ফের সরব বজরং-সাক্ষী-ভিনেশরা, চিঠি দিলেন বিশ্ব কুস্তি সংস্থাকে

এদিন বজরং-সাক্ষী-ভিনেশরা চিঠিতে লেখেন, এই সিদ্ধান্তের ফলে কুস্তিগিরেরা আবার বিপদের মুখে পড়লেন। কেন্দ্রীয় সরকারের কথা না শুনে চলার ফলেই ভারতীয়

বিশ্ব কুস্তি সংস্থাকে চিঠি দিলেন বজরং পুনিয়া, সাক্ষী মালিক, ভিনেশ ফোগাটরা। সম্প্রতি ভারতীয় কুস্তি সংস্থার উপর থেকে শাস্তি প্রত্যাহার করে নিয়েছে বিশ্ব কুস্তি সংস্থা। গতবছর সর্বভারতীয় কুস্তি সংস্থাকে সাসপেন্ড করেছিল বিশ্ব কুস্তি সংস্থা। মঙ্গলবা সেই সিদ্ধান্ত প্রত্যাহার করে নেয় বিশ্ব কুস্তি সংস্থা। আর এরপরই বিশ্ব কুস্তি সংস্থা, কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর ও ভারতীয় অলিম্পিক্স সংস্থার সভাপতি পিটি ঊষাকে চিঠি দিলেন আন্দোলনকারি কুস্তিগিরেরা। তাদের মতে , ভারতীয় কুস্তি সংস্থার উপর থেকে শাস্তি প্রত্যাহার করে নেওয়ায় কুস্তিগিরদের বিপদ বাড়তে পারে।

এদিন বজরং-সাক্ষী-ভিনেশরা চিঠিতে লেখেন, এই সিদ্ধান্তের ফলে কুস্তিগিরেরা আবার বিপদের মুখে পড়লেন। কেন্দ্রীয় সরকারের কথা না শুনে চলার ফলেই ভারতীয় কুস্তি সংস্থাকে নিলম্বিত করা হয়েছিল। তার থেকেই প্রমাণিত, নতুন কমিটি পুরনো কমিটির মতোই নিজের ইচ্ছায় চলে। কারও কথা শোনে না। কুস্তিগিরদের উপর জোর করে নিয়ম চাপিয়ে দেয়। অন্যথায় শাস্তির ভয় দেখায়। কুস্তি চালানোর জন্য একটি অ্যাড-হক কমিটি তৈরি করেছিল কেন্দ্র। সেই কমিটিকেও মানতে চায়নি সঞ্জয় সিং-এর নেতৃত্বাধীন কমিটি। এই সঞ্জয় ব্রিজভূষণ শরণ সিং-এর ঘনিষ্ঠ। ব্রিজভূষণের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছেন কুস্তিগিরেরা। তাঁরা বিশ্ব সংস্থাকে অনুরোধ করেছেন, যাতে বিষয়টি খতিয়ে দেখে তারা সিদ্ধান্ত নেয়।

আরও পড়ুন- দুরন্ত ইনিংস রোহিত-জাদেজার, প্রথম দিনের শেষে ৫ উইকেট হারিয়ে ভারতে রান ৩২৬