ্জাব সফরে নজর জাতীয় রাজনৈতিক মহলের।

Related articles

জাফরাবাদে জোড়া খুন মামলায় সিবিআই তদন্তের আবেদন শুনলো না সিঙ্গল বেঞ্চ

ওয়াকফ অশান্তির জেরে মুর্শিদাবাদের ধুলিয়ানের জাফরাবাদে বাবা- ছেলের খুনের ঘটনায় সিবিআই তদন্তের (CBI investigation)আবেদন শুনলেন না কলকাতা হাইকোর্টের...

আজও রাজ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাস, উইকেন্ডে চড়বে পারদ!

মঙ্গলে কালবৈশাখীর সম্ভাবনা দক্ষিণবঙ্গ জুড়ে। বিকেলের পর বৃষ্টি (Rain) ভিজতে পারে কলকাতাসহ পার্শ্ববর্তী একাধিক জেলা। বৃহস্পতিবার থেকে হালা...

প্রথম ভারতীয় পুরুষ হিসেবে মেট গালার মঞ্চে শাহরুখ, মন জিতলেন অনুরাগীদের 

তিনি বলিউডের বাদশা, যেখানেই যান সেখানেই আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে ওঠেন। এবার বিশ্বমানের ফ্যাশন ইভেন্ট মেট গালা ২০২৫- এও...

NRI কোটায় মেডিক্যালে ভর্তির তদন্তে সাতসকালে শহর জুড়ে ইডি হানা

মেডিক্যালে ভর্তির দুর্নীতি (Medical scam) নিয়ে তদন্তে মঙ্গলের সকালে কলকাতার একাধিক জায়গায় তল্লাশি অভিযানে এনফোর্সমেন্ট ডিরেক্টটের (ED )আধিকারিকরা।...
Exit mobile version