ফের প্রতিশ্রুতি পালন অভিষেকের, ১৭ তারিখ উদ্বোধন চড়িয়াল সেতুর

কথা দিলে তিনি কথা রাখেন- এটাই তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) USP। সারা বাংলার মানুষই সেটা ইতিমধ্যে জেনে গিয়েছেন। জনগণের এবার ৫০ বছরের দাবিকে পূরণ করতে চলেছেন ডায়মন্ডহারবারের (Diamond Harbor) সাংসদ। নির্মাণ হয়েছে চড়িয়াল সেতু (Charial Bridge)। ১৭ ফেব্রুয়ারি সাংসদ উদ্বোধন করবেন অভিষেক।

চড়িয়ালের মানুষের দীর্ঘদিনের দাবি ছিল একটি সেতুর। দীর্ঘ ৩৪ বছর এই দাবি পূরণ করেনি বিগত বাম সরকার। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই সমস্যার কথা জানতে পেরেই ঘোষণা করেন, এই সেতু তিনি নির্মাণ করেই ছাড়বেন। সেই মতোই কাজ এগোয়। ১৭ তারিখ এই সেতুর উদ্বোধন করবেন সাংসদ। এর ফলে চড়িয়াল থেকে আছিপুর, অন্যদিকে ফলতা থেকে আমতলা যাতায়াতে সুবিধা হবে। একইসঙ্গে বজবজ রেলস্টেশনে খুব দ্রুত পৌঁছানো যাবে।

এই উন্নয়নে খুশি এলাকাবাসী। যানজটেরও অবসান হবে। ইতিমধ্যেই ৫৭৮০ কোটি টাকার উন্নয়নের কাজ করেছে তৃণমূল সরকার। এলাকায় আরও ১০ হাজার কোটি টাকার কাজ আগামী ১০ বছরে করবে বলে জানিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।